SEBA/SMEBA CLASS 10 BENGALI
QUESTIONS & ANSWERS
সেবা দশম শ্রেনী বাংলা প্রশ্ন এবং উত্তর
পাঠ : গ্রাম্য ছবি (কবিতা)
কবি - গিরিন্দ্র মোহিনী দাসী (১৮৫৭ - ১৯২৪)
পাঠ – গ্রাম্য ছবি
শব্দার্থ
শব্দ |
অর্থ |
শব্দ |
অর্থ |
শব্দ |
অর্থ |
শব্দ |
অর্থ |
নিকানো |
লেপা |
মনোহর |
সুন্দর |
সম্মুখেতে |
সামনে |
উগান |
ওঠা |
দাওয়া |
বারান্দা |
খড়ো |
খড়ের তৈরি |
লতিয়া |
লতানো |
পিঁজারা |
খাঁচা |
বউ কথা |
একপ্রকার পাখি |
দাবাতে |
বারান্দাতে |
দোলা |
দোলনা |
নোয়ায়ে |
টেনে নামিয়ে |
সন্তরণ |
সাতার |
প্রাঙ্গণে |
উঠানে |
রাখাল |
রক্ষা করে যে, মাঠে গরু চরায় যে |
শ্বনন |
বায়ু প্রবাহের শব্দ |
সুধাময়ী |
অমৃতময়ী |
প্রাণ |
জীবন |
শ্যাম |
গাড় সবুজ |
শয়ন |
নিদ্রা |
মেঠো |
মাঠের, মাঠ সংক্রান্ত |
তান |
সুর |
মিঠে |
মিষ্টি |
|
|
SEBA/SMEBA CLASS 10 BENGALI QUESTIONS & ANSWERS
গ্রাম্য ছবি- দশম শ্রেনী বাংলা প্রশ্ন এবং উত্তর
অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর
Q.1. গ্রাম্য ছবি' কবিতার
কবি কে?
Ans:- গিরিন্দ্র মোহিনী দাসী।
Q.2. অশ্রুকণা' কাব্য
কখন প্রকাশিত হয়?
Ans:- ১৮৮৪ সালে।
Q.3. কবি গিরিন্দ্র মোহিনী দাসী কোন পত্রিকা সম্পাদনা করতেন?
Ans:- জাহ্নবী নামক পত্রিকা।
Q.4. ‘মায়ার খেলা' নাটকটি
কার লেখা?
Ans:- রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।
Q.5. গিরিন্দ্র মোহিনী দাসী রবীন্দ্রনাথের কোন নাটকে অভিনয় করে সকলের প্রশংসা
অর্জন করতে সমর্থ হয়েছিলেন?
Ans:- মায়ার খেলা' নাটকে।
Q.6. ঘরের চালখানি কেমন?
Ans:- সুন্দর করে ছাঁটা।
Q.7. খড়ের চালে করলা লতা কীভাবে
উঠেছে।
Ans:- লতিয়ে লতিয়ে মাচা বেয়ে।
Q.8. খোকা
কোথায় শুয়ে আছে ?
Ans:- দড়ির দোলাতে।
Q.9. গাছ
থেকে পাকা কুল কে পেড়েছিল?
Ans:- কানে দুল পরা দুটি বোন।
Q.10. পুকুরের
জল কেমন?
Ans:- নির্মল।
Q.11. পুকুরে
কে সাঁতার কাটছে?
Ans:- দুটি হাঁস।।
Q.12. পুকুরের
পাড়ে কী বন?
Ans:- বাঁশ-বন।
Q.13. কে
প্রাঙ্গনে বসে ধান নাড়ে?
Ans:- গ্রাম্য বধূ।
Q.14. রোদ
টুকুর রং কেমন?
Ans:- সোনা-রঙা।
Q.15. কোথায়
গরু চরে?
Ans:- গ্রামের মাঠে।
Q.16. রাখাল
কোথায় শুয়ে বিশ্রাম করে?
Ans:- মাঠে অবস্থিত তরু-তলে।
Q.17. মেঠো
পথে কে চলেছে গান গেয়ে?
Ans:- পথিক।
Q.18. কবির
মতে সুধাময়ী কে?
Ans:- জন্মভূমি।
Q.19. দুপুর
বেলাকার কোন পাখির গান কবির মনে পড়ে?
Ans:- ঘুঘু পাখির গান।
Q.20. তুলসী
চারা কোথায়?
Ans:- মঞ্চে।
SEBA/SMEBA CLASS 10 BENGALI QUESTIONS & ANSWERS
গ্রাম্য ছবি- দশম শ্রেনী বাংলা প্রশ্ন এবং উত্তর
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর
Q.1. কবি গিরিন্দ্র
মোহিনী দাসী রচিত যে কোনো দুটি বিশেষ গ্রন্থের নাম লেখো।
Ans:- কবিতাহার ও 'ভারতকুসুম'।
Q.2. গ্রামের
ঘর বাড়ির সৌন্দর্য কেমন?
Ans:- গ্রামের গরগুলি মাটি দিয়ে লেপা। মাটি দিয়ে লেপা ঘরের দাওয়াগুলি খুব সুন্দর। খড় দিয়ে ছাওয়া
চাল সুন্দরভাবে ছাঁটা। ঘরের সামনে মাটির উঠোন। উঠোনের একপাশে মঞ্চে তুলসীর চারা।
সব মিলিয়ে গ্রামের ঘরবাড়ির সৌন্দর্য অপরূপ।
Q.3. গ্রামের
দুপুরবেলার ছবি বর্ণনা করো।
Ans:- গ্রামের দুপুরবেলা শান্ত ও নিস্তব্ধ। কোথাও কোনো জন কোলাহল
নেই। রাখাল বালক মাঠে গরু ছেড়ে গাছের তলায় শান্ত স্নিগ্ধ ছায়ায় শুয়ে
বিশ্রাম নিচ্ছে। গরুগুলি আপন মনে মাঠে চরে
বেড়াচ্ছে। সরু মেঠো পথ ধরে পথিক মিষ্টি সুরে গান গাইতে গাইতে চলে যাচ্ছে।
Q.4. কারা
কুল পেড়েছিল? তাদের কুল পাড়ার দৃশ্যটি বর্ণনা
কর।
Ans:- কানে দুল পরা দুটি বোন ধীরে ধীরে গাছ থেকে কুল পেড়েছিল। কাঁটাভরা কুলগাছের শাখা জোর করে টেনে নুইয়ে ধরে কুল পাড়ছিল। সে সে সময় তাদের হাতে কাঁটাও ঢুকছিল।
Q.5. কবিতায়
কবি জন্মভূমিকে কী কী বলেছেন? কেন বলেছেন?
Ans:- কবিতায় কবি জন্মভূমিকে সুধাময়ী, শান্তি
মাখা, স্নিগ্ধ শ্যাম প্রাণ বলেছেন।
জন্মভূমি মানুষের
জীবনধারণের প্রয়োজনীয় খাদ্য বা অমৃতের যোগান দেয়। গ্রামের মাঠ ফসলে সবুজ হয়ে
থাকে। গ্রামের শান্ত স্নিগ্ধ পরিবেশ পাখির কলতানে ভরপুর। তাই কবি এরুপ বলেছেন।
Q.6. কবি
গ্রামের পুকুরের বর্ণনা কীভাবে দিয়েছেন?
Ans:- কলমি লতায় ঘেরা পুকুবের জল পরিষ্কার। সেই পরিস্কার জলে
দুটি হাঁস সাতার কাটছে। পুকুর পাড়ে আছে বাঁশ-বন।
Q.7. গ্রাম্যবধূর
দিনযাপন কেমন? পঠিত কবিতা অনুসারে বর্ণনা কর।
Ans:- গ্রাম্য বধূ সকাল হলে মাটি দিয়ে ঘরের চারিদিক পরিস্কার করিয়া
লেপা পোছা করে। বাড়ির গৃহকর্মে ব্যস্ত থাকে। দুপুর বেলা সে চুলের গোছা এলো
করে একাকিনী উঠানে বসে আপনমনে ধান নাড়ে।
Q.8. ‘দাওয়া’ শব্দের প্রতিশব্দ লেখো ও দাওয়ার বর্ণনা দাও।
Ans:- ‘দাওয়া' শব্দের প্রতিশব্দ হল - বারান্দা।
গিরিন্দ্র মোহিনী দাসী রচিত ‘গ্রাম্যছবি' কবিতায় বর্ণিত
দাওয়ালগুলি সুন্দর। দাওয়ালগুলি মাটি দিয়ে পরিষ্কার করে লেপা। দাওয়ার সামনে
পরিস্কার মাটির উঠান। দাওয়ায় বউ কথা কও পাখি ডাকছে। বিড়াল শুয়ে আছে। দড়ির
দোলায় খোকা শুয়ে আছে।
Q.9. কবির
কোন্ বাল্যস্মৃতি মনে পড়ে?
Ans:- কবির দুপুরবেলার বাল্য স্মৃতি মনে পড়ে। মনে পড়ে তার
ছোটবেলায় শোনা ঘুঘুর গান। শান্ত ও নিস্তব্ধ দুপুরে গ্রামের মাঠে গরুর চরে বেড়ানো, রাখাল বালক মাঠে গরু ছেড়ে গাছের তলায়
শান্ত স্নিগ্ধ ছায়ায় শুয়ে বিশ্রাম নেওয়া, সরু মেঠো পথ ধরে
পথিক মিষ্টি সুরে গান গেয়ে চলা, ঘর বাড়ি, কর্মরতা গ্রাম্যবধূ, শান্ত,
স্নিগ্ধ, শ্যামল, প্রাণবন্ত, সুধাময়ী, জন্মভূমির স্মৃতি।
Q.10. রাখাল
বালকের দিনযাপন কেমন বর্ণনা করো।
Ans:- বাখাল বালকেরা সকাল হলে গরু নিয়ে মাঠে যায়। সেখানে তারা
গরু চরায়। শান্ত ও নিস্তব্ধ দুপুরবেলা মাঠে গরুগুলি ছেড়ে এসে তারা গাছের তলার
ছায়ায় শুয়ে বিশ্রাম নেয়। সে সময় গরুগুলি আপন মনে মাঠে চরে বেড়ায়। দিনের
শেষে গরু চরা শেষ হলে গরু নিয়ে ঘরে ফিরে আসে।
SEBA/SMEBA CLASS 10 BENGALI QUESTIONS & ANSWERS
গ্রাম্য ছবি- দশম শ্রেনী বাংলা প্রশ্ন এবং উত্তর
Q.11. গ্রাম্যছবি' কবিতার পশুপাখিদের বর্ণনা দাও।
Ans:- গিরীন্দ্র মোহিনী দাসী রচিত গ্রাম্যছবি কবিতায় বর্ণিত
পশুপাখিগুলি হল বউ কথা কও পাখি, বিড়াল, হাঁস, গরু।
খাচায় বউ কথা কও পাখি কথা বলে। দাওয়ায় শুয়ে আছে বিড়াল। কলমি ঘেরা পুকুরের
পরিষ্কার জলে সাঁতার কেটে ভেসে বেড়ায় হাঁস। গ্রামের মাঠে গরু আপন মনে চরে
বেড়ায়।
Q.12. গিরিন্দ্র
মোহিনী দাসীর রচিত চারটি গ্রন্থের নাম লেখো।
Ans:- কবিতাহার, ভারতকুসুম, জনৈক হিন্দু মহিলার পত্রাবলী ও সিন্ধুগাথা।
Q.13. গ্রাম্য
বধুর জীবন কেমন? লেখো।
Ans:- গিরিন্দ্র মোহিনী দাসী রচিত গ্রাম্যছবি কবিতায় গৃহবধূর
কর্মব্যস্ত জীবনের ছবি অঙ্কিত হয়েছে। কবিতায় গ্রাম্যবধূর জীবনের স্নিগ্ধ সরল
রূপটি ফুটে উঠেছে। চুলের গোছা লুটিয়ে একাকিনী গ্রাম্যবধূ হাতের বালা দুটি গুজে
উঠোনে বসে আপন মনে ধান নাড়ছে।
SEBA/SMEBA CLASS 10 BENGALI QUESTIONS & ANSWERS
গ্রাম্য ছবি- দশম শ্রেনী বাংলা প্রশ্ন এবং উত্তর
দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নোত্তর
Q.1.
গ্রামের সৌন্দর্য কোথায় কীভাবে প্রকাশ পেয়েছে?
Ans:- কবি গিরিন্দ মোহিনী দাসী রচিত ‘গ্রাম্যছবি' কবিতায় গ্রামের সৌন্দর্য নানাভাবে প্রকাশ পেয়েছে। কবি
তাঁর কবিতায় গ্রামীণ জীবনের খুটিনাটি, গ্রাম্যবধূদের জীবনের মাধুর্য, অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। গ্রামের ঘর ও তার
দাওয়ালগুলি মাটি দিয়ে সুন্দর করে লেপা। সামনে পরিষ্কার উঠোন। উঠোনে গ্রাম্যবধূর
ধান নাড়া, দাওয়ার দোলাতে খোকার শুয়ে থাকা, দাওয়াতে বিড়ালের শুয়ে থাকা, কানে দুল পরা দুটি বোন গাছ থেকে কুল পাড়া প্রভৃতি খুব
সুন্দর দৃশ্য। কলমি ঘেরা পুকুরের পরিষ্কার জলে হাসের ভেসে বেড়ানো, পুকুর পাড়ের বাঁশ বন, মাঠে গরুর চরে বেড়ানো, রাখাল ছেলের গাছের তলায় শুয়ে বিশ্রাম নেওয়া, মেঠো পথে পথিকের মিষ্ট সুরে গান গাইতে গাইতে চলে যাওয়া, পাখির কলতান প্রভৃতির মাধ্যমে গ্রামের অপরূপ সৌন্দর্য
প্রকাশ পেয়েছে।
Q.2.
গিরিন্দ্র মোহিনী দাসী সম্পর্কে সংক্ষেপে লেখো।
Ans:- কবি পরিচিতিঃ
১৮৫৭ খ্রিষ্টাব্দে কলকাতার ভবানীপুরে বিখ্যাত
কবি গিরিন্দ্র মোহিনী দাসীর জন্ম হয়। তিনি লেখাপড়া শেখেন পিতার কাছে এবং স্বামী
নরেশ চন্দ্ৰ দত্তের কাছে। স্বামীর মৃত্যুর পর তার শোকগাথা “অশ্রুকণা’
প্রকাশিত হয়। তার কবিতাগুলি নির্বাচন করেছিলেন কৰি অক্ষয় কুমার বড়াল। তার প্রথম
দিকে লেখা কবিতায় গার্হস্থ্য জীবনের ছবি প্রকাশিত হয়েছে। তাছাড়া তিনি অভিনয় ও
চিত্র অঙ্কনেও নিপুণ ছিলেন। তিনি জাহ্নবী নামক পত্রিকার সম্পাদনাও করতেন। ১৮৮৮
সালে কলকাতার বেথুন কলেজে রবীন্দ্রনাথের লেখা 'মায়ার খেলা’ নাটকে অভিনয় করে তিনি সকলের প্রশংসা অর্জন করতে সক্ষম হন।
তার লেখা বিশেষ কয়েকটি গ্রন্থ হল কবিতাহার', ভারতকুসুম, সিন্ধুগাঁথা, শিখা, অর্ঘ্য, জনৈক হিন্দু মহিলার পত্রাবলী প্রভৃতি। তার লেখা এই
গ্রন্থগুলি জনসমাদর লাভ করেছিল। ১৯২৪ সালে এই বিখ্যাত কবির জীবনাবসান ঘটে।
Q.3. ‘গ্রাম্যছবি' কবিতায় দুপুরবেলার যে সৌন্দর্যের বর্ণনা আছে তা নিজের
ভাষায় বর্ণনা করো।
Ans:- গ্রামে দুপুরবেলায় কোনো জন-কোলাহল নেই। আছে কেবল কিছু
পাখির কলতান। সোনারঙা রোদে চারিদিক ঝলমল করছে। চুলের গোছা লুটিয়ে গ্রাম্যবধূ
হাতের বালা দুটি গুজে উঠোনে বসে আপন মনে ধান নাড়ছে। দুপুরে গ্রামের চারিদিকে
স্তব্ধতা ও শান্তির পরিবেশ বিরাজ করছে। মাঠে গরুগুলি চরে বেড়াচ্ছে। রাখাল বালক,গাছের তলায় স্নিগ্ধ ছায়ায় শুয়ে বিশ্রাম করছে। গ্রামের
সরু মেঠো পথ ধরে পথিক মিষ্ট সুরে গান গেয়ে চলেছে। কবিতায় কবি দুপুর বেলার সুন্দর
ছবি ফুটিয়ে তুলেজেন।
Q.4. কবি
জন্মভূমিকে সুধাময়ী বলেছেন কেন?
Ans:- কবি জন্মভূমিকে সুধাময়ী বলার কারণ হল জন্ম ভূমি আমাদেরকে
সূধা বিতরণ করে। জন্মভূমিতে উৎপন্ন ফল, শাকসব্জী, খাদ্যশস্য
আমাদের জীবন বাঁচিয়ে রেখেছে। এই সূধা সম খাদ্যশস্য খেয়ে আমরা বেঁচে আছি। জন্মভূমি
আমাদেরকে বেঁচে থাকার আলো, বায়ু,
জল, লতা-পাতা,
পশু-পাখির যোগান দেয়। এই প্রয়োজনীয় উপাদান বা অমৃতের যোগান
দেয় বলেই জন্মভূমি অর্থাৎ গ্রাম অমৃতময়ী। তাই আলোচ্য কবিতায় কবি জন্মভূমি
অর্থাৎ গ্রামকে সুধাময়ী বলেছেন।
Q.5. গ্রামের
প্রাকৃতিক শোভা বর্ণনা করো।
Ans:- গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অপরুপ। গ্রামের শোভা শহরের মতো
মানব সৃষ্ট কৃত্রিম শোভা নয়। প্রকৃতি গ্রামের শোভা বর্ধন করে। বিভিন্ন ঋতুতে
গ্রামের শোভা বিভিন্ন ধরণের হয়। মাঠ ভরা ফসল, কলমি ঘেরা পুকুরের নির্মল জল, পুকুর পাড়ের বাঁশবন, পাখির কিচির-মিচির, সাই
সাই শব্দে বাতাসের বয়ে যাওয়া, সোনা
রঙা ঝলমল রোদ, গ্রামের মাঠ, মেঠো পথ, ঘুঘুর
গান প্রভৃতি অপরুপ শোভা দেয়। ফসল ভরা মাঠ গোটা গ্রামকে সবুজে ভরে রাখে। মাটি
দিয়ে লেপা ছোটো ছোটো ঘর ও তার দাওয়াগুলি দূর থেকে দেখতে অপরূপ সুন্দর লাগে। ঘন
ঘন গাছ পালা, নানা ধরনের পশুপাখি প্রভৃতি
সবকিছু গ্রামের প্রাকৃতিক শোভাকে মনোরম করে তোলে।
Q.6. “আজি এই দ্বিপ্রহরে, বাল্য-স্মৃতি মনে পড়ে।'- কবির কী বাল্যস্মৃতি মনে পড়ে?
Ans:- “গ্রাম্যছবি” কবিতায় কবি তাঁর ছোটবেলায় দেখা জন্মভূমির কথা স্মৃতিচারণ করছেন। কবির
বাল্যস্মৃতিতে ফুটে উঠেছে তার জন্মভূমি অর্থাৎ গ্রামের সহজ সরল শন্তিমাখা, স্নিগ্ধ শ্যামল প্রাণে ভরপর সজীবতার রূপ। কবির মনে পড়ে
মাটি দিয়ে লেপা ঘরগুলির সুন্দর দাওয়ার কথা। মনে পড়ে দাওয়ার সামনে মাটির উঠোন।
খড় দিয়ে চাওয়া ছাঁটা চাল। মাচা বেয়ে লতিয়ে লতিয়ে করলা লতার চালের উপর উঠার দৃশ্য। খাঁচায় বউ কথা কও পাখির ডাক, দাওয়ায় শুয়ে থাকা বিড়াল, উঠোনের একপাশে মঞ্চে তুলসীর চারা। কড়ি ঝাড়া দিয়ে সাজানো ঘর। দড়ির দোলায় শুয়ে থাকা খোকা।
দুটি বোনের ধীরে ধারে গাছ থেকে কুল পাড়া। পুকুরের পরিষ্কার জলে দুটি হাঁসের
সাঁতার কেটে যাওয়া। পুকুর পাড়ের বাশ বন। গ্রামের চারিদিক ঝলমল করা সোনা রঙা রোদ।
গ্রাম্যবধূর এলো চুল, উঠানে বসে ধান নাড়া। শান্ত স্নিগ্ধ
দুপুরে গ্রামের মাঠে গরুর চরে বেড়ানো। রাখাল বালকের গাছের তলায় শুয়ে বিশ্রাম নেওয়া। গ্রামের সরু মেঠো পথ ধরে পথিকের গান গেয়ে চলা। এসব কথাই
কবির মনে পড়ে ও আলোচ্য কবিতায় তা ফুটে উঠেছে।
SEBA/SMEBA CLASS 10 BENGALI QUESTIONS & ANSWERS
গ্রাম্য ছবি- দশম শ্রেনী বাংলা প্রশ্ন এবং উত্তর
Q.7. “গ্রাম্যছবি” কবিতা অবলম্বনে ছবিগুলোর বা গ্রামের সৌন্দর্যের
বর্ণনা দাও।
Ans:- গিরীন্দ্র মোহিনী দাসী রচিত “গ্রাম্যছবি” কবিতায় গ্রাম বাংলার সহজ সরল, শান্তি মাখা, স্নিগ্ধ শ্যামল প্রাণে ভরপুর সজীবতার রূপ ফুটে উঠেছে।
আলোচ্য কবিতায় কবি গ্রামের যে ছবিগুলি
ফুটিয়ে তুলেছেন সেগুলি হল- মাটি
দিয়ে সুন্দর করে লেপা দাওয়াযুক্ত ঘর। সামনে
মাটির উঠোন। লতিয়ে লতিয়ে মাচা বেয়ে খড়ের চালে উঠেছে করলা-লতা। খাঁচায় ডাকছে বউ কথা কও পাখি। দাওয়ায় শুয়ে আছে বিড়াল।
মঞ্চে তুলসীর চারা। কড়ি ঝাড়া দিয়ে ঘর সাজানো। দড়ির দোলায় শুয়ে আছে খোকা। কানে দুল পরা দুটি বোন গাছ
থেকে কুল পাড়ছে। কলমি ঘেরা পুকুরের পরিষ্কার জলে সাঁতার কাটছে দুটি হাঁস। পুকুরের
পাড়ে বাঁশ-বন। কোন জন কোলাহল নেই। কেবল পাখির
কিচিরমিচির এবং সাঁই সাঁই’ শব্দে বাতাস বয়ে যাওয়ার শব্দ। সোনার রোদে চারিদিক ঝলমল করছে। চুলের গোছা এলো করে গ্রাম্য
বধূটি একাকিনী উঠোনে বসে ধান নাড়ছে। শান্ত দুপুরবেলা গ্রামের মাঠে গরু ছেড়ে
রাখাল গাছের নিচে স্নিগ্ধ ছায়ায় শুয়ে আছে। গরুগুলো মাঠে আপনমনে চরে বেড়াচ্ছে।
সরু মেঠো পথ ধরে পথিক গান গেয়ে পথ চলছে। এই ছবিগুলি গ্রাম বাংলার শান্ত স্নিগ্ধ
রূপ ফুটিয়ে তুলেছে।
Q.8. ‘গ্রাম্যছবি’ কবিতার সারাংশ লেখো।
Ans:- সারাংশ :
‘গ্রাম্যছবি’ কবিতায় গ্রাম্য জীবনের চিত্র, নারী মাধুর্যের ছোটোখাটো রুপ সুন্দরভাবে ফুটে উঠেছে। মাটি
দিয়ে লেপা গ্রাম্য ঘর ও ঘরের দেওয়ালগুলো মনোহর। খড় দিয়ে ছাওয়া চালগুলো সুন্দর
করে ছাটা। ঘরের সামনে মাটির উঠান। খড়ের চালের উপর মাচা বেয়ে করলা লতা উঠছে। খাচায়
‘বউ কথা কও’ পাখি ডাকছে। দাওয়াতে শুয়ে আছে বিড়াল। উঠানের একপাশে রয়েছে মঞ্চে
তুলসীর চারা; দড়ির দোলায় শুয়ে আছে খোকা। পাশের গাছ থেকে
দুটি বোন কুল পাড়ছে। তাদের কানে দুল ঝুলছে। কলমি ঘেরা পুকুরের পরিষ্কার জলে দুটি
হাঁস সাঁতার কাটছে। পুকুরের পাড়ে বাঁশবন! জন কোলাহল নেই। কেবল পাখির কিচিরমিচির
আর বাতাস বয়ে যাওয়ার সাই সাই শব্দ শোনা যায় । দুপুরবেলার সোনারঙা রোদে
গ্রাম্যবধূ চুলের গোছা এলো করে একাকিনী আপন মনে উঠানে বসে ধান নাড়ছে। শান্ত-স্তদ্ধ দুপুরে রাখাল মাঠে গরু ছেড়ে গাছের
তলায় শান্ত স্নিগ্ধ নির্জন ছায়ায় শুয়ে আছে। গরুগুলো নিজেই মাঠে চরে বেড়াচ্ছে।
সরু মেঠো পথ ধরে কোন পথিক গান গেয়ে চলেছে। কবির সেই মিষ্টি সুর মনে পড়ছে। দুপুর
বেলার বাল্য স্মৃতি তার মনে পড়ছে। মনে পড়ছে ঘুঘুর সেই গান। তাই কবি ভাবছেন সেই
সুধাময়ী জন্মভূমি কি এখনও ঠিক তেমনি শান্ত স্নিগ্ধ শ্যামল প্রাণে ভরপুর আছে।
Q.9. ‘গ্রাম্যছবি’ কবিতার নামকরণের সার্থকতা
বিচার করো।
Ans:- নামকরণঃ
‘গ্রাম্যছবি’ কবিতায় বাংলার গ্রাম জীবন চিত্র, নারী জীবনের মাধুর্যের ছোটোখাটো রূপ অত্যন্ত সুন্দর ভাবে
ফুটে উঠেছে। সহজ ও সরল ভাষা ও ছন্দে গ্রামের ঘর দোর, ছোটো গ্রাম্য পরিবারের খুটিনাটি, কর্মরত গ্রাম্যবধু, মেঠো পথে পথিকের আনাগোনা, ঘুঘুর ভাক, মাঠে
গরু চরে বেড়া ও রাখাল ছেলেবে ক্রিয়াকলাপ অত্যন্ত সুন্দরভাবে এই কবিতায় ফুটে
উঠেছে।
কবিতায় কবি তার ছেলেবেলায় দেখা গ্রাম
বাংলার কথা স্মৃতিচারণ করেছেন। মাটি দিয়ে নিকানো ঘরের দেওয়ালের সৌন্দর্য, করলা লতার মাচা বেয়ে ঘরের চালে উঠা, খাঁচায় পাখির বউ কথা কও ডাক
প্রভৃতি কবি ছবির মতো কবিতায় ফুটিয়ে তুলেছেন। উঠানের এক পাশে থাকা তুলসী মঞ্চ, দড়ির দুলায় খুকার শুয়ে থাকা দৃশ্য, কলম ঘেরা পুকুরে হাঁসের সাঁতার কেটে বেড়ানো, ছোট
ছোট দুই বোনের গাছ থেকে কুল পেড়ে খাওয়া দৃশ্য, একাকিনী
গ্রাম্য বধুর চুলের গোছা এলো করে উঠোনে বসে আপন মনে ধান নাড়া দৃশ্য, শান্ত দুপুরে রাখালের মাঠে গরু ছেড়ে গাছের নিচের শান্ত-স্নিগ্ধ ছায়ায়
শুয়ে থাকা দৃশ্য, গ্রামের মেঠো পথ ধরে পথিকের গান গেয়ে চলা
ইত্যাদি এই সকল ছোট ছোট দৃশ্য মিলে কবিতায় একটি অপরূপ ছবি ফুটে উঠেছে। তাই কবিতাটির নামকরণ যথার্থ সার্থক হয়েছে।
SEBA/SMEBA CLASS 10 BENGALI QUESTIONS & ANSWERS
গ্রাম্য ছবি- দশম শ্রেনী বাংলা প্রশ্ন এবং উত্তর
পাঠ
অনুসরণে
Q.1.
শূন্যস্থান পূর্ণ করো ।
(ক) _____ তুলসীর
চারা গৃহ শিল্পে কড়ি ঝাড়া।
Ans:- মঞ্চে তুলসীর
চারা গৃহ শিল্পে কড়ি ঝাড়া।
(খ) খড়ো _____ ছাঁটা, লতিয়া করলা-লতা।
Ans:- খড়ো চালখানি ছাঁটা, লতিয়া করলা-লতা।
(গ) একাকিনী আপনার মনে
______ বসিয়া প্রাঙ্গণে।
Ans:- একাকিনী আপনার মনে
ধান নাড়ে
বসিয়া প্রাঙ্গণে।
(ঘ) _____ জন্মভূমি, তেমতি আছ কি তুমি,
Ans:- সুধাময়ী জন্মভূমি, তেমতি আছ কি তুমি,
(ঙ) শান্ত-স্তব্ধ ____ গ্রাম্য মাঠে গোরু চরে,
Ans:- শান্ত-স্তব্ধ দ্বিপ্রহরে গ্রাম্য মাঠে গোরু চরে,
পাঠ্যনির্ভর ব্যাকরণ।
Q.2.
(ক) প্রতিটি শব্দের তিনটি করে প্রতিশব্দ লেখো।
গ্রাম, ছবি, কান, পাকা রাস্তা, চুল, শ্যাম, সুধা, মাঠ, মাটি, শাখা।
Ans:- গ্রাম
= গা, গঞ্জ, পল্লী।
ছবি = চিত্র, দৃশ্য, দীপ্তি।
কান = কর্ণ, শ্রবণেন্দ্রিয়, শ্রুতিপথ। পাকা = পক, ঝানু, মজবুত। রাস্তা = পথ, সরণী, সড়ক। চুল = কেশ, লোম, সূক্ষ্ম।
শ্যাম'= সবুজ, নবীন, তরুণ।
সুধা = অমৃত, পীযুষ, অবিষ।
মাঠ = ক্ষেত্র, প্রান্তর, ময়দান।
মাটি = মৃত্তিকা, মৃৎ, মহী।
শাখা = ডাল, কাণ্ড, বাহু।
(খ) বিপরীতার্থক শব্দ লেখো।
গ্রাম, সুধা, বধু, দিন, পাকা, ছোট, কাঁটা শূন্য, স্তব্ধ, সরু, শান্তি, আপনার, বাল্য।
Ans:- গ্রাম
- শহর। সুধা - বিষ। বধূ - বর।
দিন - রাত্রি। পাকা - কাঁচা। ছোটো - বড়ো।
কাঁটা - কুসুম।
শুন্য - পূর্ণ। স্তব্ধ - নিস্তব্ধ।
সরু - মোটা।
শান্তি - অশান্তি। আপনার - অপরের।
বাল্য - বৃদ্ধ।
(গ) পদান্তর করো।
রাখাল, স্নিগ্ধ, বাল্য, ভূমি, দ্বিপ্রহর, দল, গাছ, কণ্টক, মন, গরু, শ্যাম, প্রাণ, নেশা, বন, বায়ু, একা, সোনা, খড়, শিল্প।
Ans:- রাখাল
- রাখালিয়া। স্নিগ্ধ - স্নিগ্ধতা। বাল্য - বালক।
ভূমি - ভৌম। দ্বিপ্রহর - দ্বিপ্রাহরিক। দল - দলীয়।
গাছ - গেছো। কন্টক- কণ্টকাকীর্ণ। মন - মানসিক।
গরু - গব্য। শ্যাম
- শ্যামল। প্রাণ - প্রাণান্ত।
নেশা - নেশাগ্রস্থ। বন - বন্য। বায়ু - বায়বীয়।
একা - একাকিত্ব। সোনা - সোনালি। শিল্প - শৈল্পিক।
খড় - খড়ো।
(ঘ) সন্ধি বিচ্ছেদ করো ।
দেবর্ষি, মহর্ষি, জনৈক, নয়ন, পবন, শয়ন।
Ans:- দেবর্ষি
- দেব+ঋষি। মহর্ষি - মহা+ঋষি।
জনৈক - জন+এক। নয়ন - নে+অন।
পবন - পো+ অন। শয়ন – শো+অন
SEBA/SMEBA CLASS 10 BENGALI QUESTIONS & ANSWERS
গ্রাম্য ছবি- দশম শ্রেনী বাংলা প্রশ্ন এবং উত্তর
***************
0 Comments
HELLO VIEWERS, PLEASE SEND YOUR COMMENTS AND SUGGESTION ON THE POST AND SHARE THE POST TO YOUR FRIEND CIRCLE.