CLASS 9 HISTORY CHAPTER -2 THE RISE OF INDIAN NATIONALISM QUESTIONS & ANSWERS

SEBA/SMEBA CLASS 9 HISTORY CHAPTER -2

THE RISE OF INDIAN NATIONALISM

QUESTIONS & ANSWERS

 

ইতিহাস (সমাজবিজ্ঞান) নবম শ্রেণী

অধ্যায় দুই: ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ

প্রশ্ন এবং উত্তর

 

অধ্যায় দুই : ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ

ছোট প্রশ্ন এবং উত্তর


Q.1) কে কখন ভারতে ব্রিটিশ শাসনের পত্তন করেছিলেন?

Ans:- ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিকারিক রবার্ট ক্লাইভ বঙ্গের নবাব সিরাজউদ্দৌলাকে পলাশীর যুদ্ধে 1757 খ্রিস্টাব্দে পরাজিত করে ভারতে ব্রিটিশ শাসনের পত্তন করেছিলেন

Q.2. কে কখন ভারতে পশ্চিমী শিক্ষা প্রবর্তনের পরামর্শ দেন?

Ans:- 1843 সালে লর্ড মেকলে ভারতে পশ্চিমী শিক্ষা প্রবর্তনের পরামর্শ দেন

Q.3. কখন এবং কার প্রচেষ্টায় ভারতে আধুনিক শিক্ষার সূচনা হয়?

Ans:- 1854 সালে চার্লস উডের প্রচেষ্টায় ভারতে আধুনিক শিক্ষার সূচনা হয়

Q.4. “আনন্দমঠ” ও “বন্দেমাতরম”- এর রচয়িতা কে?

Ans:- আনন্দমঠ ও বন্দেমাতরম- এর রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

Q.5. “সারে জাহা সে আচ্ছা”- এর রচয়িতা কে?

Ans:- সারে জাহা সে আচ্ছা- এর রচয়িতা কবি ইকবাল

Q.6. কখন কলকাতা থেকে দিল্লী পর্যন্ত গ্রান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করা হয়?

Ans:- 1839 খ্রিষ্টাব্দে কলকাতা থেকে দিল্লী পর্যন্ত গ্রান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করা হয়

Q.7. কোন সালে ভারতে বাষ্প চালিত ইঞ্জিন দ্বারা রেল যোগাযোগের প্রস্তাব গ্রহণ করা হয়?

Ans:- 1834 সালে ভারতে বাষ্প চালিত ইঞ্জিন দ্বারা রেল যোগাযোগের প্রস্তাব গ্রহণ করা হয়

Q.8. কোন সালে সর্বপ্রথম বোম্বাই ও থানের মধ্যে রেল চলাচল শুরু হয়?

Ans:- 1853 সালে সর্বপ্রথম বোম্বাই ও থানের মধ্যে 21 কিলোমিটার পথে রেল চলাচল শুরু হয়

Q.9. কোন সালে মাদ্রাজে রেলপথ নির্মাণ শুরু হয়?

Ans:- 1854 সালে মাদ্রাজে রেলপথ নির্মাণ শুরু হয়

Q.10. কোন সালে সর্বপ্রথম অসমের শদিয়া থেকে ডিব্রুগড়ের মধ্যে রেল যোগাযোগ শুরু হয়?

Ans:- 1883 সালে সর্বপ্রথম অসমের শদিয়া থেকে ডিব্রুগড়ের মধ্যে রেল যোগাযোগ শুরু হয়

Q.11. কোন সালে কলকাতা এবং ডায়মন্ড হারবারের মধ্যে বেসরকারি প্রথম টেলিগ্রাফ ব্যবস্থার প্রবর্তন হয়? কে কখন কলকাতা ও আগ্রার মধ্যে এই টেলিগ্রাফ ব্যবস্থার সম্প্রসারণ করেন?

Ans:- 1839 সালে কলকাতা এবং ডায়মন্ড হারবারের মধ্যে বেসরকারি প্রথম টেলিগ্রাফ ব্যবস্থার প্রবর্তন হয়লর্ড ডালহৌসী 1851 সালে এর সরকারিকরণ করে কলকাতা ও আগ্রার মধ্যে টেলিগ্রাফের সম্প্রসারণ করেন

Q.12. প্রেসিডেন্সি কলেজের প্রখ্যাত প্রাক্তন ছাত্রদের নাম লেখ

Ans:- প্রেসিডেন্সি কলেজের প্রখ্যাত প্রাক্তন ছাত্ররা হল:-  সুভাষ চন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, জগদীশচন্দ্র বসু, প্রফুল্ল চন্দ্র রায়, অমর্ত্য সেন, ইত্যাদি

Q.13. রাজা রামমোহন রায় সৃষ্ট কয়েকজন জাতীয় নেতার নাম উল্লেখ কর।

Ans:- রাজা রামমোহন রায় কয়েকজন জাতীয় নেতার সৃষ্টি করেন, তারমধ্যে দ্বারকানাথ ঠাকুর, প্রসন্নকুমার ঠাকুর, হেনরি ভিভিয়ান ডিরোজিও, উল্লেখযোগ্য

Q.14. কাকে প্রথম জাতীয়তাবাদী ব্যক্তি বলা হয়?

Ans:- হেনরি ভিভিয়ান ডিরোজিও কে প্রথম জাতীয়তাবাদী ব্যক্তি বলা হয়

Q.15. কে ডিরোজিওর কবিতার প্রতি আকৃষ্ট হয়ে বন্দেমাতরম গীত রচনা করেছিলেন?

Ans:- ডিরোজিওর কবিতার প্রতি আকৃষ্ট হয়ে বঙ্কিমচন্দ্র ‘বন্দেমাতরম’ গীত রচনা করেন

Q.16. কে ইয়ং বেঙ্গল সংস্থার প্রতিষ্ঠাতা ছিলেন?

Ans:- ইয়ং বেঙ্গল সংস্থার প্রতিষ্ঠাতা ছিলেন হেনরি ভিভিয়ান ডিরোজিও

Q.17. “বিধবা বিবাহ সংস্থা”র দুটি কার্য উল্লেখ কর।

Ans:- বিধবা বিবাহ সংস্থার কার্য:-

Ø বিধবা বিবাহের জন্য উৎসাহ যোগানো

Ø  বিধবাদের আর্থিক সংস্থাপনের ব্যবস্থা করা

Q.18. “দাক্ষিণাত্য শিক্ষা সমাজে”র দুটি কার্য উল্লেখ কর।

Ans:- দাক্ষিণাত্য শিক্ষা সমাজের কাজ :-

Ø  অনাথ শিশুদের শিক্ষার জন্য আশ্রম প্রতিষ্ঠা করা

Ø  নিরক্ষর ও অনুন্নত জাতির শিক্ষার জন্য নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠা করা

Q.19. স্বামী বিবেকানন্দের জন্ম ও মৃত্যু উল্লেখ কর।

Ans:- স্বামী বিবেকানন্দের 1863 সালের 12 জানুয়ারি তে কলকাতায় জন্ম হয় এবং 1902 সালের 4 জুলাইতে কলকাতায় মৃত্যু হয়

Q.20. স্বামী বিবেকানন্দের দর্শনটি কি ছিল?

Ans:- স্বামী বিবেকানন্দের দর্শন ছিল- “Arise, Awake and stop not till the goal is reached ”

Q.21. কে কখন ভারতে অস্ত্র আইন জারি করে ভারতীয়দের আগ্নেয়াস্ত্র রাখার উপর বিধি নিষেধ আরোপ করেন?

Ans:- 1878 সালে লর্ড লিটন অস্ত্র আইন জারি করে ভারতীয়দের আগ্নেয়াস্ত্র রাখার উপর বিধি নিষেধ আরোপ করেন

Q.22. কে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন?

Ans:- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন

Q.23. লর্ড লিটনের কার্যকালে আই সি এস পরীক্ষার উচ্চতম বয়স কি ছিল?

Ans:- লর্ড লিটনের কার্যকালে আই সি এস পরীক্ষার উচ্চতম বয়স 21 বছর থেকে 19 বছরে কর্তন করা হয়

Q.24. আই সি এস পরীক্ষার বয়সের সীমা কর্তন করে ভারতীয়দেরকে বঞ্চিত করার বিষয়টি কোন ব্যারিস্টার লন্ডনে গিয়ে ব্রিটিশ সরকারকে বুঝিয়ে ছিলেন? ফলে কি লাভ হয়?

Ans:- আই সি এস পরীক্ষার বয়সের সীমা কর্তন করে ভারতীয়দেরকে বঞ্চিত করার বিষয়টি লালমোহন ঘোষ নামে একজন ব্যারিস্টার লন্ডনে গিয়ে ব্রিটিশ সরকারকে বুঝিয়ে ছিলেন ফলে বয়সের ঊর্ধ্বসীমা আবার 21 বছর করা হয়

Q.25. লর্ড রিপন কাকে কলকাতা উচ্চতম ন্যায়ালয়ের ন্যায়াধিশ পদে নিয়োগ করেন?

Ans:- লর্ড রিপন স্যার রমেশ চন্দ্র মিত্র নামের একজনকে কলকাতা উচ্চতম ন্যায়ালয়ে ন্যায়াধিশ পদে নিয়োগ করেন

Q.26. 1905 সালের বারাণসী জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?

Ans:- 1905 সালের বারাণসীতে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন গোপালকৃষ্ণ গোখলে

Q.27. কংগ্রেসের কোন সভায় দাদাভাই নওরোজি সভাপতিত্ব করেন এবং স্বদেশী আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়?

Ans:- 1906 সালের কলকাতা অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের সভায় দাদাভাই নওরোজি সভাপতিত্ব করে এবং স্বদেশী আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়

Q.28. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জাতীয় কংগ্রেস চরমপন্থী ও নরমপন্থী এই দুই ভাগে বিভক্ত হয়? চরমপন্থী দলের নেতাদের নাম লেখ

Ans:- 1907 সালে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ অধিবেশনে জাতীয় কংগ্রেস চরমপন্থী ও নরমপন্থী এই দুই ভাগে বিভক্ত হয়

চরমপন্থী দলের নেতা হলেন বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায় এবং বিপিন চন্দ্র পাল

Q.29. কে ভারতের কুসংস্কারের অবসান ঘটানোর উদ্যোগ নেয়?

Ans:- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ভারতের কুসংস্কারের অবসান ঘটানোর উদ্যোগ নেয়







বড় প্রশ্ন এবং উত্তর

 

Q.1. 1857 খ্রিস্টাব্দের ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ ঘটার কারণগুলি উল্লেখ কর

Ans:- ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ ঘটে 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের মাধ্যমে এই নব চেতনা বা নবজাগরণ বা জাতীয়তাবাদের কারণগুলি হল:-

a)5 সাহিত্য শিক্ষা সংস্কৃতির প্রসারের ফলে ভারতীয়দের দৃষ্টির পরিবর্তন ঘটে

b)যুক্তি দিয়ে বিচার বিবেচনা করার অনুরাগ বাড়ে

c)শোষণ ইত্যাদির বিচার করার ক্ষমতা বাড়ে

d)সমাজ জাতি ও মাতৃভূমির প্রতি দায়বদ্ধতা বৃদ্ধি পায়

e)যাতায়াত ও পরিবহন এর উন্নতি সাধন বিভিন্ন প্রান্তের এর মধ্যে সংযোগ স্থাপন করে

f)ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলন ভারতের গৌরব ঐতিহ্যকে প্রসারিত করে

g)বেঙ্গল গেজেট প্রভৃতি সংবাদপত্র সমাজের মুখপাত্র হিসাবে কাজ করে সমাজ সচেতন হয়

h)জাতীয় সংস্থা গঠন হয়  যাহা জনগণকে একত্রীকরণের কাজ করে

i)জাতীয়তাবাদী নেতার আবির্ভাব ঘটে

j)জাতীয় কংগ্রেসের জন্ম জাতীয়তাবাদকে পূর্ণ রুপ ধারণ করে

Q.2. চার্লস উডের শিক্ষা নীতিতে উল্লেখিত নীতিসমৃহ উল্লেখ কর

Ans:- চার্লস  উডের শিক্ষা নীতি;:

a)প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সুসংহত শিক্ষা পরিকল্পনা

b)নিম্ন পর্যায়ে দেশীয় ভাষায় এবং উচ্চ পর্যায়ে ইংরেজি ভাষায় শিক্ষা প্রদানের ব্যবস্থা

c)মেধাবী ছাত্রকে বৃত্তি দেওয়া

d)শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি অনুদানের ব্যবস্থা করা

e)প্রতিটি প্রদেশে শিক্ষা বিভাগ খোলার ব্যবস্থা করা

Q.3. পাশ্চাত্য শিক্ষা কিভাবে ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষে প্রভাব বিস্তার করেছিল উল্লেখ কর

Ans:- জাতীয়তাবাদের উন্মেষে পাশ্চাত্য শিক্ষার প্রভাব:-

a)পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে পাশ্চাত্য জগতের মহান চিন্তাবিদ দের সঙ্গে পরিচয় ঘটে রুশো ভল্টেয়ার বার্ক মেকলে স্পেন্সারের আদর্শে শিক্ষিতরা অনুপ্রাণিত হন

b)কলকাতা হয়ে পড়ে প্রাণ কেন্দ্র ও অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠে যাহা নব আলোকে মন প্রাণ উদ্ভাসিত করে

c)জাতীয়তা স্বশাসন গণতন্ত্র প্রভৃতির জ্ঞানের প্রসার ঘটে

d)ছাত্র জীবন শেষ করে কর্মজীবনে পরাধীনতা থেকে মুক্তির জন্য জাতীয়তাবাদী চেতনার প্রসার ঘটে

e)বহু কবি উপন্যাসিক এর জাতীয়তাবাদী কবিতা গীত রচনা  ইত্যাদি জাতীয় জীবনে নব চেতনা আনে

Q.4. ঔপনিবেশিক শাসন ও শোষণে এবং ভারতের বিকাশ সাধনে ব্রিটিশদের অবদানগুলি কি ছিল উল্লেখ কর।(ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষে)

Ans:- ঔপনিবেশিক শাসন ও শোষণে এবং ভারতের বিকাশ সাধনে ব্রিটিশদের অবদান:-

ক)স্থলপথ রেলপথ ও টেলিগ্রাফ এর ব্যবস্থায় যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়

খ)ব্রিটিশ মেজর জেনকিনস এর জন্যই  আসামে চা গয়না ও তেল শিল্পের বিকাশ এবং গোয়াহাটি  ও শিবসাগরে   ইংরেজি মাধ্যমের  বিদ্যালয় এর বিকাশ ঘটে

গ)স্থানীয় লোকের নিযুক্ত তাদের বিকাশ ঘটে

ঘ)জেনকিনস অসমে বাংলাদেশের আমলা নিয়োগের বিরোধিতা করে অসমের ঐতিহ্য রক্ষা করেন

Q.5. ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষে ব্রাহ্মসমাজ ও রাজা রামমোহন রায়ের অবদানগুলি কি কি ছিল উল্লেখ কর।

Ans:- ব্রাহ্মসমাজ ও রাজা রামমোহন রায়ের অবদান:-

রাজা রামমোহন রায় ছিলেন আধুনিক ভারতের জন্মদাতাভারতীয় প্রথম জাতীয় জাগরণ সৃষ্টিকারী ব্যক্তি হলেন রাজা রামমোহন রায়উনার অবদান গুলি হল:-

a)হিন্দু ধর্মের প্রতি দেখানো নিন্দাসূচক মনোভাবের বিরুদ্ধে 1797 সালে ব্রাহ্মণ সেবধি এবং ব্রাহ্মণ মিশনারী সংবাদ নামে দুইটি হাতে লিখা পুস্তিকার মাধ্যমে প্রতিবাদ সাব্যস্ত করেন

b)হিন্দু ধর্মের মধ্যে ধাকা ভুলত্রুটিগুলো ধর্মীয় নেতাদের তৈরি করা ভুল আচার বলে জনমানসে প্রচার করেছিলেন

c)হিন্দু ধর্মের ধর্মীয় ঐতিহ্য ও পরম্পরার উপর একটি প্রবন্ধ লিখে হিন্দু ও খ্রিস্ট ধর্মের মধ্যে আদর্শগত কোন পার্থক্য নেই বলে প্রমাণ করেছিলেন

d)হিন্দু ধর্মের ভাবমূর্তি পরিচ্ছন্নভাবে প্রকাশ এর জন্য 1815 সালে আত্মীয় সভা এবং 1828 সালে ব্রাহ্ম সভা নামে প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন

e)প্রাচীন উপনিষদ গুলির মাতৃ ভাষায় অনুবাদ একেশ্বরবাদ এর বিশ্বাস এবং কুসংস্কারের বিরোধিতা করেন

f)বিধবা বিবাহ  ও অসবর্ণ বিবাহকে সমাজে স্বীকৃতি পাইয়ে দিয়েছিলেন

g)সতীদাহ প্রথা রোধে অগ্রণী ভূমিকা নেন

h)স্ত্রী  শিক্ষার বিস্তারে মনোযোগ ও নারীদের সম্পত্তির অধিকার  দিতে পরিশ্রম করেন

i)ডেভিড হেয়ারের সঙ্গে মিলে 1817 সালে কলকাতায় হিন্দু কলেজ স্থাপন করেন পরে 1854/55 সালে এই কলেজের নাম প্রেসিডেন্সি কলেজ নামে খ্যাত হয় 2010 সালে এই কলেজ প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয়

j)1833 সালে ব্রিটিশ হাউস অফ কমন্সের সভায় ভারতীয়দের প্রতিনিধিত্ব  করেন

Q.6. ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষে আর্য সমাজ ও স্বামী দয়ানন্দ সরস্বতীর অবদানগুলি কি কি ছিল উল্লেখ কর।

Ans:- আর্য সমাজ ও স্বামী দয়ানন্দ সরস্বতী অবদান:-

a). স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে পাঞ্জাবে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন

b) 4 বাদ ও মূর্তিপূজার অসারতা জনগণের মধ্যে প্রচার করে

c ) বাল্যবিবাহ বহুবিবাহ সতীদাহ প্রথা কে সামাজিক কুসংস্কার রূপে তীব্র বিরোধিতা করেছিলেন

d) বিধবা বিবাহ স্ত্রী শিক্ষার বিস্তারের জন্য চেষ্টা করেন

e)  শুদ্ধি নামে জনা জাত বেদে ফিরে যাও বাণী প্রচার করে ধর্মান্তকরণ ব্যবস্থা প্রচলন করেছিলেন

f)  আর্য সমাজের বিভিন্ন শাখা ভারতের বিভিন্ন স্থানে স্থাপন করে হিন্দু জাতীয়তাবাদ গড়ে তুলেছিলেন

Q.7. ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষে প্রার্থনা সমাজ ও কেশবচন্দ্র সেনের অবদানগুলি কি কি ছিল উল্লেখ কর।

Ans:- প্রার্থনা সমাজ ও কেশবচন্দ্র সেনের অবদান:-

Ø  1867 সালে কেশবচন্দ্র সেন প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন

Ø প্রার্থনা সমাজ সমাজ সংস্কারের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিয়েছিল

Ø প্রার্থনা সমাজের মূল নেতৃত্ব গ্রহণ করেছিলেন জাস্টিস মহাদেব গোবিন্দ রানাডে তিনি মহারাষ্ট্রের নব বৈষ্ণব আন্দোলনের মতাদর্শ কে প্রাধান্য দিয়েছিলেন

Ø মহাদেব গোবিন্দ রানাডের চেষ্টায় বিধবা বিবাহ এবং দাক্ষিণাত্য শিক্ষা সংস্থা গড়ে উঠে

Ø  বিধবাদের আর্থিক সংস্থাপনের জন্য কুটির শিল্প প্রতিষ্ঠা করেছিলেন

Ø  অনাথ শিশুর শিক্ষাদানের জন্য বিভিন্ন স্থানে আশ্রম স্থাপন করেছিলেন

Ø  নিরক্ষর এবং  অনুন্নত জাতিকে শিক্ষা দেওয়ার জন্য নৈশ বিদ্যালয় স্থাপন করেছিলেন

Q.8. ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষে রামকৃষ্ণ মিশনের অবদান গুলি কি কি ছিল উল্লেখ কর।

Ans:- রামকৃষ্ণ মিশনের অবদান:-

Ø  রামকৃষ্ণ পরমহংসদেব- এর মতবাদকে কেন্দ্র করে স্বামী বিবেকানন্দ 1887 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন

Ø  স্বামী বিবেকানন্দের আসল নাম নরেন্দ্রনাথ দত্ত তিনি দেশে-বিদেশে হিন্দু ধর্মের প্রকৃত সত্য, ভারতের প্রাচীন ঐতিহ্য ও গৌরবের করেছিলেন

Ø স্বামী বিবেকানন্দের ধর্ম সাধনার বিশেষত্ব ছিল:-

i)  ভারতীয়দের মনে স্বদেশ প্রেম সঞ্চার করা

ii)  ভারতীয়দের মনে আত্নবিশ্বাস জাগিয়ে তুলা

iii)  ভারতীয়দের মনে আধ্যাত্মিকতা ভাবের বিকাশ ঘটানো

iv) 1893 সালে আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সভায় স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের উপর সাবলীল বক্তৃতা দিয়ে আমেরিকা বাসীকে মুগ্ধ করেন

Q.9. ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষে থিওসফিক্যাল সোসাইটির অবদানগুলি কি কি ছিল উল্লেখ কর।

Ans:- থিওসফিক্যাল সোসাইটির অবদান:-

·       1875 সালে আমেরিকার নিউইয়র্ক শহরে থিওসফিক্যাল সোসাইটি নামে একটি সংস্থা প্রতিষ্ঠিত হয় যার শাখা ভারতের মাদ্রাজে 1885 সালে স্থাপিত হয়

·       ভারতে থিওসফিক্যাল সোসাইটি মূলে ছিলেন আয়ারল্যান্ডের মহিলা মিসেস এনি বেসান্ত

·       অ্যানি বেসান্ত 1893 সালে মাদ্রাজে প্রথম উপস্থিত হন

·       প্রাচীন ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতির পুনরুদ্ধারের কাজে ব্রতী হন তিনি

·       ভারতীয় আধ্যাত্মিকতাকে প্রাধান্য দিয়ে তিনি কয়েকটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন

·       1907 খ্রিস্টাব্দে বারানসি তে অ্যানি বেসান্ত প্রতিষ্ঠিত সেন্ট্রাল হিন্দু  স্কুলটি 1915 সালে কাশি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়

·       1916 সালে অ্যানি বেসান্ত হোমরুল লীগ প্রতিষ্ঠা করে ভারতীয়দের কে  স্বশাসনের গুরুত্ব উপলব্ধি  করিয়েছিলেন

·       তিনি জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভানেত্রী পদ 1917 সালে অলংকৃত করেন

·       অ্যানি বেসান্ত 1847 সালের 1 অক্টোবরে লন্ডনে জন্মগ্রহণ করেন এবং 1933 সালের 20 সেপ্টেম্বরে মাদ্রাজে মৃত্যুবরণ করেন

Q.10. ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষে আলিগড় আন্দোলনের অবদানগুলি কি কি ছিল উল্লেখ কর।

Ans:- আলিগড় আন্দোলনের অবদান বা স্যার সৈয়দ আহমদ খান এর অবদান:-

Ø ভারতীয় মুসলমান সমাজকে আলীগড় শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তাদের মধ্যে জাতীয়তাবাদী ভাবধারার সঞ্চার করাকেই আলিগড় আন্দোলন বলে

Ø স্যার সৈয়দ আহমদ খাঁ 1864 সালে গাজীপুরে একটি আদর্শ ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন

Ø  1865 সালে তিনি বিজ্ঞান সমিতি প্রতিষ্ঠা করেন

Ø  1875 সালে আলিগড় মুহাম্মাদান অ্যাংলো ইন্ডিয়ান কলেজ স্থাপন করেন এই কলেজের মাধ্যমে মুসলমানদের মধ্যে জাতীয় চেতনার বিকাশ ঘটে 1920 সালে এই কলেজটি আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়

Q.11. ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষে সংবাদপত্রের ভূমিকা কি ছিল উল্লেখ কর।

Ans:- সংবাদপত্রের ভূমিকা:-

·       ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট 1780 খ্রিস্টাব্দে প্রকাশ হয় কলকাতা থেকে এর সম্পাদক ছিলেন জেমস আগস্টাস হিকি

·       ভারতীয় জনমতকে প্রতিনিধিত্ব করার জন্যে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে বেশ কয়েকটি আঞ্চলিক ভাষায় সংবাদপত্র প্রকাশিত হয়েছিল যাহা ইংরেজের শোষণ ও শাসন নীতি সম্পর্কে জনগণকে সচেতন করে

·       1799 সালে প্রেস রেগুলেশন আইন প্রয়োগ করে লর্ড ওয়েলেসলি সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিল

·       1817 সালে লর্ড হেস্টিংস সংবাদপত্রের উপর থেকে কিছু বিধি-নিষেধ তুলে নেন

·       1823 সালে ভারতের গভর্নর জেনারেল স্যার জন আদাম পুনরায় সংবাদপত্রের উপর বিধিনিষেধ আরোপ করেন রাজা রামমোহন রায়ের প্রতিবাদ করেছিলেন

·       রাজা রামমোহন রায় মিরাট উল আখবার নামক সাপ্তাহিক সংবাদপত্র প্রকাশ করেছিলেন

·       1835 সালে অস্থায়ী গভর্নর জেনারেল স্যার চার্লস মেটকাফ সংবাদপত্রের উপর আরোপিত বিধিনিষেধ তুলে নিয়েছিলেন

·       দেশীয় ভাষায় সংবাদপত্র গুলো ঔপনিবেশিক শাসক এর কাজকর্মের সমালোচনা করে ভারতীয়দের মনে ইংরেজ সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলেছিলেন

·       বঙ্গদেশের বহুল প্রচলিত সংবাদপত্র গুলি হল:-  বঙ্গদর্শন সঞ্জীবনী আর্য দর্শন অমৃতবাজার পত্রিকা ভারতীয়দের মধ্যে জাতীয় সত্তা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

·       1878 সালে লর্ড লিটন প্রেস আইন জারি করে সংবাদপত্রের উপর বিধি-নিষেধ আরোপ করেন মাদ্রাজের হিন্দু   বোম্বাইর কেশরী বঙ্গের বঙ্গদর্শন ও অমৃতবাজার পত্রিকা সাময়িকভাবে বন্ধ হয়

Q.12. সংক্ষিপ্ত টীকা লেখ - “ইলবার্ট বিল”

Ans:- সি পি ইলবার্ট   যিনি ইলবার্ট বিল এর দ্বারা জেলা দণ্ডাদেশ পর্যায়ে ভারতীয় বিচারককে অভিযুক্ত ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা দিয়েছিলেনবিরুদ্ধাচরণে ইউরোপীয়রা প্রতিরক্ষা সংস্থা নামে একটি সংস্থা গঠন করেনব্রিটিশ বিরোধী মোর্চা গঠন করে জনমত গঠনের প্রয়াস করেনকলকাতায় জাতীয় সম্মেলনের আয়োজন করে এবং এই সম্মেলন জাতীয় কংগ্রেস গঠনের পথ প্রশস্ত করে তুলে

Q.13. ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের বা জন্মের ইতিহাসের একটি সংক্ষিপ্ত আলোচনা কর?

Ans:- ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের বা জন্মের ইতিহাস:

Ø  লর্ড ডাফরিনের কালে অ্যালান অক্টোভিয়ান হিউম কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশ্যে 1833 সালের 1 মার্চ তারিখে দেশের সেবায় ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি দেন

Ø  ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন নামে 50 জন ছাত্রের কলকাতায় একটি বৈঠক হয় এবং সর্বভারতীয় জাতীয় সংগঠন গড়ে তোলার জন্য একটি মহা সভা আয়োজনের প্রস্তাব নেন

Ø  1885 সালের 28 ডিসেম্বরের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে মহা সভা অনুষ্ঠিত হয় এতে ভারতের বিভিন্ন স্থানের 72 জন প্রতিনিধি আসেন সভাপতি ছিলেন চন্দ্র বন্দোপাধ্যায় মহাসভায় সংগঠন টির নাম ভারতীয় জাতীয় কংগ্রেস রাখা হয়

Ø শুরুতে আবেদন-নিবেদনের মাধ্যমে ইংরেজ সরকার ও ব্রিটিশ সরকারের মধ্যে মধুর সম্পর্ক বজায় রেখে শাসনতন্ত্রে ভারতীয় প্রতিনিধিত্ব চাওয়াটা ছিল প্রধান লক্ষ্য কিন্তু মতবিরোধের জন্য পরে চরমপন্থী দলের সৃষ্টি হয়

Q.14. ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষে এবং স্বাধীনতা আন্দোলনে দাদাভাই নওরোজির অবদান কি কি ছিল উল্লেখ কর।

Ans:- দাদাভাই নওরোজির অবদান :-

a). ইংল্যান্ডের সাধারণ নির্বাচনে মধ্যে ফিনসবাড়ি কেন্দ্র থেকে প্রথম ভারতীয় রূপে জয়লাভ করে ‘ব্রিটিশ কমন্স’ সভার সদস্য হন 1892 সালে

b). ভারতের জাতীয় আয় গননা করে দরিদ্র মোচনের জন্য কর্মসূচি নিতে ইংল্যান্ড সরকারকে চাপ দিয়েছিলেন

c). ইংরেজরা ভারতের উপর অর্থনৈতিক শোষণের কথা জানিয়েছিলেন বৃটিশ সরকারকে

d). ভারত ও চীনে আফিমের ব্যবসা বন্ধ করার জন্য দাবি জানিয়েছিলেন

e). ব্রিটিশ সংসদে ভারতের জন্য স্বায়ত্তশাসন দাবি করেন

f). 1886 1893 এবং 1906 বর্ষে 3 বার জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন

g). “স্বরাজ আমাদের জন্মসত্ত” 1906 সালের কলকাতা অধিবেশনে নওরোজি  বক্তব্য ছিল

h). ভারতীয় জাতীয় কংগ্রেসে স্বরাজ শব্দটি সর্বপ্রথম নওরোজি প্রয়োগ করেন




****************************


Post a Comment

0 Comments