Class 10
Political Science Chapter 1 QUESTIONS & ANSWERS
সেবা (আসাম) দশম শ্রেণী রাজনীতি বিজ্ঞান (সমাজবিজ্ঞান)
প্রথম অধ্যায়: ভারতীয় গণতন্ত্র
প্রথম অধ্যায়: ভারতীয় গণতন্ত্র
QUESTIONS & ANSWERS
প্রশ্ন এবং উত্তর
সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর
Q.3. কখন এবং কার সভাপতিত্বে ভারতীয় সংবিধান সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত
হয়?
Ans:- 1946 সালের 9
ডিসেম্বরে ডঃ সচ্ছিদানন্দ সিনহার সভাপতিত্বে সংবিধান সভার প্রথম অধিবেশন
অনুষ্ঠিত হয়।
Q.3. ভারতীয় সংবিধান সভার স্থায়ী সভাপতি কে ছিলেন?
Ans:- ডঃ রাজেন্দ্র
প্রসাদ সংবিধান সভার স্থায়ী সভাপতি ছিলেন।
Q.4. ভারতীয় সংবিধান প্রস্তুতির জন্য সংবিধান সভার
মোট কয়টি অধিবেশন অনুষ্ঠিত করা হয়েছিল?
Ans:- ভারতীয় সংবিধান প্রস্তুতির জন্য সংবিধান সভার মোট 11 টি অধিবেশন
অনুষ্ঠিত করা হয়েছিল।
Q.6. কোন সালে খসড়া কমিটি ভারতীয় সংবিধানের খসড়া
প্রস্তুত করে?
Ans:- খসড়া কমিটি 1949 সালের 26 নভেম্বর ভারতীয় সংবিধানের খসড়া
প্রস্তুত করে।
Q.7. কখন থেকে ভারতীয় সংবিধানটি
বলবৎ করা হয়?
Ans:- 1950 সালের 26 জানুয়ারি থেকে ভারতীয় সংবিধানটি বলবৎ করা হয়।
Q.8. 1947 সালের 15 আগস্ট থেকে 1950 সালের 26
জানুয়ারি পর্যন্ত স্বাধীন ভারতবর্ষের শাসনব্যবস্থা কোন আইন অনুসারে চলেছিল?
Ans:- 1947 সালের 15 আগস্ট থেকে 1950 সালের 26 জানুয়ারি পর্যন্ত
স্বাধীন ভারতবর্ষের শাসনব্যবস্থা চলেছিল 1935 সালের “ভারত শাসন আইন” অনুসারে।
Q.10. “সমাজবাদি”, “ধর্মনিরপেক্ষ” এবং “ঐক্য” এই
তিনটি শব্দ কোন সালের এবং সংবিধানের কত তম সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায়
সংযোজন করা হয়?
Ans:- সমাজবাদি,
ধর্মনিরপেক্ষ এবং ঐক্য এই তিনটি শব্দ 1976 সালের 18 ডিসেম্বরে সংবিধানের
42 তম সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায়
সংযোজন করা হয়।
Q.20. কোন রাষ্ট্রকে কেন “যুক্তরাষ্ট্রের গৃহ ভূমি”
বলা হয়?
Ans:- যুক্তরাষ্ট্রীয়
ব্যবস্থা সর্বপ্রথম প্রচলিত হয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্রে সে জন্য আমেরিকাকে বলা
হয় “যুক্তরাষ্ট্রের গৃহ ভূমি”।
Q.22. ভারতের সংবিধানে “যুক্তরাষ্ট্র” শব্দটির
উল্লেখ আছে কি?
Ans:- ভারতের সংবিধানের কোথাও “যুক্তরাষ্ট্র” শব্দটির উল্লেখ নাই
পরিবর্তে “রাজ্যসমূহের সংঘ” বলে সংবিধানের 1 নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে।
Q.24. “সরকারিয়া আয়োগ” কখন গঠন
করা হয়?
Ans:- 1983 সালে “সরকারিয়া
আয়োগ” গঠন করা হয়
Q.27. আমেরিকা যুক্তরাষ্ট্রে “কংগ্রেস” বলতে কাকে বোঝানো
হয়?
Ans:- আমেরিকা যুক্তরাষ্ট্রে জনপ্রতিনিধির দ্বারা গঠিত সংস্থাকে “কংগ্রেস” বলা হয়
ছোট প্রশ্ন এবং উত্তর
Q.5. ভারতীয় সংবিধান সভার খসড়া কমিটি কখন গঠন করা
হয়? এই কমিটির অধ্যক্ষ কে ছিলেন?
Ans:- বিভিন্ন ক্ষেত্রে বিদ্বান 7 জন বিশেষজ্ঞকে নিয়ে সংবিধান সভা 1947
সালের 29 আগস্ট একটি খসড়া কমিটি গঠন করে। কমিটির অধ্যক্ষ ছিলেন ডঃ বি আর আম্বেদকর
Q.1. গণতন্ত্র ও সংবিধানের মধ্যে সম্পর্ক কি?
Ans:- গণতন্ত্র ও সংবিধানের
মধ্যে সম্পর্ক:-
সংবিধান ও গণতন্ত্র একে
অপরের পরিপূরক। সংবিধান ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারে না এবং অকল্পনীয়
অনুরূপভাবে গণতান্ত্রিক রাষ্ট্র ছাড়া সংবিধানের ভূমিকাও অর্থহীন। সে জন্য একটি স্বাধীন
এবং গণতান্ত্রিক রাষ্ট্রে সংবিধান থাকাটা প্রয়োজন।
Q.2. ভারতের সংবিধান সভার গঠন কিভাবে হয়
সংক্ষেপে লেখ।
Ans:- ভারতের সংবিধান সভার গঠন:
1945 সালের জুলাই মাসে
ইংল্যান্ডে সাধারণ নির্বাচনে শ্রমিক দল জয়লাভ করে সরকার গঠন করে। এই সরকার ভারতবর্ষকে
স্বাধীনতা দেবার জন্য সংবিধান রচনা করার কথা বিবেচনা করে। 1946 সালের মার্চ মাসে
ইংল্যান্ডের তিনজন মন্ত্রীকে নিয়ে কেবিনেট মিশন গঠন করা হয়। এই কেবিনেট মিশন
ভারতীয় সংবিধান প্রস্তুতের জন্য সংবিধান সভা গঠন করে।
Q.12. প্রস্তাবনায় উল্লেখিত গুরুত্বপূর্ণ শব্দ গুলি
কি কি?
Ans:- প্রস্তাবনায় উল্লেখিত
গুরুত্বপূর্ণ শব্দ গুলি হল:- সার্বভৌমত্ব, সমাজবাদী, ধর্মনিরপেক্ষ,
গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, জাতীয় ঐক্য ও সংহতি, এবং ভাতৃত্ববোধ।
Q.13. সার্বভৌমত্ব বলতে কি বোঝ?
Ans:- সার্বভৌমত্ব:
সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা অর্থাৎ ভারতবর্ষ বাহ্যিক ভাবে এবং
আভ্যন্তরীণ ভাবে কোন বিদেশী শক্তির দ্বারা পরিচালিত নয় এবং নতও নয়।
Q.14. সমাজবাদী বলতে কি বোঝ?
Ans:- সমাজবাদী: ভারতীয়
সংবিধানের প্রস্তাবনায় 1976 সালে সংযোজিত সমাজবাদী শব্দটির দ্বারা ভারতবর্ষে
মানুষের মধ্যে আয়, মর্যাদা এবং জীবন ধারণের মানদণ্ডের ক্ষেত্রে বৈষম্য বা অসমতা থাকবে
না। উৎপাদনের কৌশল সমূহ জাতীয়করণ করা হবে এবং জাতীয় আয়ের সম বিতরণ
ব্যবস্থা ও মিশ্র অর্থনীতির মাধ্যমে ভারতবর্ষে সমাজবাদ প্রতিষ্ঠা করা হবে। দেশের অর্থনীতি
নির্ধারিত করবে এদেশের জনগণ,পুঁজিপতিরা নয়।
Q.15. ধর্মনিরপেক্ষ বলতে কি বোঝ?
Ans:- ধর্মনিরপেক্ষ:
ধর্ম নিরপেক্ষ বলতে দেশে কোনো সরকারি ধর্ম থাকবে না, সরকার কোন ধর্মের প্রতি
অনুগ্রহ প্রদর্শন করবে না। সরকারের দৃষ্টিতে সব ধর্মই সমান ধর্মের নামে
কোন বৈষম্য থাকবে না।
Q.16. গণরাজ্য বলতে কি বোঝ?
Ans:- গণরাজ্য:
ভারতবর্ষ একটি গণরাজ্য কারণ দেশের রাষ্ট্রপতিকে জনগন পরোক্ষভাবে নির্বাচন
করেন। এই পদ কোন বংশানুক্রমিক নয়। এছাড়া দেশের জনগণই দেশে ন্যায়, সমতা, স্বাধীনতা এবং ভাতৃত্ববোধ
প্রতিষ্ঠা করবে।
Q.19. যুক্তরাষ্ট্র বলতে কি বোঝ?
Ans:- “যুক্তরাষ্ট্রে”র
ইংরেজি প্রতিশব্দ “Federation” ইহা লেটিন শব্দ “Foedus” থেকে এসেছে। যার অর্থ সন্ধি বা
চুক্তি। সুতরাং যুক্তরাষ্ট্র হলো পারস্পরিক চুক্তি বা সন্ধির মাধ্যমে
একত্রিত কয়েকটি রাজ্যের সমষ্টি।
Q.26. সংসদীয় গণতন্ত্র বলতে কি বোঝ?
Ans:- সংসদীয় গণতন্ত্র:
সংসদীয় গণতন্ত্র এমন এক প্রকার শাসন ব্যবস্থা যেখানে সংসদ থাকে ও
জনপ্রতিনিধির দ্বারা গঠিত একটি সংস্থা বা দলের হাতে শাসনের সর্বোচ্চ ক্ষমতা থাকে। দুটি সদন -
রাজ্য ও লোকসভা এবং রাষ্ট্রপতিকে নিয়ে সংসদ এবং এই সংসদকে প্রাধান্য দিয়ে যে
গণতান্ত্রিক ব্যবস্থার প্রচলন তাকেই সংসদীয় গণতন্ত্র বলা হয়।
বড় প্রশ্ন এবং উত্তর
Q.9. সংবিধানের আদর্শ ও প্রস্তাবনা বর্ণনা কর।
Ans:- সংবিধানের আদর্শ ও
প্রস্তাবনা:
প্রস্তাবনা হলো
সংবিধানের মুখবন্ধ। প্রস্তাবনায় সংবিধানের মূল বিষয়বস্তু, আদর্শ ও লক্ষ্য বর্নিত
আছে সেজন্য প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের আত্মা, বিবেক, দ্বারপথ ও চাবিকাঠিও বলা
হয়। প্রস্তাবনার প্রতিটি শব্দে লুকিয়ে আছে সংবিধানটির আদর্শ, দর্শন ও
লক্ষ্য।
a)
“আমরা ভারতবাসী” বলে
সংবিধানের প্রস্তুতকর্তা ভারতীয় জনগণকে স্পষ্ট করে বুঝানো হয়েছে।
b)
ভারতবর্ষকে একটি
“সার্বভৌম রাষ্ট্র” হিসাবে ঘোষণা করা হয়েছে।
c) ভারতবর্ষে “সমাজবাদ” প্রতিষ্ঠার প্রতিশ্রুতি
দেওয়া হয়েছে।
d)
সরকারি ধর্মছাড়া
ভারতবর্ষকে একটি “ধর্মনিরপেক্ষ রাষ্ট্র” ঘোষণা করা হয়েছে।
e)
জনসাধারণ নিজের
প্রতিনিধি নির্বাচন করে দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করার আদেশ অর্থাৎ দেশটি
“গণতান্ত্রিক রাষ্ট্র”।
f) দেশের রাষ্ট্রপ্রধানকে জনগণের দ্বারা নির্বাচন
করে ভারতবর্ষকে “গণরাজ্য” ঘোষণা করা হয়েছে।
g)
ভারতের জনগণই দেশে
ন্যায়, স্বাধীনতা, সমতা এবং ভাতৃত্ববোধ প্রতিষ্ঠা করিবে।
Q.11. সংবিধানের খসড়া কমিটির সদস্যগণের নাম লেখ।
Ans:- সংবিধানের খসড়া কমিটির
সদস্যগণ:
a)
ডঃ ভীমরাও আম্বেদকর(
সভাপতি)
b)
এন. গোপালস্বামী
আয়েঙ্গার
c) আলাদি কৃষ্ণস্বামি আয়ার
d)
কে. এম. মুন্সি
e)
সৈয়দ মুহাম্মদ
সাদুল্লাহ
f) এন. মাধব রাও এবং
g)
ডি পি খৈতান
Q.17. পন্ডিত জওহরলাল নেহেরুর উদ্দেশ্য সম্পর্কিত
প্রস্তাব সমূহ উল্লেখ কর।
Ans:- পন্ডিত জওহরলাল নেহেরুর
উদ্দেশ্য সম্পর্কিত প্রস্তাব সমূহ:
1946 সালের 13
ডিসেম্বরে সংবিধান সভার প্রথম বৈঠকে নেহেরু উদ্দেশ্য সম্পর্কে কিছু প্রস্তাব
দিয়েছিলেন। যেগুলির 1947 সালের 22 জানুয়ারি সংবিধান সভা গ্রহণ করে।
উদ্দেশ্য সম্পর্কিত
প্রস্তাব গুলির মধ্যে ছিল:-
a)
গণপরিষদ ভারতবর্ষকে
স্বাধীন, সার্বভৌম, প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।
b)
ভারতের ভূখন্ড ও ভারতে
অন্তর্ভুক্ত হতে আগ্রহী দেশীয় রাজ্য গুলো নিয়ে রাজ্যসমূহের সংঘ গঠিত হবে।
c) জনসাধারণের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক
ন্যায়, সমতা, ধর্মীয় স্বাধীনতা রক্ষা, চিন্তা ও মতামত প্রকাশের স্বাধীনতাকে
স্বীকৃতি দেওয়া হবে।
d)
অনুসূচিত জাতি, জনজাতি,
অনুন্নত এবং সংখ্যালঘু জনগণের সুরক্ষার ব্যবস্থা থাকবে।
e)
দেশের স্বাধীনতা,
অখন্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্ব প্রদান করা হবে।
f) আন্তর্জাতিক সু সম্পর্ক, বিশ্ব শান্তি
রক্ষা ও কল্যাণের জন্য সহযোগিতা প্রদান করবে।
g)
জনসাধারণই হবে সকল
ক্ষমতার উৎস।
h)
দেশীয় রাজ্য সমূহ
স্বায়ত্ত শাসনের মাধ্যমে অঙ্গরাজ্যের মর্যাদা লাভ করবে।
Q.18. ভারতীয় রাজনৈতিক ব্যবস্থার
যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য সমুহ আলোচনা কর।
Ans:- ভারতীয় রাজনৈতিক
ব্যবস্থার যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য:
a)
শাসন ব্যবস্থা: ভারতে
দু'রকমের সরকার আছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারে স্থায়ী ও
অস্থায়ী দুইটি সদন রয়েছে।
b)
সংবিধান: ভারতের
সংবিধান লিখিত ও বিধিবদ্ধ।
c) ক্ষমতা বিকেন্দ্রীকরণ: সংবিধান তিনটি তালিকার
মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন করেছে।
d)
ভারতের সংবিধান দেশের সর্বোচ্চ আইন:
কেন্দ্র-রাজ্য উভয়ই সংবিধান অনুসারে শাসন কার্য সম্পাদন করে।
e)
বিচার ব্যবস্থা: তিনটি
স্তরের ব্যবস্থায় শীর্ষে উচ্চতম (সুপ্রিম) কোর্ট বা বিচারালয় আছে যাহা সংবিধানের
অভিভাবক।
Q.21. ভারতীয় সংবিধান প্রণেতারা আমেরিকার সংবিধান
অনুসরণ না করে কানাডার সংবিধান অনুসরণ করার কারণ ব্যাখ্যা কর।
Ans:- সংবিধান প্রণেতারা আমেরিকার সংবিধান অনুসরণ না করে কানাডার
সংবিধান অনুসরণ করার কারণ হলো আসলে আমেরিকায় ছিল প্রকৃত অর্থে যুক্তরাষ্ট্রীয়
পদ্ধতি, যেখানে অঙ্গরাজ্যগুলোকে অধিক স্বতন্ত্রতা দিয়েছে এবং পৃথক সংবিধান ও
দ্বৈত নাগরিকত্বের ব্যবস্থা করেছে। কিন্তু ভারতবর্ষ যদি অঙ্গরাজ্য গুলিকে অধিক
স্বতন্ত্রতা, দ্বৈত নাগরিকত্ব, সংবিধান ও ক্ষমতার ব্যবস্থা করে তাহলে নতুন ভাবে
জন্ম লাভ করা বিশাল ভূখণ্ডতে জাতীয় সংহতি ও অখন্ডতা শক্তিশালী করা সম্ভব নাও হতে
পারে। সে জন্য কানাডার শিথিল যুক্তরাষ্ট্র ব্যবস্থা (নমনীয়) অনুসরণ করে
ভারতবর্ষে এক ব্যতিক্রমী যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে।
Q.23. ভারতবর্ষে এককেন্দ্রীয় সরকারের বৈশিষ্ট্য গুলি লেখ।
Ans:- ভারতবর্ষে এককেন্দ্রীয় সরকারের বৈশিষ্ট্য:
a)
জরুরী কালীন অবস্থায়
রাষ্ট্রপতির শাসন রাজ্যের স্ব-শাসন খর্ব করে এককেন্দ্রিক কাঠামোতে পরিণত করে
b)
ক্ষমতা বণ্টনেও
কেন্দ্রের প্রাধান্য অধিক এবং সকল গুরুত্বপূর্ণ বিষয় কেন্দ্রীয় তালিকাভুক্ত
c) কেন্দ্রীয় সরকারের আদেশ রাজ্য সরকার মানতে
বাধ্য
d)
কেন্দ্রীয় সংসদ
রাজ্যের নাম ও সীমানা পরিবর্তন করতে পারে কিন্তু রাজ্যগুলি পারে না
e)
সংবিধান সংশোধনী
প্রস্তাব একমাত্র কেন্দ্রীয় সংসদে উত্থাপিত হতে পারে
f) একমাত্র জম্মু ও কাশ্মীর ব্যতীত অন্য কোন
অঙ্গরাজ্যের নিজস্ব সংবিধান নাই ভারতীয় সংবিধান অনুসারে বাকি সব রাজ্যের শাসন
পরিচালিত হয়
g)
রাজ্যের রাজ্যপালগণ রাষ্ট্রপতি দ্বারা
নিযুক্ত ও বরখাস্ত হন
h)
সংবিধান ভারতে একক
নাগরিকত্ব ও একই বিচার ব্যবস্থা প্রবর্তন করেছে, গতিকে ভারতীয় সংবিধান অধিক
কেন্দ্র প্রবণ
Q.25. ভারতবর্ষের সংসদীয় পদ্ধতির সরকার এর
বৈশিষ্ট্য গুলি লেখ।
Ans:- ভারতবর্ষের সংসদীয়
পদ্ধতির সরকার এর বৈশিষ্ট্য:
a)
দ্বৈত কার্যপালিকা: ভারতের রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক
কার্যপালিকা এবং প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রী পরিষদ প্রকৃত কার্য পালিকা
b)
সংসদ: রাজ্যসভা বা উচ্চ সদন এবং লোকসভা বা নিম্ন সদন এই দুই ধরনের সংসদের ব্যবস্থা
ভারতে রয়েছে
c) মন্ত্রিসভার
দায়বদ্ধতা: মন্ত্রিসভা লোকসভা ও
রাজ্যসভার নিকট দায়বদ্ধ
d)
প্রধানমন্ত্রীর নেতৃত্ব: প্রধানমন্ত্রী ইচ্ছানুসারে মন্ত্রিসভা
গঠন, দপ্তর বিতরণ ও মন্ত্রী সভায় সভাপতিত্ব করেন
e)
সমরাজনৈতিক মতবাদ: ভারতে সমচেতনা, সমস্বার্থ ও পারিবারিক
সহযোগিতার ভিত্তিতে মন্ত্রিসভা গঠিত হয়
f) বিরোধী
দল: ভারতে বিরোধী
দলের ব্যবস্থা আছে ও সংসদীয় কার্যপ্রণালিকে আরও শক্তিশালী করেছে
Q.28. ইংল্যান্ডের সংসদীয় গণতন্ত্রের সঙ্গে ভারতীয়
গণতন্ত্রের পার্থক্য গুলি লেখ।
Ans:- ইংল্যান্ডের সংসদীয়
গণতন্ত্রের সঙ্গে ভারতীয় গণতন্ত্রের পার্থক্য:
a)
ভারতে সংসদীয় গণতন্ত্র
গণরাজ্য রাষ্ট্রপ্রধান বংশানুক্রমিক নয় জনগণের দ্বারা নির্বাচিত কিন্তু
ইংল্যান্ডের রাজা বা রানী বংশানুক্রমিক।
b)
ভারতের উচ্চসদনের গঠন
ইংল্যান্ডের উচ্চসদনের গঠনের মধ্যে বহু পার্থক্য আছে।
c)
ইংল্যান্ডের সংসদ যেমন
শক্তিশালী ভারতের তেমন শক্তিশালী নয়।
***********
1 Comments
Hi sir
ReplyDeleteHELLO VIEWERS, PLEASE SEND YOUR COMMENTS AND SUGGESTION ON THE POST AND SHARE THE POST TO YOUR FRIEND CIRCLE.