SEBA Class 10 History
(Social Sciences) Chapter 1
সেবা (আসাম) দশম শ্রেণী ইতিহাস (সমাজবিজ্ঞান)
প্রথম অধ্যায় : বঙ্গ বিভাজন ও স্বদেশী আন্দোলন
Class 10 History (Social Sciences) Chapter 1
QUESTIONS & ANSWERS
প্রশ্ন এবং উত্তর
প্রথম অধ্যায় : বঙ্গ বিভাজন ও স্বদেশী আন্দোলন
সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর
Q.1. কোন সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল?
Ans:- সিপাহী বিদ্রোহ 1857 সালে হয়েছিল।
Q.2. কোন সালে ইংল্যান্ডের সরকার নিয়ন্ত্রনকারী আইন
(REGULATING ACT) প্রণয়ন করে বঙ্গের গভর্নর পদটি গভর্নর জেনারেলের পদে উন্নীত করে?
Ans:- 1773 সালে ।
Q.3. কে প্রথম বঙ্গ বিভাজন এর জন্য ইংরেজ সরকারকে
প্রস্তাব দিয়েছিলেন?
Ans:- ভাইসরয় নর্থব্রুক (1872 -18 76) সর্বপ্রথম বঙ্গ বিভাজন এর জন্য ইংরেজ
সরকারকে প্রস্তাব দিয়েছিলেন।
Q.4. কখন ইয়াণ্ডাবু সন্ধি হয়েছিল?
Ans:- 1826 খ্রিস্টাব্দের 24 ফেব্রুয়ারি ইয়াণ্ডাবু সন্ধি হয়েছিল।
Q.5. বঙ্গভঙ্গের সময় ইংল্যান্ডে ব্রিটিশ সরকারের
ভারত সচিব কে ছিলেন?
Ans:- বঙ্গভঙ্গের সময় ইংল্যান্ডে ব্রিটিশ সরকারের ভারত সচিব ছিলেন জন
ব্রডরিক।
Q.6. কোন সালে এবং কোথায় বঙ্গভঙ্গের জন্য
প্রথম প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়েছিল?
Ans:- বঙ্গভঙ্গের জন্য প্রথম প্রতিবাদী সভা 1905 সালের 14 জুলাই তারিখে
খুলনায় (বর্তমান বাংলাদেশ) অনুষ্ঠিত হয়েছিল।
Q.7. কোন সালে রিপন কলেজের ছাত্ররা সর্ব প্রথম
শ্রেণি বর্জন করে আন্দোলনে ঝাঁপ দিয়েছিল?
Ans:- 1905 সালের 18 জুলাই তারিখে রিপন কলেজের ছাত্ররা সর্ব প্রথম শ্রেণি
বর্জন করে আন্দোলনে ঝাঁপ দিয়েছিল।
Q.8. কোন সালে সমস্ত বঙ্গবাসী “ জাতীয় শোক দিবস”
পালন করে?
Ans:- 16 অক্টোবর 1905 সালে সমস্ত বঙ্গবাসী “ জাতীয় শোক দিবস” পালন করে।
Q.9. “হে বঙ্গ জননী” কার লেখা?
Ans:- মুকুন্দ দাস।
Q.10. রাখি সংগীত “বাঙালির প্রাণ, বাঙালির মন” কার লেখা?
Ans:- রবীন্দ্রনাথ ঠাকুর।
Q.11. “হে আমার সোনার বাংলা” কার লেখা?
Ans:- রবীন্দ্রনাথ ঠাকুর।
Q.12. “বন্দে মাতরম” কার লেখা?
Ans:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
Q.13. বেঙ্গলি - সংবাদপত্র / পত্রিকাটির জনক কে?
Ans:- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (
1904 সাল)
Q.14. সঞ্জীবনী - সংবাদপত্র / পত্রিকাটির জনক কে?
Ans:- কৃষ্ণ লাল মিত্র (1906 সাল)
Q.15. হিতবাদী- সংবাদপত্র / পত্রিকাটির জনক
কে?
Ans:- কালীপ্রসন্ন কাব্যবিশারদ ও
যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ (1905
সাল)
Q.16. সাপ্তাহিক যুগান্তর - সংবাদপত্র / পত্রিকাটির
জনক কে?
Ans:- ভূপেন্দ্রনাথ দত্ত (1906 সাল
)
Q.17. সন্ধ্যা - সংবাদপত্র / পত্রিকাটির জনক কে?
Ans:- ব্রহ্মবান্ধব উপাধ্যায় (1906 সাল
)
Q.18. দি ডন - সংবাদপত্র / পত্রিকাটির জনক কে?
Ans:- সতীশচন্দ্র মুখোপাধ্যায় (1906 সাল
)
Q.19. মহিলা পত্রিকা “ সুপ্রভাত” - সংবাদপত্র /
পত্রিকাটির জনক কে? Ans:- কুমুদিনী
মিত্র
Q.20. বন্দে মাতরম - সংবাদপত্র / পত্রিকাটির জনক
কে?
Ans:- অরবিন্দ ঘোষ
Q.21. ভারতী - সংবাদপত্র / পত্রিকাটির জনক কে?
Ans:- সরলা দেবী চৌধুরানী
Q.22. পলাশীর প্রায়শ্চিত্ত নাটকটির রচয়িতা কে?
Ans:- ক্ষীরোদপ্রসাদ
Q.23. সিরাজউদ্দৌলা নাটকটির রচয়িতা কে?
Ans:- গিরিশ ঘোষ
Q.24. মীর কাসিম নাটকটির রচয়িতা কে?
Ans:- গিরিশ ঘোষ
Q.25. সাবাস বাঙালি নাটকটির রচয়িতা কে?
Ans:- অমৃত লাল বসু
Q.26. বঙ্গের অঙ্গচ্ছেদ নাটকটির রচয়িতা কে?
Ans:- অমরেন্দ্রনাথ দত্ত
Q.27. বন্দিনী ভারত নাটকটির রচয়িতা কে?
Ans:- অম্বিকা গিরি রায়চৌধুরী
Q.28. জাপানী বীর গ্রন্থটির রচয়িতা কে?
Ans:- স্বর্ণকুমারী দেবী
Q.29. জয় সংগীত গ্রন্থটির রচয়িতা কে?
Ans:- প্রমথ নাথ রায়চৌধুরী
Q.30. নব্য ভারত গ্রন্থটির রচয়িতা কে?
Ans:- কার্তিক চন্দ্র দাস গুপ্ত
Q.31. বঙ্গলক্ষ্মীর ব্রতকথা গ্রন্থটির রচয়িতা কে?
Ans:- রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
Q.32. ভাই ভাই এক ঠাঁই গ্রন্থটির রচয়িতা কে?
Ans:- রবীন্দ্রনাথ ঠাকুর
Q.33. রবীন্দ্রনাথ ঠাকুর স্বদেশী আন্দোলনের সময় কয়টি গীত রচনা করেন?
Ans:- রবীন্দ্রনাথ ঠাকুর স্বদেশী
আন্দোলনের সময় 23 টি গীত রচনা করেন।
Q.34. কোন সালে রবীন্দ্রনাথ রচিত “হে আমার সোনার
বাংলা আমি তোমায় ভালোবাসি” বাংলাদেশের জাতীয় সংগীত রূপে মর্যাদা লাভ করে?
Ans:- রবীন্দ্রনাথ রচিত “হে আমার সোনার
বাংলা আমি তোমায় ভালোবাসি” 1972 সালে বাংলাদেশের জাতীয় সংগীত রূপে মর্যাদা লাভ
করে।
Q.35. কোন সালে অবনীন্দ্রনাথ ঠাকুরের
প্রচেষ্টায় “বঙ্গীয় কলা সংসদ” নামক একটি জাতীয় অনুষ্ঠান গড়ে উঠে?
Ans:- 1907 সালে অবনীন্দ্রনাথ ঠাকুরের
প্রচেষ্টায় “বঙ্গীয় কলা সংসদ” নামক একটি জাতীয় অনুষ্ঠান গড়ে উঠে।
Q.36. “বঙ্গমাতা” কার দ্বারা অংকিত ছবি?
Ans:- অবনীন্দ্রনাথ ঠাকুর
Q.37.
কে “বঙ্গমাতা” ছবিকে “ভারত মাতার” রূপ দিয়েছিলেন?
Ans:- অবনীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছবি-
“বঙ্গমাতা” ভগিনী নিবেদিতা এই ছবিকে “ভারত মাতার” রূপ দিয়েছিলেন।
Q.38. কারা “ডন সোসাইটি” গঠন করে?
Ans:- সতীশচন্দ্র মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও চারু দাস
বন্দ্যোপাধ্যায় “ডন সোসাইটি” গঠন
করেন।
Q.39. কে এবং কখন কলকাতায় “বঙ্গ জাতীয় বিদ্যালয়” প্রতিষ্ঠা করে?
Ans:- 1905 সালের 6 আগস্ট এ রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় “বঙ্গ জাতীয় বিদ্যালয়” প্রতিষ্ঠা করেন।
Q.40. কখন এবং কার অধ্যক্ষতায় কলকাতায়
“বঙ্গ জাতীয় বিদ্যালয়” প্রতিষ্ঠা হয়?
Ans:- 1906 সালের 11 মার্চ রাসবিহারী বসুর অধ্যক্ষতায় কলকাতার টাউন
হলে “জাতীয় শিক্ষা পরিষদ” গঠন হয়।
Q.41. কখন “বঙ্গ জাতীয় মহাবিদ্যালয়”
স্থাপিত হয়? এর অধ্যক্ষ কে ছিলেন?
Ans:- 1906 সালের 15 ই আগস্ট এ “বঙ্গ
জাতীয় মহাবিদ্যালয়” স্থাপিত হয় এর অধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষ।
Q.42. কাকে “ভগিনী নিবেদিতা” নামে জানা যায়?
Ans:- আয়ারল্যান্ডের মার্গারেট এলিজাবেথ নোবেল কে “ভগিনী
নিবেদিতা” নামে জানা যায়।
Q.43. কে এবং কখন “স্বদেশী
ভান্ডার” প্রতিষ্ঠা করে?
Ans:- রবীন্দ্রনাথ ঠাকুর 1897 সালে “স্বদেশী
ভান্ডার” প্রতিষ্ঠা করেন।
Q.44. কখন এবং কারা কলকাতায় “ইন্ডিয়ান স্টোরস” প্রতিষ্ঠা করেন?
Ans:- 1905 সালে কলকাতার বউবাজারে “ইন্ডিয়ান
স্টোরস” প্রতিষ্ঠা করেন যোগেশচন্দ্র চৌধুরী ও কৃষ্ণবিহারী সেন ।
Q.45. কখন এবং কে কলকাতায় “লক্ষী ভান্ডার” প্রতিষ্ঠা করে?
Ans:- 1903 সালে সরলা দেবী কলকাতার বিধান সরনীতে “লক্ষী ভান্ডার” প্রতিষ্ঠা করেন।
Q.46. কখন এবং কে কলকাতায় “ইউনাইটেড বেঙ্গল স্টোরস” করে?
Ans:- 1906 সালে আব্দুল হালিম গজনবী কলকাতার লালবাজারে প্রতিষ্ঠা করেন “ইউনাইটেড বেঙ্গল স্টোরস”।
Q.47. কে কখন “বঙ্গলক্ষী কটন মিল” প্রতিষ্ঠা করে?
Ans:- 1906 সালের 1 আগস্ট নীলরতন সরকার “বঙ্গলক্ষী কটন মিল” প্রতিষ্ঠা করেন।
Q.48. কখন “বেঙ্গল কেমিক্যাল”
প্রতিষ্ঠা হয়?
Ans:- 1906 সালের 25 জুলাই প্রফুল্ল রায় তারকনাথ পালিতের অর্থ সাহায্যে “বেঙ্গল কেমিক্যাল” প্রতিষ্ঠা করেন।
Q.49. কোন সালে জামসেদজী টাটা লৌহ শিল্প কারখানা
প্রতিষ্ঠা করেন?
Ans:- 1907 সালে জামসেদজী টাটা লৌহ
শিল্প কারখানা প্রতিষ্ঠা করেন।
Q.50. কখন, কোথায় এবং কার পৌরহিত্যে প্রথম “ভারতীয়
শিল্প সম্মেলন” অনুষ্ঠিত হয়?
Ans:- 1905 সালের 17 ডিসেম্বর এ বারানসিতে আর. সি. দত্তের পৌরহিত্যে
প্রথম “ভারতীয় শিল্প সম্মেলন” অনুষ্ঠিত
হয়।
Q.51. কখন মুসলমানরা পৃথক নির্বাচনের
সুবিধা লাভ করে?
Ans:- 1909 সালের মরলে মর্লি মিন্টো শাসন সংস্কার আইনের মাধ্যমে মুসলমানরা
পৃথক নির্বাচনের সুবিধা লাভ করে।
Q.52. কখন বঙ্গভঙ্গ রদ হয়েছিল?
Ans:- 1911 সালের 12 ই
ডিসেম্বরে বঙ্গভঙ্গ রদ হয়েছিল।
ছোট প্রশ্ন এবং উত্তর
Q.1. স্বদেশী আন্দোলনের সময়কার গীতিকারদের নাম লেখ।
Ans:- গীতিকাররা ছিলেন- রবীন্দ্রনাথ
ঠাকুর, রজনীকান্ত সেন, মুকুন্দ দাস এবং
দ্বিজেন্দ্রলাল রায়।
Q.2. কোন দুটি ভাগে বঙ্গ দেশকে বিভক্ত করা হয়েছিল?
Ans:- বঙ্গ দেশকে দুই ভাগে বিভক্ত করা হয়েছিল:-
A.
পূর্ববঙ্গ ও আসাম যার
রাজধানী ছিল ঢাকা।
B.
পশ্চিমবঙ্গ( বঙ্গের পশ্চিম
অংশ, উড়িষ্যা ও বিহার) যার রাজধানী ছিল কলকাতা।
Q.3. বঙ্গভঙ্গের গুরত্বপূর্ণ ফল উল্লেখ কর।
Ans:- বঙ্গভঙ্গের ফল: বঙ্গভঙ্গ জাতীয় চেতনা সঞ্চারের মাধ্যমে
নূতন যুগের সূচনা করে এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূত্রপাত হয়। স্বদেশী আন্দোলনের
মাধ্যমে সর্বভারতীয় পর্যায়ে প্রথম একটি সক্রিয় জাতীয় সংগ্রাম শুরু হয়।
Q.4. এলাহাবাদ চুক্তি কি ছিল?
Ans:- 1765 সালে রবার্ট ক্লাইভ এবং মুঘল সম্রাট শাহ আলম এর মধ্যে এলাহাবাদ
চুক্তি সম্পাদিত হয়েছিল। ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বঙ্গ, বিহার ও
উড়িষ্যার উপর রাজনৈতিক কর্তৃত্ব লাভ করে।
Q.5. 1874 সালের 7 ফেব্রুয়ারি তে গঠিত “অসম” নামক
প্রদেশটির জিলাগুলির নাম লেখ।
Ans:- 1874 সালের 7 ফেব্রুয়ারি তে “অসম”
নামক একটি প্রদেশ গঠন করা হয়। এই প্রদেশ অসমের ছয়টি জিলা মাত্র ছিল- গোয়ালপাড়া, কামরূপ, নওগাঁ, দরং, শিবসাগর এবং লক্ষীমপুর।
Q.6. ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান তিনটি শাসন
কেন্দ্র কি কি ছিল?
Ans:- ইস্ট ইন্ডিয়া কোম্পানির তিনটি প্রধান শাসন কেন্দ্র ছিল-
কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ।
Q.7. বঙ্গ বিভাজনে কোন দুই ইংরাজ অফিসার সাহায্য করেছিলেন?
Ans:- বঙ্গ বিভাজনে লর্ড কার্জনকে 2 ইংরাজ অফিসার সাহায্য করেন-
A.
এন্ড্রু ফ্রেজার ও
B.
জে. বি. ফুলার
Q.8. বঙ্গ বিভাজনের সময় ভারতের স্বরাষ্ট্র সচিব কে
ছিলেন? কোন প্রস্তাবকে “রিজলি পেপার” নামে জানা যায়?
Ans:- বঙ্গ বিভাজনের সময় ভারতের স্বরাষ্ট্র সচিব ছিলেন হাবার্ট রিজলি
(Hebert Risley) । তিনি 1903 সালের 6 ডিসেম্বর এ ”আঞ্চলিক
পুনর্গঠন সংক্রান্ত টিকা” নামক প্রস্তাবটি প্রকাশ করেন। বঙ্গদেশকে দ্বিখন্ডিত করা
এই প্রস্তাবকে “রিজলি পেপার” নামে
জানা যায়।
Q.9. বঙ্গ বিভাজনের সময় পূর্ববঙ্গ ও অসম এবং পশ্চিমবঙ্গের জনসংখ্যা
কি ছিল উল্লেখ কর।
Ans:- পূর্ববঙ্গ ও অসমের জনসংখ্যা ছিল 3 কোটি 10 লক্ষ। এর মধ্যে 1 কোটি 80
লক্ষ মুসলমান ও 1 কোটি 20 লক্ষ হিন্দু। পশ্চিমবঙ্গ- বিহার- উড়িষ্যা দেশটির জনসংখ্যা ছিল
5 কোটি 40 লাখ। এর মধ্যে 4 কোটি 2 লাখ হিন্দু এবং 90 হাজার ছিল মুসলমান।
Q.10. “সঞ্জীবনী” পত্রিকার সম্পাদক কে ছিলেন? কোন
নিবন্ধটি প্রকাশিত হয়, যাহা জনমানুষের মনে স্ফুলিঙ্গের সৃষ্টি করেছিল?
Ans:- “সঞ্জীবনী” পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণ কুমার মিত্র এই পত্রিকায় “বঙ্গের সর্বনাশ” নামক নিবন্ধটি প্রকাশিত
হয়, যাহা জনমানুষের মনে স্ফুলিঙ্গের সৃষ্টি করে।
Q.11. স্বদেশী আন্দোলনের কেন্দ্রভূমি কোথায় ছিল? কাহারা
এই আন্দোলনকে সর্বভারতীয় পর্যায়ে নিয়ে যায়?
Ans:- স্বদেশী আন্দোলনের কেন্দ্রভূমি ছিল অবিভক্ত বঙ্গ দেশ। কিন্তু সুরেন্দ্রনাথ
ব্যানার্জি, বালগঙ্গাধর তিলক, গোপালকৃষ্ণ গোখলে, আনন্দমোহন বসু, লালা লাজপত রায়,
দাদাভাই নৌরোজি এই আন্দোলনকে সর্বভারতীয় পর্যায়ে নিয়ে যান।
Q.12. “এন্টি সার্কুলার সোসাইটি” কখন এবং কোথায় গঠন করা হয়?
Ans:- 1905 সালের 4 নভেম্বর কলকাতার
পটলডাঙ্গা মল্লিক বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল
ছাত্রসভায় “এন্টি সার্কুলার সোসাইটি”
নামক একটি সংস্থা গঠন করা হয় এবং সর্বপ্রথম এই সংস্থা ব্রিটিশ সরকারের নির্দেশ অমান্য করে।
Q.13. “লাল বাল- পাল” কারা?
Ans:- লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক ও বিপিন চন্দ্র পাল এই
3 ব্যক্তিত্বকে একসঙ্গে “লাল বাল- পাল” বলা।
Q.14. কার শাসনকালে বঙ্গদেশকে সরকারি ভাবে বিভক্ত
করা হয়? ইহার মূল কারণ কি ছিল?
Ans:- ভাইসরয় লর্ড নাথানিয়েল কার্জনের শাসনকালে (1899 - 1905) বঙ্গদেশকে
1905 সালের 16 ই অক্টোবরে সরকারি ভাবে বিভক্ত করা হয়। ইহার মূল কারণ ছিল সেই সময়ে বঙ্গবাসীর মধ্যে
গন-জাগৃতি জাতীয় জাগরণকে শক্তিশালী করেছিল ও ইহাকে সমূলে নিঃশেষ করাই ছিল ইংরেজ
সরকারের মুখ্য উদ্দেশ্য।
বড় প্রশ্ন এবং উত্তর
Q.1. বঙ্গভঙ্গের উদ্দেশ্য গুলো উল্লেখ কর।
Ans:- বঙ্গভঙ্গের উদ্দেশ্য:-
a.
বঙ্গদেশের বিশালতা যা শাসনকার্যে বাধার সৃষ্টি
করেছিল।
b.
বঙ্গদেশে জাতীয় জাগরণ শক্তিশালী ছিল।
c. ঐক্যবদ্ধ
বঙ্গ শক্তিকে ভেঙে চুরমার করে সাম্প্রদায়িক মনোভাবের বিস্তার ঘটানো।
d.
“ ভাগ কর শাসন কর”
ইংরেজের এই নীতির বাস্তবায়ন ঘটানো।
Q.2. স্বদেশী আন্দোলন বলতে কি বোঝ?
Ans:- স্বদেশী আন্দোলন:-
সুরেন্দ্রনাথ
বন্দ্যোপাধ্যায়, বিপিনচন্দ্র পাল,
অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর,
রাস বিহারী বসু, রামেন্দ্রসুন্দর
ত্রিবেদী, বালগঙ্গাধর তিলক প্রভৃতি
বঙ্গভঙ্গের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করেছিলেন। গণস্বাক্ষর সম্বলিত
প্রতিবাদ পত্র প্রেরণ, বিক্ষোভ
প্রদর্শনের মাধ্যমে জাতি- ধর্ম- বর্ণ ভেদে সকল জনতা এই ঝাঁপিয়ে পড়েছিল।বঙ্গভঙ্গের পর বঙ্গদেশের
বিভিন্ন স্থানে প্রতিবাদী সভার আয়োজন ও পত্রিকার মাধ্যমে জনসংগ্রাম প্রসারিত হয়। বিদেশি বস্তু বর্জন ও
স্বদেশী বস্তু গ্রহণের সিদ্ধান্ত অনুমোদন এর দ্বারা 1905 সালের 16 অক্টোবরে
দ্বিখন্ডিত বঙ্গদেশে সৃষ্ট এই আন্দোলনকে স্বদেশী আন্দোলন রূপে স্বীকৃতি দেওয়া হয়।
Q.3. স্বদেশী আন্দোলনের ফলাফল/ বঙ্গভঙ্গের
ফলাফলসমুহ আলোচনা কর।
Ans:- স্বদেশী আন্দোলনের ফলাফল/ বঙ্গভঙ্গের
ফলাফল:
a. স্বদেশ
অনুভূতির জোয়ারে বিভিন্ন সংবাদপত্র, পত্রিকা, গ্রন্থ, গীত, কবিতা, নাটক,
প্রবন্ধ ইত্যাদির প্রকাশ পায় যাহা জাতীয় সাহিত্যের সঞ্চার করে।
b. জাতীয়
শিক্ষার সম্প্রসারণ ঘটে সর্বমোট 62 টি মাধ্যমিক ও 3000 টি প্রাথমিক জাতীয় বিদ্যালয় গড়ে উঠে। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়।
c. নারী ও যুবকদের সক্রিয় অংশগ্রহণ এবং বহু
বিদেশীরও অংশগ্রহণ ঘটে।
d. স্বদেশী
শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠে এবং স্বনির্ভরশীলতার প্রতি আকৃষ্ট করে এর সঙ্গে
গড়ে উঠে জাতীয় ব্যাংক এবং স্বদেশী বীমা কোম্পানি।
e. নবাব সলিমুল্লাহর খাঁর নেতৃত্বে সর্বভারতীয় মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় 1906 সালের
30 ডিসেম্বর ।
Q.4. সর্বভারতীয় মুসলিম লীগের লক্ষ্য এবং
উদ্দেশ্যগুলো লেখ।
Ans:- সর্বভারতীয় মুসলিম লীগের লক্ষ্য এবং
উদ্দেশ্য:-
a.
ব্রিটিশ সরকারের প্রতি মুসলমান জনতার মনে
আনুগত্যের প্রসার ঘটানো।
b.
বৃটিশ সরকারকে মুসলমানদের রাজনৈতিক অধিকার ও
স্বার্থের প্রতি সচেতন করা এবং
c.
মুসলমান জনতার মন
থেকে ভয়, সন্ত্রাস, বিদ্বেষ ভাবের অবসান ঘটিয়ে মুসলমানকে এক করা।
Q.5. স্বদেশী আন্দোলনের অবদানগুলো উল্লেখ কর।
Ans:- স্বদেশী আন্দোলনের অবদান:-
a.
ভারতীয় জনগণকে
রাজনৈতিকভাবে শিক্ষিত করে তুলে।
b.
জাতীয় কংগ্রেসের চিন্তা ও কর্মে
পরিবর্তনের সূচনা হয়। “একমাত্র গণসংগ্রাম এর মাধ্যমেই ভারতবাসীর
উন্নতি সম্ভব” এই মত জাতীয় কংগ্রেস পুষণ করে।
c.
শাসন ও শোষণ এর প্রত্যুত্তরে
স্বদেশী শিল্প ও অর্থনীতির বিকাশ সাধন হয়।
d.
ভারতবাসী ব্রিটিশ সরকারের
নিকট স্বরাজ দাবি করার সুযোগ পায়।
e.
স্বদেশী আন্দোলনের ভিতর দিয়ে ভারতীয় নারীর
আন্দোলনের প্রবণতা গড়ে ওঠে।
f.
ভারতবর্ষে সশস্ত্র বিপ্লবের সূচনা হয়। জাতীয় কংগ্রেসে চরমপন্থী
ও নরমপন্থী এই দুই দলের সৃষ্টি হয়।
g. জাতীয় স্বাধীনতা আন্দোলনে স্বদেশী আন্দোলন অনুপ্রেরণা প্রদান করে।
***********************
0 Comments
HELLO VIEWERS, PLEASE SEND YOUR COMMENTS AND SUGGESTION ON THE POST AND SHARE THE POST TO YOUR FRIEND CIRCLE.