INTERNATIONAL DAY OF SIGN LANGUAGES প্রতীক /সাংকেতিক ভাষার আন্তর্জাতিক দিবস

 

INTERNATIONAL DAY OF SIGN LANGUAGES

23RD SEPTEMBER, 2021

প্রতীক /সাংকেতিক  ভাষার আন্তর্জাতিক দিবস

23 শে সেপ্টেম্বর 2021

 


THE INTERNATIONAL DAY OF SIGN LANGUAGES

The International Day of Sign Languages is an unique opportunity to support and protect the linguistic identity and cultural diversity of all deaf people and other sign language users.

The UN General Assembly has proclaimed 23 September as the International Day of Sign Languages in order to raise awareness of the importance of sign language in the full realization of the human rights of people who are deaf.

Sign languages are fully fledged natural languages, structurally distinct from the spoken languages. There is also an international sign language, which is used by deaf people in international meetings and informally when travelling and socializing. It is considered a pidgin form of sign language that is not as complex as natural sign languages and has a limited lexicon.

The Convention on the Rights of Persons with Disabilities recognizes and promotes the use of sign languages. It makes clear that sign languages are equal in status to spoken languages and obligates states parties to facilitate the learning of sign language and promote the linguistic identity of the deaf community.

সাংকেতিক ভাষার আন্তর্জাতিক দিবস

আন্তর্জাতিক সংকেত ভাষা দিবস সকল বধির মানুষ এবং অন্যান্য সাংকেতিক ভাষা ব্যবহারকারীদের ভাষাগত পরিচয় এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমর্থন ও রক্ষা করার একটি অনন্য সুযোগ।

জাতিসংঘের সাধারণ পরিষদ বধির মানুষের মানবাধিকারের পূর্ণ উপলব্ধিতে সাংকেতিক ভাষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২ September সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাংকেতিক ভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে।

সাইন ল্যাঙ্গুয়েজগুলি সম্পূর্ণ প্রাকৃতিক ভাষা, কাঠামোগতভাবে কথ্য ভাষা থেকে আলাদা। একটি আন্তর্জাতিক সাইন ল্যাঙ্গুয়েজও রয়েছে, যা বধিররা আন্তর্জাতিক মিটিংয়ে এবং অনানুষ্ঠানিকভাবে ভ্রমণ এবং সামাজিকীকরণের সময় ব্যবহার করে। এটি সাংকেতিক ভাষার একটি পিজিন রূপ হিসাবে বিবেচিত হয় যা প্রাকৃতিক সাইন ল্যাঙ্গুয়েজের মতো জটিল নয় এবং এর একটি সীমিত অভিধান আছে।

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংক্রান্ত কনভেনশন স্বাক্ষর ভাষার ব্যবহারকে স্বীকৃতি দেয় এবং প্রচার করে। এটা স্পষ্ট করে দেয় যে, সাইন ল্যাঙ্গুয়েজগুলি কথ্য ভাষার মর্যাদায় সমান এবং রাজ্য পক্ষগুলিকে সাইন ল্যাঙ্গুয়েজ শেখার সুবিধার্থে এবং বধির সম্প্রদায়ের ভাষাগত পরিচয় প্রচার করতে বাধ্য করে।

THEME OF THE INTERNATIONAL DAY OF SIGN LANGUAGES 2021

The 2021 theme, declared by the World Federation of the Deaf, is “We Sign For Human Rights,” highlighting how each of us – deaf and hearing people around the world – can work together hand in hand to promote the recognition of our right to use sign languages in all areas of life.

সাংকেতিক ভাষার আন্তর্জাতিক দিবসের (2021) এর প্রতিপাদ্য

ওয়ার্ল্ড ফেডারেশন অফ বধির কর্তৃক ঘোষিত 2021 এর প্রতিপাদ্য হল "আমরা মানবাধিকারের জন্য স্বাক্ষর করি", তুলে ধরছি কিভাবে আমরা প্রত্যেকে - বিশ্বব্যাপী বধির এবং শ্রবণকারী মানুষ - আমাদের অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্য একসাথে কাজ করতে পারি। জীবনের সকল ক্ষেত্রে সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করুন।



BACKGROUND & HISTORY

The proposal for the Day came from the World Federation of the Deaf (WFD), a federation of 135 national associations of deaf people, representing approximately 70 million deaf people’s human rights worldwide. The resolution A/RES/72/161 was sponsored by the Permanent Mission of Antigua and Barbuda to the United Nations, co-sponsored by 97 United Nations Member States and adopted by consensus on 19 December 2017.

The choice of 23 September commemorates the date that the WFD was established in 1951. This day marks the birth of an advocacy organization, which has as one of its main goals, the preservation of sign languages and deaf culture as pre-requisites to the realization of the human rights of deaf people.

The International Day of Sign Languages was first celebrated in 2018 as part of the International Week of the Deaf.

The International Week of the Deaf was first celebrated in September 1958 and has since evolved into a global movement of deaf unity and concerted advocacy to raise awareness of the issues deaf people face in their everyday lives.

International Day of Sign Language is observed on September 23, every year. This day is celebrated to raise awareness of the importance of sign language as a means of communication and the full realization of the human rights of the people who are deaf, as per the UN General Assembly.

This day was first celebrated in 2018 and September 23 was chosen as a specific date because the World Federation of the Deaf, established in 1951 is also celebrated on the same day. 

পটভূমি এবং ইতিহাস

বিশ্বব্যাপী বধিরদের 135 টি জাতীয় সংঘের একটি ফেডারেশন, বিশ্বব্যাপী প্রায় million০ কোটি বধির মানুষের মানবাধিকারের প্রতিনিধিত্বকারী ওয়ার্ল্ড ফেডারেশন অফ দ্য ডেফ (ডব্লিউএফডি) থেকে এই দিবসের প্রস্তাব এসেছে। রেজুলেশন A/RES/72/161 জাতিসংঘে অ্যান্টিগুয়া এবং বার্বুডা স্থায়ী মিশন দ্বারা স্পনসর করা হয়েছিল, জাতিসংঘের 97 সদস্য রাষ্ট্রগুলির সহ-পৃষ্ঠপোষকতা এবং 19 ডিসেম্বর 2017 এ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল।

২৩ সেপ্টেম্বরের নির্বাচন ১৯৫১ সালে WFD প্রতিষ্ঠিত হওয়ার তারিখ-কে স্মরণ করে বধির মানুষের মানবাধিকার।

আন্তর্জাতিক সংকেত ভাষা দিবস প্রথম বধিরদের আন্তর্জাতিক সপ্তাহের অংশ হিসেবে 2018 সালে পালিত হয়েছিল।

বধিরদের আন্তর্জাতিক সপ্তাহটি প্রথম 1958 সালের সেপ্টেম্বরে পালিত হয়েছিল এবং তারপর থেকে বধিরদের ঐক্যের একটি বিশ্বব্যাপী আন্দোলনে পরিণত হয়েছে এবং বধিরদের তাদের দৈনন্দিন জীবনে যেসব সমস্যার মুখোমুখি হয় সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সম্মিলিত ওকালতি।

প্রতি বছর 23 সেপ্টেম্বর আন্তর্জাতিক সাংকেতিক ভাষা দিবস পালন করা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের মতে, যোগাযোগের মাধ্যম হিসেবে সাংকেতিক ভাষার গুরুত্ব এবং বধির মানুষের মানবাধিকারের পূর্ণ উপলব্ধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এই দিবসটি পালিত হয়।

এই দিনটি প্রথম 2018 সালে উদযাপিত হয়েছিল এবং 23 সেপ্টেম্বর একটি নির্দিষ্ট তারিখ হিসাবে বেছে নেওয়া হয়েছিল কারণ 1951 সালে প্রতিষ্ঠিত বধিরদের বিশ্ব ফেডারেশনও একই দিনে পালিত হয়।

HOW TO OBSERVE

1.                Learn a sign language

2.                Join in creating awareness

3.                Host a fundraising event

কিভাবে পালনন করবে

1. একটি সাংকেতিক ভাষা প্রকাশের মাধ্যম শিখুন

2. সচেতনতা তৈরিতে যোগ দিন

3. একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠান আয়োজন করুন

**********


Post a Comment

0 Comments