VERY IMPORTANT QUESTIONS WITH ANSWERS (MCQ) FOR SEBA/HSLC - 2021 SUBJECT - SOCIAL SCIENCE দশম শ্রেণী সমাজ বিদ্যা সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর

 



VERY IMPORTANT QUESTIONS WITH ANSWERS (MCQ)

FOR SEBA/HSLC - 2021

SUBJECT - SOCIAL SCIENCE

দশম শ্রেণী সমাজ বিদ্যা সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর

 

প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে সুপারিশ করা যাইতেছে যে আপনাকে অবশ্যই একটি অধ্যায়ের প্রতিটি কোণ থেকে প্রতিটি প্রশ্ন শিখার চেষ্টা নিতে হবে। নীচে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ উত্তর সহ কয়েকটি প্রশ্ন রয়েছে। এইগুলি আয়ত্ব করা ছাড়াও অনুগ্রহ করে নিজের মূল বইটি অনুসরণ করিবে। আশাকরি সাফল্য লাভ করিবে।

Dear students, it is highly recommended that you must learn each and every question from each corner of a chapter. Below are few questions with answers for you. Please go through and also follow your main book. Hope you'll reach the success.

 

1. নিচের কোনটি অর্থনৈতিক ভূগোলের একটি শাখা নয়-

a)     কৃষি ভূগোল b)  প্রকৃতিক ভূগোল c)     সম্পদ ভূগোল  d)       পরিবহন ভূগোল

উত্তর : b)  প্রকৃতিক ভূগোল

 

2. কোন সালে আন্ত:রাষ্ট্রীয় পরিবেশ সংরক্ষণ সংস্থা (IUCN) প্রতিষ্ঠিত হয়-

a)     1948  b) 1848  c) 1984  d) 1849

উত্তর : a)  1948

 

3. গান্ধীজির করব না-হয় মরব' শ্লোগান জনগণকে অনুপ্রাণিত করেছিল-

(a) অসহযোগ আন্দোলনে (b) ভারত ছাড়ো আন্দোলনে (c) আইন অমান্য আন্দোলনে (d) লবণ সত্যাগ্রহে

উত্তর : (b) ভারত ছাড়ো আন্দোলনে

 

4. আনন্দরাম ঢেকিয়াল ফুকন মুফট মিলসের প্রতি আর্জি জানিয়েছিলেন

(a) ১৮৫৭ সালে (b) ১৮৫৩ সালে  (c) ১৮৫১ সালে (d) ১৮৫২ সালে

উত্তর : (b) ১৮২৬ সালের ২৪ ফেব্রুয়ারি

 

5. ইয়াণ্ডাবু সন্ধি হয়েছিল-

(a) ১৮২৫ সালের ২৫ ফেব্রুয়ারি (b) ১৮২৬ সালের ২৪ ফেব্রুয়ারি

(c) ১৮৫৮ সালের ১২ ফেব্রুয়ারি (d) ১৮৫৭ সালের ১৭ ফেব্রুয়ারি

উত্তর - (b) ১৮৫৩ সালে

 

6. অসমের প্রথম পত্রিকা অরুণোদয়’-এর প্রকাশক ছিলেন

(a) মহর্ষি পতঞ্জলি  (b) নর্থ-ইস্ট কাউন্সিল  (c) ব্যাপ্টিস্ট মিশনারিরা।

(d) গোবিন্দ মিশ্র

উত্তর : (a) ব্যাপ্টিস্ট মিশনরিরা

 

7. নিম্নলিখিত কোনটি ব্যক্তিগত সম্পদ।

 (a) নদনদী (b) কর্মদক্ষতা (c) অরণ্য। (d) সেতু।

উত্তর - (b) কর্মদক্ষতা।

 

8. বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইডের বৃদ্ধির মূল কারণ

(a) অক্সিজেনের অভাব (b) অরণ্য-ধ্বংস (c) কার্বন-মমানো-অক্সাইডের নির্গমন বৃদ্ধি

(d) জীবাশ্ম জ্বালানির বর্ধিত ব্যবহার

উত্তর : (d) জীবাশ্ম জ্বালানির বর্ধিত ব্যবহার

 

9.প্রশান্ত মহাসাগরের তলায় থাকা বিশ্বের গভীরতম মেরিয়ানা খাতের গভীরতা-

(a) ১১০১১ (b) ১১,২২০ (c) ১১,২০২ (d) ১১,২০০

উত্তর - (d) ১১,০২২

  VISIT - www.smartlearningservice.com

10. নিম্নলিখিত কোন শব্দটি ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সংবিধান কার্যকর করার

সময় ছিল না?

(a) সার্বভৌম (b) ধর্মনিরপেক্ষ (c) গণতান্ত্রিক (d) সাধারণতন্ত্র

উত্তর : (c) ধর্মনিরপেক্ষ

 

11. নিচের কোনটি সবুজগৃহ গ্যাস (Greenhouse Gas) নয়-

(a) কার্বন-ডাই-অক্সাইড (b) মিথেন (c) নাইট্রাস অক্সাইড (d) অক্সিজেন

উত্তর : (d) অক্সিজেন

 

12. পোর্তোরিকা কোন মহাসাগরের প্রধান খাত-

(a) আটলান্টিক মহাসাগরের (b) প্রশান্ত মহাসাগরের  (c) ভারত মহাসাগরের (d) উত্তর মহাসাগরের

উত্তর : (a) আটলান্টিক মহাসাগরের

 

13. ১৯৩১ সালে লন্ডনে আয়োজিত দ্বিতীয় গোল টেবিল বৈঠকে কংগ্রেসের একমাত্র প্রতিনিধি ছিলেন

(a) জওহরলাল নেহরু (b) সুভাষ চন্দ্র বসু (c) মহাত্মা গান্ধী (d) সীমান্ত গান্ধী

উত্তর :- (c) মহাত্মা গান্ধী।

 

14. অসমে ইংরাজরা দাস প্রথা বিলোপ করেছিল

(a) ১৮৪৩ সালে (b) ১৮৩৯ সালে  (c) ১৮৪৭ সালে (d) ১৮৫৭ সালে

উত্তর :- (a) ১৮৪৩ সালে

 

15. হেমচন্দ্র বরুয়ার হেমকোষপ্রকাশের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিল যে প্রতিষ্ঠান তার নাম

(a) জ্ঞান প্রদায়িনী সভা (b) অসমিয়া লিটারারি সোসাইটি (c) অসমিয়া ভাষা উন্নতি সাধিনী সভা (d) আসাম অ্যাসোসিয়েশন

উত্তর:- (c) অসমিয়া ভাষা উন্নতি সাধিনী সভা

 

16. হেরাকাআন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন

(a) নাগারা (b) চৈতন্য মহাপ্রভু (c) হিউয়েন সাং (d) রাণী গাইডালু

উত্তর :- (d) রাণী গাইডালু

 

17. অসমের একটি বিলুপ্তপ্রায় প্রাণী

(a) গণ্ডার (b) ডলফিন (c) ভল্লুক (d) সোনালি বান্দর

উত্তর :- (d) সোনালি বান্দর

 

18. সম্প্রতি মরু হয়ে যাওয়া পৃথিবীর স্থলভাগের পরিমাণ প্রায় -

(a) ২৫% (b) ৩৫% (c) ২.৫% (d) ৩.৫%

উত্তর :- (b) ৩৫%।

  VISIT - www.smartlearningservice.com

19. লরেসিয়া এবং গন্ডোয়ানাল্যান্ডের মধ্যে থাকা সাগরটির নাম

(a) ভারত মহাসাগর (b) আরব সাগর (c) বঙ্গোপসাগর (d) টেথিস সাগর

উত্তর :- (d) টেথিস সাগর

 

20. ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল

(a) ১৯৪৭ সালের ১৫ আগস্ট (b) ১৯৪৯ সালের ২৬ জানুয়ারি (c) ১৯৪৯ সালের ২৬ নভেম্বর (d) ১৯৫০ সালের ২৬ জানুয়ারি

উত্তর : (d) ১৯৫০ সালের ২৬ জানুয়ারি

 

 

21. উত্তর-পূর্ব সীমান্ত রেল মন্ডলের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত

(a) গুয়াহাটির মালিগাঁও এ (b) গুয়াহাটির বরঝারে     (c) লামডিং-এ (d) তিনসুকিয়ায়

উত্তর : (a) গুয়াহাটির মালিগাঁও এ

 

22. নিচের কোনটি অসমে উৎপাদিত প্রধান অর্থকরী শস্য (Cash Crop) -

(a) ধান ও গম  (b) চা ও পাট  (c) বাজরা ও আখ  (d) গম ও বাজরা

উত্তর : (b) চা ও পাট

 

23.. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল-

(a) ১৩ এপ্রিল, ১৯১৯ (b) ১০ এপ্রিল, ১৯১৯ (c) ২ অক্টোবর, ১৮৬৯ (d) ১২ মার্চ, ১৯৩০

উত্তর :- (a) ১৩ এপ্রিল, ১৯১৯

 

24. ১৮৫৭ সালের বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন-

(a) তাতিয়া টোপে (b) মহারানি ভিক্টোরিয়া (c) কমলা বরুয়া d) ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ

উত্তর :- d) ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ

 

25. অসমিয়া লিটারারি সোসাইটির প্রধান উদ্দেশ্য ছিল -

(a) রাজনৈতিক চিন্তা প্রকাশ (b) সাহিত্য চর্চা  (c) অসমিয়া ভাষার উন্নয়ন (d) জাতীয়তাবাদের বিকাশ সাধন

উত্তর :- (b) সাহিত্য চর্চা  

 

26. শিবসাগরের তলাতল ঘরের নির্মাণ আরম্ভ করেছিলেন

(a) স্বৰ্গদেউ শিবসিংহ (b) স্বৰ্গদেউ রাজেশ্বর সিংহ  (c) স্বৰ্গদেউ রুদ্র সিংহ (d) স্বৰ্গদেউ গদাধর সিংহ।

উত্তর :- (c) স্বৰ্গদেউ রুদ্র সিংহ

 

27. নীচের কোনটি জৈবিক সম্পদ নয়-

(a) প্রাকৃতিক গ্যাস (b) উদ্ভিদ  (c) মাছ (d) শস্য।

উত্তর :- (a) প্রাকৃতিক গ্যাস

 

28. শিল্পাঞ্চলগুলোতে অ্যাসিড বৃষ্টি হওয়ার মূল কারণ

(a) মাত্রাতিরিক্ত কার্বন-ডাই-অক্সাইড সৃষ্টি (b) মাত্রাতিরিক্ত সালফার-ডাই-অক্সাইড ও নাইট্রোজেন-ডাই-অক্সাইড সৃষ্টি (c) মাত্রাতিরিক্ত অরণ্য ধ্বংস (d) বিশ্ব উষ্ণায়ন

উত্তর :- (b) মাত্রাতিরিক্ত সালফার-ডাই-অক্সাইড ও নাইট্রোজেন-ডাই-অক্সাইড সৃষ্টি

  VISIT - www.smartlearningservice.com

29. বেরিং সাগর কোন মহাসগারের অন্তর্গত

(a) আটলান্টিক মহাসগারের অন্তর্গত (b) ভারত মহাসাগরের অন্তর্গত

(c) দক্ষিণ মহাসাগরের অন্তর্গত (d) প্রশান্ত মহাসাগরের অন্তর্গত

উত্তর :- (d) প্রশান্ত মহাসাগরের অন্তর্গত

 

30. ড° রাজেন্দ্র প্রসাদ ভারতের সংবিধান সভার স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন-

(a) প্রথম বৈঠকে (b) দ্বিতীয় বৈঠকে (c) তৃতীয় বৈঠকে (d) চতুর্থ বৈঠকে।

উত্তর :- (a) প্রথম বৈঠকে

 

31. ভারত সরকার গঠিত নর্থ ইস্টকাউন্সিল-এর অন্তর্ভুক্ত রাজ্যের সংখ্যা -

 (a) সাতটি (b) আটটি  (c) টি (d) পাঁচটি

উত্তর :- (b) আটটি

 

32. কাজিরাঙা জাতীয় উদ্যান হল -

 (a) জাতীয় সম্পদ  (b) ব্যক্তিগত সম্পদ (c) বিশ্ব সম্পদ  (d) আঞ্চলিক সম্পদ

উত্তর :- (d) আঞ্চলিক সম্পদ

 

33. ভূ-পৃষ্ঠে জলমণ্ডলের পরিমাণ -

(a) ৭১% (b) ১৭%  (c) ২৯% (d) ৯২%

উত্তর: (a) ৭১%

 

34. আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ -

(a) ভারত মহাসাগরে অবস্থিত (b) প্রশান্ত মহাসাগরে অবস্থিত (c) আটলান্টিক মহাসাগরে অবস্থিত (d) দক্ষিণ মহাসাগরে অবস্থিত

উত্তর :- (a) ভারত মহাসাগরে অবস্থিত

 

35. মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল

(a) ১৮৬৯ সালের ২ অক্টোবর (b) ১৮৯৩ সালের ২ অক্টোবর (c) ১৮৯৬ সালের ৫ সেপ্টেম্বর (d) ১৮৭০ সালের ২ ডিসেম্বর

উত্তর : (a) ১৮৬৯ সালের ২ অক্টোবর

  VISIT - www.smartlearningservice.com

36. অসমে ইংরেজ শাসন প্রবর্তিত হয়েছিল

(a) ১৮৫৭ সালে, (b)-১৮২৬ সালে, (c) ১৮৯৩-৯৪ সালে, (d) ১৮৬১ সালে

উত্তর : (b) ১৮২৬ সালে

 

37. বিদ্রোহী নাটক বন্দিনী ভারত’-এর রচয়িতা কে?

(a) নবীনচন্দ্র বরদলৈ  (b) লক্ষ্মীনাথ বেজবরুয়া (c) হেমচন্দ্র গোস্বামী

 (d) অম্বিকাগিরি রায়চৌধুরি

উত্তর: (d) অম্বিকাগিরি রায়চৌধুরি

 

38. সারকারিয়া কমিশন গঠিত হয়েছিল-

 (a) ১৯৮১ সালে, (b) ১৯৩৫ সালে, (c) ১৯৮৩ সালে, (d) ১৯৪৬ সালে

উত্তর : (c) ১৯৮৩ সালে

 

39. ব্রিটিশ সরকার ভারতে ক্যাবিনেট মিশন প্রেরণ করেছিল

(a) ১৯৪৫ সালের জুলাই মাসে (b) ১৯৪৭ সালের ২৯ আগষ্ট (c) ১৯৪৯ সালের ২৬ নভেম্বর (d) ১৯৪৬ সালের মার্চ মাসে

উত্তর :- (d) ১৯৪৬ সালের মার্চ মাসে

 

40. ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রস্তাব গৃহীত হয়েছিল

(a) ১৯২০ সালে (b) ১৯২১সালে (c) ১৯২৬ সালে (d) ১৯৩০ সালে

উত্তর :- (a) ১৯২০ সালে

 

41. “সপ্তকাণ্ড রামায়ণঅসমীয়ায় অনুবাদ করেছিলেন

(a) শ্ৰীমন্ত শংকরদেব। (b) শ্রীশ্রী মাধবদেব। (c) মাধব কন্দলি। (d) রুদ্র কন্দলি।

উত্তর :- (c) মাধব কন্দলি।

 

42. সূৰ্য্যরশ্মি -

(a) অনবীকরণযোগ্য সম্পদ (b) অজৈবিক সম্পদ (c) নবীকরণযোগ্য সম্পদ (d) বিশ্ব সম্পদ।

উত্তর :- (c) নবীকরণযোগ্য সম্পদ

 

43.  ডান্ডি অভিযানের সূচনা হয়েছিল

(a) ১৯৩০ সালের ৬ এপ্রিল (b) ১৯৩১ সালের ৫ মার্চ  (c) ১৯৩৯ সালের ১ নভেম্বর  (d) ১৯৩০ সালের ১২ মার্চ

উত্তর :- (d) ১৯৩০ সালের ১২ মার্চ

 

44. অসম থেকে ইংরেজদের দূর করতে মণিরাম দেওয়ান কলকাতার যে ব্যক্তির সাহায্য নিয়েছিলেন, তাঁর নাম-

(a) শেখ ফরমুদ আলি  (b) মায়ারাম নাজির (c) মধু মল্লিক (d) দূতিরাম বরুয়া।

উত্তর :- (c) মধু মল্লিক

 

45. বায়ুমণ্ডলের গ্রিন হাউস গ্যাসের পরিমাণ -

(a) ০.১% (b) ৫১% (c) ১.৯% (d) ৩.১%

উত্তর :- (a) ০.১%

 

46. ভারত মহাসাগর এশিয়া মহাদেশের -

(a) উত্তর দিকে অবস্থিত (b) দক্ষিণ দিকে অবস্থিত (c) পূর্ব দিকে অবস্থিত (d) পশ্চিম দিকে অবস্থিত

উত্তর :- (b) দক্ষিণ দিকে অবস্থিত

 VISIT - www.smartlearningservice.com

***********

Post a Comment

1 Comments

  1. Thanks you so much for your blog. sir, please provide us the mcqs from history chapter 2.

    ReplyDelete

HELLO VIEWERS, PLEASE SEND YOUR COMMENTS AND SUGGESTION ON THE POST AND SHARE THE POST TO YOUR FRIEND CIRCLE.