ASSAM SEBA/SMEBA CLASS 10 BENGALI QUESTIONS & ANSWERS সেবা অসম দশম শ্রেনী বাংলা প্রশ্ন এবং উত্তর পাঠ : জীবন-সংগীত PART-2

 ASSAM SEBA/SMEBA CLASS 10 BENGALI QUESTIONS & ANSWERS

সেবা অসম দশম শ্রেনী বাংলা প্রশ্ন এবং উত্তর

 

পাঠ : জীবন-সংগীত


হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় (১৮৩৮-১৯০৩)

 

খণ্ড :: দুই

জীবন সঙ্গীত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

 


 

কবি পরিচিতি:

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ১৮৩৮ সালের ১৭ এপ্রিল হুগলি জেলার গুলিটা রাজবলণ্ডভহাট গ্রামে তাঁর মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। হেমচন্দ্রের পৈতৃক নিবাস ছিল হুগলির উত্তরপাড়া গ্রামে। তাঁর পিতা কৈলাশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন খুব দরিদ্র। হেমচন্দ্র কলকাতার খিদিরপুর বাংলা স্কুলে পড়াকালে আর্থিক সংকটে পড়েন ও পড়াশোনা বন্ধ হয়ে যায়। অতঃপর অত্যন্ত মেধাবি হেমচন্দ্র কলকাতা সংস্কৃত কলেজের অধ্যক্ষ প্রসন্নকুমার সর্বাধিকারীর আশ্রয়ে ইংরেজি শেখেন এবং হিন্দু স্কুলে ভর্তি হয়ে জুনিয়র ও সিনিয়র উভয় পরীক্ষায় বৃত্তি পান। পরে তিনি ১৮৫৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ১৮৬৬ সালে বিএল ডিগ্রি লাভ করেন। ১৮৬১ সালে হাইকোর্টের উকিল হন। ১৮৬২ সালে মুন্সেফ হিসেবে নিয়োগ পেলেও তা ছেড়ে দিয়ে আবার ওকালতি শুরু করেন। ১৮৯০ সালে হাইকোর্টের সরকারি উকিল হন। কর্মজীবনে তিনি আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা পেলেও শেষজীবনে আর্থিক সঙ্কটে পড়েন। হেমচন্দ্রের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিলো তিনি যেমন গুরুগম্ভীর আখ্যায়িকা কাব্য রচনা করেছিলেন তেমনি আবার সহজ সুরের খণ্ডকবিতা, ওজস্বিনী স্বদেশসঙ্গীত এবং লঘু কবিতাও রচনা করেছিলেন। বঙ্কিমচন্দ্র তাঁর রচনার অনুরাগী ছিলেন এবং কিশোর রবীন্দ্রনাথের লেখায় তাঁর ছায়া পড়েছিল। তাঁর জনপ্রিয়তার মূলে ছিলো স্বদেশচিন্তা ও উনিশ শতকের বাঙালির সমাজ ও রাষ্ট্রীয় মূল্যবােধের বলিষ্ঠ রূপায়ণ, ভাষা ও ছন্দের অনর্গলতা। শেষজীবনে তিনি অন্ধ হয়ে যান এবং ১৯০৩ সালের ২৪ মে মৃত্যুবরণ করেন।

তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ :

চিন্তাতরঙ্গিণী (১৮৬১), বীরবাহু (১৮৬৪), বৃত্রসংহার (১৮৭৫), আশাকানন (১৮৭৬), ছায়াময়ী (১৮৮০)।

 

ASSAM SEBA/SMEBA CLASS 10 BENGALI

QUESTIONS & ANSWERS

সেবা অসম দশম শ্রেনী বাংলা

প্রশ্ন এবং উত্তর

পাঠ : জীবন-সংগীত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

 

ভূমিকা:

জীবন সঙ্গীত' কবিতাটি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অনুবাদমূলক রচনা থেকে গৃহীত। কবিতাটি মার্কিন কবি Henry Wadsworth Longfellow (১৮০৭-১৮৮২)-এর 'A Psalm of life' শীর্ষক ইংরেজি কবিতার ভাবানুবাদ। কবিতাটিতে অত্যন্ত মূল্যবান ও ক্ষণস্থায়ী মানবজীবনের প্রকৃত অর্থ ও উদ্দেশ্য সম্পর্কে জ্ঞান লাভ করে যথার্থ কর্মের মাধ্যমে জগতে টিকে থাকার ধারণা লাভ করা যাবে। জীবনের প্রকৃত মূল্য অনুধাবন করে সংসারে নিজ নিজ দায়িত্ব পালনে মহান ব্যক্তিদের আদর্শ অনুসরণের মাধ্যমে বরণীয় হওয়ার প্রক্রিয়া কবিতাটিতে প্রকাশিত হয়েছে।

 

ASSAM SEBA/SMEBA CLASS 10 BENGALI

QUESTIONS & ANSWERS

সেবা অসম দশম শ্রেনী বাংলা

প্রশ্ন এবং উত্তর

পাঠ : জীবন-সংগীত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

 

শব্দের অর্থ ও টীকা :

অনিত্য- অস্থায়ী; যা চিরকালের নয়। আকিঞ্চন- চেষ্টা; আকাঙ্ক্ষা। আয়ু যেন শৈবালের নীর শেওলার ওপর পানির ফোটার মতো ক্ষণস্থায়ী। আশ- আশা। কাতর স্বরে- দুর্বল কণ্ঠে; করুণভাবে। ক্রন্দন কান্না। ঘুচায় অতিবাহিত বা অতিক্রান্ত হওয়া। জীবাত্মা- মানুষের আত্মা; আত্মা যদিও অমর, কিন্তু মানুষের মৃত্যু অনিবার্য, কাজেই দেহ ছেড়ে আত্মা একদিন চলে যাবে, চিরকাল দেহকে আঁকড়ে থাকতে পারবে না। দারা স্ত্রী। দুর্লভ দুষ্প্রাপ্য পাওয়া কঠিন। দৃঢ়পণেঅটল সংকল্প। ধ্বজা- পতাকা; নিশান। নিশার স্বপন- মিথ্যা বা অসার ভাবনা। পদাঙ্ক- কোনো মহৎ ব্যক্তির কৃতকর্ম বা চরিত্র। প্রাতঃস্মরণীয়- সকাল বেলায় স্মরণ করার যোগ্য; অর্থাৎ সকলের শ্রদ্ধা ও সম্মানের পাত্র। ফাস- ফাঁসি; ইচ্ছা। অনুযায়ী শক্ত বা শিথিল করা যায় এমন রজ্জ্ব বা দড়ির বাঁধন। বরণীয়- সম্মানের যোগ্য। বাহ্যদৃশ্যে- বাইরের জগতের চাকচিক্যময় রূপে বা জিনিসেবীর্যবান- শক্তিমান। বৃথা- ব্যর্থ। মহাজ্ঞানী মহাজন- কীর্তিমান মহৎ ব্যক্তি। ভবের জগতের; সংসারের। মহিমা- গৌরব। যশোদ্বার খ্যাতির দ্বার। সমরাঙ্গনে যুদ্ধক্ষেত্রে (কবি মানুষের জীবনকে যুদ্ধক্ষেত্রের সঙ্গে তুলনা করেছেন)। সংসারে-সমরাঙ্গনে যুদ্ধক্ষেত্রে সাহসী সৈনিকের মতো সংসারেও নানা ঘাত-প্রতিঘাতের মােকাবেলা করে বেঁচে থাকতে হবে। সার- একমাত্র সম্বল। স্বপন- রাতের স্বপ্নের মতোই মিথ্যা বা অসার। স্বীয়- নিজ; আপন।

সারসংক্ষেপ :

মানুষের জীবন পরম মূল্যবান। এ জীবন স্বপ্ন বা মায়া নয়; অকারণও নয়। দুঃখের জন্য হা-হুতাশ বা সুখের জন্য কাতরতা দেখিয়ে লাভ নেই। বরং কর্তব্যকর্মে অগ্রসর হয়ে বাধাবিঘ্ন জয় করাই সফলতার উপায়। মহাপুরুষদের অনুসরণ করা জরুরি। তাহলে আমরাও তাঁদের মতো হতে পারব। জীবনে সাফল্য লাভের জন্য দরকার বিপদ মোকাবেলা করা আর সঙ্কল্পে দৃঢ় থাকা।

 

ASSAM SEBA/SMEBA CLASS 10 BENGALI

QUESTIONS & ANSWERS

সেবা অসম দশম শ্রেনী বাংলা

প্রশ্ন এবং উত্তর

পাঠ : জীবন-সংগীত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

 

বহু নির্বাচনী প্রশ্ন

 

1.

যায় দিন ভালো’ - এ বক্তব্যটির সাথে জীবন সঙ্গীতকবিতার সাদৃশ্যপূর্ণ অংশ কোনটি?

 

Ο ক) 

অতীত সুখের দিন

Ο খ) 

বেগে ধায় নাহি রয়ে স্থির

Ο গ) 

আয়ু যেন শৈবারের নীর

Ο ঘ) 

দিন যায় ক্ষণ যায়


  
সঠিক উত্তর: (ক)

 

2.

জীবন সঙ্গীতকবিতাটি কোন কবিতার ভাবানুবাদ?

 

Ο ক) 

Happiness

Ο খ) 

Bere in There

Ο গ) 

There is Another Sky

Ο ঘ) 

A Psalm of life


  
সঠিক উত্তর: (ঘ)

 

3.

আকিঞ্চনশব্দের সমার্থক শব্দ কোনটি?

 

Ο ক) 

কুঞ্চন

Ο খ) 

প্রসারণ

Ο গ) 

কিঞ্চিত

Ο ঘ) 

চেষ্টা/আকাঙ্ক্ষা


  
সঠিক উত্তর: (ঘ)

 

4.

সমরাঙ্গনশব্দের সঠিক বিশ্লেষণ কোনটি?

 

Ο ক) 

সম + রাঙ্গন = সমরাঙ্গন

Ο খ) 

সমরা + অঙ্গন = সমরাঙ্গন

Ο গ) 

সমর + অঙ্গন = সমরাঙ্গন

Ο ঘ) 

সমরা + ঙ্গন = সমরাঙ্গন


  
সঠিক উত্তর: (গ)

 

5

সেই পথ লক্ষ্য করে’ - এখানে যে পথের কথা বলা হয়েছে -
i.
মহাজ্ঞানীদের পথ
ii.
রাজা-রানিদের পথ
iii.
মহাজনদের পথ
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (গ)

 

6.

জীবন সঙ্গীতকবিতায় কবি সহায় সম্পদকে বলেছেন -

 

Ο ক) 

মূল্যবান

Ο খ) 

চিরস্থায়ী

Ο গ) 

ক্ষণিকের

Ο ঘ) 

প্রয়োজনীয় বস্তু


  
সঠিক উত্তর: (গ)

 

7.

জীবন সঙ্গীতকবিতার প্রথম চরণ কোনটি?

 

Ο ক) 

দারা পুত্র পরিবার

Ο খ) 

মানব-জনম সার

Ο গ) 

কর যত্ন হবে জয়

Ο ঘ) 

বলো না কাতর স্বরে


  
সঠিক উত্তর: (ঘ)

8.

কবি কাতর তে নিষেধ করেছেন -

 

Ο ক) 

অতীতের সুখের দিন চিন্তা করে

Ο খ) 

ভয়ে ভীত হয়ে

Ο গ) 

সফলতা না পেয়ে

Ο ঘ) 

অতীতের দুঃখের কথা চিন্তা না করে


  
সঠিক উত্তর: (ক)



9.

শৈবালের নীরদ্বারা কী বুঝানো হয়েছে?

 

Ο ক) 

ক্ষণস্থায়ী

Ο খ) 

দীর্ঘস্থায়ী

Ο গ) 

দুর্লভ

Ο ঘ) 

সহজলভ্য


  
সঠিক উত্তর: (ক)

 

10.

কবি সুখের আশা করে কী পরতে নিষেধ করেছেন?

 

Ο ক) 

দামি পোশাক

Ο খ) 

দুখের ফাঁস

Ο গ) 

সংসারী সাজ

Ο ঘ) 

যুদ্ধের পোশাক


  
সঠিক উত্তর: (খ)

 

11.

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্য কোনটি?

 

Ο ক) 

মহাভারত

Ο খ) 

বীরাঙ্গনা কাব্য

Ο গ) 

মেঘনাদবধ কাব্য

Ο ঘ) 

বৃত্রসংহার


  
সঠিক উত্তর: (ঘ)

 

12.

দারা পুত্র পরিবারদ্বারা কবি কী বুঝিয়েছেন?

 

Ο ক) 

সংসার জীবন

Ο খ) 

ব্যক্তি জীবন

Ο গ) 

বিশ্বভুবন

Ο ঘ) 

সমগ্র মানব সমাজ


  
সঠিক উত্তর: (ক)

 

13.

জীবন সঙ্গীতকবিতায় কবি কিসের কথা বলেছেন?

 

Ο ক) 

মাতৃভাষার

Ο খ) 

জীবনের

Ο গ) 

কুসংস্কারের

Ο ঘ) 

মুক্তিযুদ্ধের


  
সঠিক উত্তর: (খ)

 

14.

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় স্বদেশপ্রেমের অনুপ্রেরণায় কোন মহাকাব্য রচনা করেছেন?

 

Ο ক) 

বৃত্রসংহার

Ο খ) 

পলাশীর যুদ্ধ

Ο গ) 

মহাশ্মশান

Ο ঘ) 

মেঘনাদবধ কাব্য


  
সঠিক উত্তর: (ক)

 

15.

কবি কোন দৃশ্যে মন ভোলাতে নিষেধ করেছেন?

 

Ο ক) 

বাহ্যদৃশ্যে

Ο খ) 

ক্রন্দনদৃশ্যে

Ο গ) 

হাস্যদৃশ্যে

Ο ঘ) 

মৃত্যুদৃশ্যে


  
সঠিক উত্তর: (ক)

 

16

দারা, পুত্র, পরিবার কে কার’ - এসব বলে কবি কী করতে নিষেধ করেছেন?

 

Ο ক) 

আনন্দ

Ο খ) 

ক্রন্দন

Ο গ) 

দান

Ο ঘ) 

উল্লাস


  
সঠিক উত্তর: (খ)

 

17

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কলকাতার কোন বাংলা স্কুলে পড়তেন?

 

Ο ক) 

সোমপুর

Ο খ) 

রাজাপুর

Ο গ) 

খিদিরপুর

Ο ঘ) 

মধুপুর


  
সঠিক উত্তর: (গ)

 

18

কোন কাজটি করলে জীবনে জয় হবে?

 

Ο ক) 

যত্ন

Ο খ) 

অযত্ন

Ο গ) 

ভোগ

Ο ঘ) 

সঞ্চয়


  
সঠিক উত্তর: (ক)

 

19

'A Psalm of Life' কবিতাটি কে লিখেছেন?

 

Ο ক) 

William Wordsworth

Ο খ) 

William Shakespeare

Ο গ) 

Henry Wadsworth Longfellow

Ο ঘ) 

Somerset Maugham


  
সঠিক উত্তর: (গ)

 

20.

কোন বানানটি সঠিক?

 

Ο ক) 

কীর্তি

Ο খ) 

কির্তী

Ο গ) 

কীর্তী

Ο ঘ) 

কির্তি


  
সঠিক উত্তর: (ক)

ASSAM SEBA/SMEBA CLASS 10 BENGALI

QUESTIONS & ANSWERS

সেবা অসম দশম শ্রেনী বাংলা

প্রশ্ন এবং উত্তর

পাঠ : জীবন-সংগীত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

21.

জীবন সঙ্গীতকবিতার মূল প্রতিপাদ্য বিষয় হলো -
i.
ক্ষণস্থায়ী জীবনে সংগ্রামী হতে হবে
ii.
মহাজ্ঞানী ও মহান ব্যক্তিদের পথ অনুসরণ করে বরণীয় হতে হবে
iii.
লক্ষ্য স্থির করেই কর্তব্যকর্ম করতে হবে
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (ঘ)

 

22.

জীব করো না ক্রন্দন।’ - এখানে জীবহলো -

 

Ο ক) 

প্রাণী

Ο খ) 

মানুষ

Ο গ) 

পশুপাখি

Ο ঘ) 

পুরুষ


  
সঠিক উত্তর: (খ)

 

23.

জীবাত্মা কী নয়?

 

Ο ক) 

অনিত্য

Ο খ) 

নিত্য

Ο গ) 

ধ্রুব

Ο ঘ) 

পরিবর্তনীয়


  
সঠিক উত্তর: (ক)

 

24.

জগতে দুর্লভ কী?

 

Ο ক) 

জীবাত্মা

Ο খ) 

শৈবাল

Ο গ) 

প্রাণ

Ο ঘ) 

মহিমা


  
সঠিক উত্তর: (ঘ)

 

25.

আকিঞ্চনশব্দের ঞ্চকোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?

 

Ο ক) 

ঞ + চ

Ο খ) 

ণ + চ + ব

Ο গ) 

ঞ + চ + ব

Ο ঘ) 

ণ + ঞ + চ


  
সঠিক উত্তর: (ক)

 

26.

কাদের পথ অনুসরণ করতে হবে?

 

Ο ক) 

সাধারণ মানুষের

Ο খ) 

আশাবাদী মানুষের

Ο গ) 

সম্পদশালী মানুষের

Ο ঘ) 

মহাজ্ঞানী মহাজনের


  
সঠিক উত্তর: (ঘ)

 

27

মানব-জনম সার, এমন পাবে না আর’ - উদ্ধৃত চরণটির পরের চরণ কোনটি?

 

Ο ক) 

ওহে জীব করো আকিঞ্চন

Ο খ) 

বাহ্যদৃশ্যে ভুলো না রে মন

Ο গ) 

কর যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়

Ο ঘ) 

দিন যায় ক্ষণ যায়, সময় কাহারো নয়


  
সঠিক উত্তর: (খ)

 

28.

সকলি ঘুচায় কী?

 

Ο ক) 

বন

Ο খ) 

নীর

Ο গ) 

কাল

Ο ঘ) 

পণ


  
সঠিক উত্তর: (গ)

 

29.

কবি সংসারকে সমরাঙ্গন বলেছেন কারণ এখানে মানুষকে -
i.
নিত্য নিজ কাজ করে যেতে হয়
ii.
প্রতিকূলতার মুখোমুখি হতে হয়
iii.
অবধারিতভাবেই মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (ক)

 

30.

জীবন সঙ্গীতকবিতায় কবি সংসারে কী সাজার কথা বলেছেন?

 

Ο ক) 

সংসারী

Ο খ) 

বৈরাগী

Ο গ) 

জ্ঞানী

Ο ঘ) 

মহান


  
সঠিক উত্তর: (ক)

 

31.

জীবন সঙ্গীত কবিতায় কবি কীভাবে মানুষকে পৃথিবীতে বেঁচে থাকতে বলেছেন?

 

Ο ক) 

ভীরুর মতো

Ο খ) 

স্বার্থপরের মতো

Ο গ) 

সাহসী যোদ্ধার মতো

Ο ঘ) 

আত্মচিন্তায় মগ্ন থেকে


  
সঠিক উত্তর: (গ)

 

32.

সমরাঙ্গনবলতে কী বোঝায়?

 

Ο ক) 

যুদ্ধক্ষেত্র

Ο খ) 

বাড়ির উঠান

Ο গ) 

সুন্দর বারান্দা

Ο ঘ) 

কর্মক্ষেত্র


  
সঠিক উত্তর: (ক)

 

33.

মহিমাশব্দটির অর্থ কী?

 

Ο ক) 

গৌরব

Ο খ) 

মহৎ

Ο গ) 

মহান

Ο ঘ) 

গর্বিত


  
সঠিক উত্তর: (ক)

 

34.

সঠিক বানান কোনটি?

 

Ο ক) 

সকল্প

Ο খ) 

সঙ্খল

Ο গ) 

কঙ্কল্প

Ο ঘ) 

সংকল্প


  
সঠিক উত্তর: (ঘ)

 

35.

সম্মানের যোগ্যশব্দটিকে এক কথায় কী বলা যায়?

 

Ο ক) 

করণীয়

Ο খ) 

বরণীয়

Ο গ) 

স্মরণীয়

Ο ঘ) 

অনুসরণীয়


  
সঠিক উত্তর: (খ)

 

36.

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন কলেজ থেকে সিনিয়র স্কুল পরীক্ষায় উত্তীর্ণ হন?

 

Ο ক) 

বাংলা কলেজ

Ο খ) 

সংস্কৃত কলেজ

Ο গ) 

কলকাতা কলেজ

Ο ঘ) 

হিন্দু কলেজ


  
সঠিক উত্তর: (ঘ)

 

37.

আমরাও বরণীয় হতে পারব -
i.
মহাজ্ঞানী মহাজনের পথ লক্ষ করে
ii.
স্বীয় কীর্তি ধ্বজা ধরে
iii.
বাহ্যদৃশ্যে মন ভুলিযে
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (ক)

 

38.

ভবের উন্নতি হয় -
i.
সংসারে সংসারী কাজ করলে
ii.
নিত্য নিজ কাজ করলে
iii.
দুখের ফাঁস পড়লে
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (ক)

 

39.

জীবন সঙ্গীতকবিতায় কবি কোথায় পদাঙ্ক অঙ্কিত করে অমর হওয়ার আশা ব্যক্ত করেছেন?

 

Ο ক) 

সংসার সাগর তীরে

Ο খ) 

সমর-সাগর-তীরে

Ο গ) 

জীবন সাগর তীরে

Ο ঘ) 

সুখের সাগর তীরে


  
সঠিক উত্তর: (খ)

 

40.

জীবনের উদ্দেশ্য হলো -
i.
সংসারী হওয়া
ii.
নিত্য নিজ কাজ করা
iii.
ভবের উন্নতিতে কাজ করা
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (ঘ)

 

41.

বীর্যবানশব্দটি জীবন সঙ্গীতকবিতায় ব্যবহৃত হয়েছে -
i.
পরাক্রম অর্থে
ii.
পরাক্রমশালী অর্থে
iii.
শক্তিশালী অর্থে
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (খ)

 

42.

বৃথা জন্ম এ সংসারে’ - এই অংশটি দ্বারা মানবজীবনের কোন ভাবাবেগটি উঠে এসেছে?

 

Ο ক) 

হতাশা

Ο খ) 

আনন্দ

Ο গ) 

উল্লাস

Ο ঘ) 

নিরর্থকতা


  
সঠিক উত্তর: (ঘ)

 

43.

বলে জীব করো না ক্রন্দন উদ্ধৃত পঙক্তিতে জীববলতে কবি কী বুঝিয়েছেন?

 

Ο ক) 

মানুষ

Ο খ) 

সমস্ত প্রাণীকূল

Ο গ) 

পুরুষ

Ο ঘ) 

মানবী


  
সঠিক উত্তর: (ক)

 

44.

সহায় সম্বল বল, সকলি ঘুচায় কাল’ - এই পঙক্তিতে কালবলতে কবি কী বুঝিয়েছেন?

 

Ο ক) 

বার্ধক্যকে

Ο খ) 

মৃত্যুর পরের অবস্থাকে

Ο গ) 

নিকট ভবিষ্যতকে

Ο ঘ) 

অতীতকে


  
সঠিক উত্তর: (খ)

 

45.

দিন যায় -- যায়’, শূন্যস্থানে কোন শব্দটি বসবে?

 

Ο ক) 

সুখ

Ο খ) 

রাত

Ο গ) 

আলো

Ο ঘ) 

ক্ষণ


  
সঠিক উত্তর: (ঘ)

 

46.

কবি কাতর স্বরে কী বলতে নিষেধ করেছেন?

 

Ο ক) 

বৃথা জন্ম এ সংসারে

Ο খ) 

তুমি কার কে তোমার

Ο গ) 

এমন পাবে না আর

Ο ঘ) 

জীবাত্মা অনিত্য নয়


  
সঠিক উত্তর: (ক)

 

47.

সমর-সাগর-তীরে কী করে আমরা অমর হব?

 

Ο ক) 

যুদ্ধ করে

Ο খ) 

দান করে

Ο গ) 

জীবন বাজি রেখে

Ο ঘ) 

পদাঙ্ক অঙ্কিত করে


  
সঠিক উত্তর: (ঘ)

 

48.

জীবন সঙ্গীতকবিতায় মানুষকে সংসার সমরাঙ্গনে কীভাবে যুদ্ধ করার কথা বলেছেন?

 

Ο ক) 

সাহসের পথে

Ο খ) 

দৃঢ়পণে

Ο গ) 

সতর্কতার সাথে

Ο ঘ) 

পাষাণ হৃদয়ে


  
সঠিক উত্তর: (খ)

 

49.

চিরকাল দেহকে আঁকড়ে থাকতে পারে না কোনটি?

 

Ο ক) 

প্রেতাত্মা

Ο খ) 

মহাত্মা

Ο গ) 

জীবাত্মা

Ο ঘ) 

পরমাত্মা


  
সঠিক উত্তর: (গ)

 

50.

মানবগণকে কবি কোন জিনিসটি বৃথা ক্ষয় করতে নিষেধ করেছেন?

 

Ο ক) 

কথা

Ο খ) 

সুখ

Ο গ) 

সম্মান

Ο ঘ) 

জীবন

ASSAM SEBA/SMEBA CLASS 10 BENGALI

QUESTIONS & ANSWERS

সেবা অসম দশম শ্রেনী বাংলা

প্রশ্ন এবং উত্তর

পাঠ : জীবন-সংগীত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

  সঠিক উত্তর: (ঘ)

 

51.

জীবন সঙ্গীতকবিতাটি কোন ধরনের রচনা?

 

Ο ক) 

মৌলিক রচনা

Ο খ) 

নাটকে ব্যবহৃত সঙ্গীত

Ο গ) 

কবির আখ্যানকাব্যের অংশ

Ο ঘ) 

বিদেশি কবিতার ভাবানুবাদ


  
সঠিক উত্তর: (ঘ)

 

52.

জীবন সঙ্গীতকবিতাটির রচয়িতা কে?

 

Ο ক) 

রবীন্দ্রনাথ ঠাকুর

Ο খ) 

নির্মলেন্দু গুণ

Ο গ) 

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

Ο ঘ) 

আবু জাফর ওবায়দুল্লাহ


  
সঠিক উত্তর: (গ)

 

53.

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?

 

Ο ক) 

২৪শে মে, ১৯০১

Ο খ) 

২৪শে মে, ১৯০৩

Ο গ) 

২৬শে মে, ১৯০৫

Ο ঘ) 

২৬শে মে, ১৯০৭


  
সঠিক উত্তর: (খ)

 

54.

কবি প্রাতঃস্মরণীয়বলতে কাদেরকে বুঝিয়েছেন?

 

Ο ক) 

সকলের শ্রদ্ধা ও সম্মানের পাত্র

Ο খ) 

সকলের বিশ্বাসের পাত্র

Ο গ) 

সকলের নিন্দার পাত্র

Ο ঘ) 

সকলের অবজ্ঞা ও ঘৃণার পাত্র


  
সঠিক উত্তর: (ক)

 

55.

জীবন সঙ্গীতকবিতায় জীবনকে কিসের সাথে তুলনা করা হয়েছে?

 

Ο ক) 

নিশার স্বপন

Ο খ) 

রাত্রি জাগরণ

Ο গ) 

বেদনার ক্রন্দন

Ο ঘ) 

সকল কর্ম


  
সঠিক উত্তর: (ক)

 

56.

ভবের উন্নতির জন্য করা উচিত -
i.
সংসারী হওয়া
ii.
দুঃখ ভুলে থাকা
iii.
প্রতিদিন নিজের কাজ করা
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (গ)

 

57.

আকিঞ্চনশব্দটি জীবন সঙ্গীতকবিতায় ব্যবহৃত হযেছে -
i.
দীনতা অর্থে
ii.
অভিলাষ অর্থে
iii.
চেষ্টা অর্থে
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (খ)

 

58.

যা চিরকালের নয়’ - এক কথায় কী হবে?

 

Ο ক) 

নিত্য

Ο খ) 

অনিত্য

Ο গ) 

সত্য

Ο ঘ) 

চিরকালীন


  
সঠিক উত্তর: (খ)

 

59.

কোন চিহ্ন লক্ষ করে কেউ একজন যশোদ্ধারে আসবে?

 

Ο ক) 

সুখ চিহ্ন

Ο খ) 

দুঃখ চিহ্ন

Ο গ) 

বিজয় চিহ্ন

Ο ঘ) 

পদাঙ্ক চিহ্ন


  
সঠিক উত্তর: (ঘ)

 

60.

বীর্যবানঅর্থ কী?

 

Ο ক) 

সাহসী

Ο খ) 

বুদ্ধিমান

Ο গ) 

শক্তিমান

Ο ঘ) 

ধৈর্যশীল


  
সঠিক উত্তর: (গ)

 

61.

মানবকোন শ্রেণির পদ?

 

Ο ক) 

তদ্ভব

Ο খ) 

তৎসম

Ο গ) 

দেশি

Ο ঘ) 

অর্ধ-তৎসম


  
সঠিক উত্তর: (খ)

 

62.

আশশব্দের সমার্থক কোনটি?

 

Ο ক) 

আশা

Ο খ) 

তন্তু

Ο গ) 

স্বপ্ন

Ο ঘ) 

অনুরাগ


  
সঠিক উত্তর: (ক)

 

63.

জীবন সঙ্গীতকবিতায় মানুষের জীবনের আয়ুকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?

 

Ο ক) 

কচুপাতার পানি

Ο খ) 

শৈবারের নীর

Ο গ) 

বিদ্যুৎ তরঙ্গ

Ο ঘ) 

পুঁটি মাছের প্রাণ


  
সঠিক উত্তর: (খ)

 

64.

জীবন সঙ্গীতকবিতায় কবি হেমচন্দ্র কোনটিকে জীবনের উদ্দেশ্য নয় বলে মত প্রকাশ করেছেন?

 

Ο ক) 

সংসারী হওয়া

Ο খ) 

সুখের আশা করা

Ο গ) 

মনীষীদের অনুসরণ করা

Ο ঘ) 

বরণীয় হওয়ার চেষ্টা করা


  
সঠিক উত্তর: (খ)

 

65.

মানব-জন্ম কেমন?

 

Ο ক) 

মূল্যহীন

Ο খ) 

মূল্যবান

Ο গ) 

ক্ষণস্থায়ী

Ο ঘ) 

মহান


  
সঠিক উত্তর: (গ)

 

66.

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের গ্রামের নাম কী?

 

Ο ক) 

চুরুলিয়া

Ο খ) 

তাম্বুলখানা

Ο গ) 

কাঁঠালপাড়া

Ο ঘ) 

গুলিটা রাজবল্লভহাট


  
সঠিক উত্তর: (ঘ)

 

67.

জগতেরবা সংসারেরশব্দের পরিপূরক হিসেবে কোনটি ব্যবহার করা হয়?

 

Ο ক) 

বিধির

Ο খ) 

দৈবের

Ο গ) 

ভবের

Ο ঘ) 

অমরার


  
সঠিক উত্তর: (গ)

 

68.

জীবন সঙ্গীতএকটি -
i.
অনুবাদমূলক কবিতা
ii.
নীতিশিক্ষামূলক কবিতা
iii.
ভাবানুবাদমূলক কবিতা
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (ঘ)

 

69.

জীবন সঙ্গীতকবিতার আলোকে এ পৃথিবীকে বলা ঠিক হবে না -
i.
স্বপ্নের জগৎ
ii.
মায়ার জগৎ
iii.
সফলতার জগৎ
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (ক)

 

70.

জীবনের উদ্দেশ্য নয় -
i.
সুখের আশা করে
ii.
দুঃখের ফাঁসি পরা
iii.
মনকে ভুলিয়ে রাখা
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (ক)

 

71.

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আয়ুকে কিসের সাথে তুলনা করেছেন?

 

Ο ক) 

নদীর জল

Ο খ) 

পুকুরের জল

Ο গ) 

শৈবালের জল

Ο ঘ) 

ফটিক জল


  
সঠিক উত্তর: (গ)

 

72.

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন?

 

Ο ক) 

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

Ο খ) 

কলকাতা বিশ্ববিদ্যালয়

Ο গ) 

যাদবপুর বিশ্ববিদ্যালয়

Ο ঘ) 

জওহারলাল নেহেরু বিশ্ববিদ্যালয়


  
সঠিক উত্তর: (খ)

 

73.

মহিমাশব্দের অর্থ কোনটি?

 

Ο ক) 

মহৎ

Ο খ) 

গুরুত্বপূর্ণ

Ο গ) 

অহংকারী

Ο ঘ) 

গৌরব


  
সঠিক উত্তর: (ঘ)

 

74.

জীবনের উদ্দেশ্য কোনটি?

 

Ο ক) 

নিজের উন্নতি

Ο খ) 

জীবনের উন্নতি

Ο গ) 

সমাজের উন্নতি

Ο ঘ) 

ভবের উন্নতি


  
সঠিক উত্তর: (ঘ)

 

75.

বরণীয় বলতে বোঝায় -
i.
বিখ্যাত ব্যক্তিত্ব
ii.
সম্মানের অযোগ্য
iii.
সম্মানের যোগ্য
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (গ)

 

76.

জীবন সঙ্গীতকবিতায় কবি হেমচন্দ্র কোন কালের প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন?

 

Ο ক) 

অতীত

Ο খ) 

বর্তমান

Ο গ) 

ভবিষ্যৎ

Ο ঘ) 

নিত্যবৃত্ত অতীত


  
সঠিক উত্তর: (খ)

 

77.

কবি দৃঢ়পণে যুদ্ধ করতে বলেছেন -
i.
সংসারে
ii.
সমরাঙ্গনে
iii.
শত্রুর সাথে
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (ক)

 

78.

মহাজ্ঞানী মহাজন, যে পথে করে গমন’ - চরণটির মর্মকথা হলো জীবনচলার পথে -
i.
কীর্তিমানেরা যে পথ অনুসরণ করেছেন
ii.
মহাজ্ঞানী মহাজনেরা যে পথে তীর্থে গিয়েছেন
iii.
সফল ব্যক্তিগর্ব যে আদর্শ অনুসরণ করেছেন
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (গ)

 

79.

ভবের উন্নতি করবার জন্য অপরিহার্য -
i.
সংসারে সংসারী সাজ ধারণ করা
ii.
নিত্য নিজ কাজ করা
iii.
সুখের আশা করা
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (ক)

 

80.

জীবন সঙ্গীতকবিতাটির রচয়িতা -

 

Ο ক) 

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

Ο খ) 

সুনীল গঙ্গোপাধ্যায়

Ο গ) 

রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

Ο ঘ) 

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়


  
সঠিক উত্তর: (ক)

ASSAM SEBA/SMEBA CLASS 10 BENGALI

QUESTIONS & ANSWERS

সেবা অসম দশম শ্রেনী বাংলা

প্রশ্ন এবং উত্তর

পাঠ : জীবন-সংগীত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

81.

কোনটি শৈবারের নীর?

 

Ο ক) 

আয়ু

Ο খ) 

সম্পদ

Ο গ) 

বায়ু

Ο ঘ) 

সুখ


  
সঠিক উত্তর: (ক)

 

82.

জীবন সঙ্গীতকবিতাটি কোন কবিতার অনুবাদ?

 

Ο ক) 

A Psalm of Life

Ο খ) 

A Pleasure of Life

Ο গ) 

Diamond Doll

Ο ঘ) 

The Sand's of Dee


  
সঠিক উত্তর: (ক)

 

83.

পৃথিবীতে প্রাতঃস্মরণীয় হয়ে আছেন -

 

Ο ক) 

মহাজ্ঞানী মহাজনেরা

Ο খ) 

বৈরাগী মানুষেরা

Ο গ) 

বাস্তববাদী মানুষেরা

Ο ঘ) 

সংসারী মানুষেরা


  
সঠিক উত্তর: (ক)

 

84.

পদাঙ্কশব্দের সঠিক বিশ্লেষণ কোনটি?

 

Ο ক) 

পদা + অঙ্ক = পদাঙ্ক

Ο খ) 

পদ + অঙ্ক = পদাঙ্ক

Ο গ) 

পদ + ঙ্ক = পদাঙ্ক

Ο ঘ) 

পদা + ঙ্ক = পদাঙ্ক


  
সঠিক উত্তর: (খ)

 

86.

শৈবালবলতে কী বোঝ?

 

Ο ক) 

কচুরিপানা

Ο খ) 

শেওলা

Ο গ) 

ছোট ঘাস

Ο ঘ) 

পানির ময়লা


  
সঠিক উত্তর: (খ)

 

87.

আমাদের জীবন কেবল নিছক কী নয়?

 

Ο ক) 

সুখ

Ο খ) 

স্থির

Ο গ) 

দুঃখ

Ο ঘ) 

স্বপ্ন


  
সঠিক উত্তর: (ঘ)

 

88.

জীবন সঙ্গীতকবিতাটি শিক্ষা দেয় -
i.
পরোপকারের
ii.
আত্মোপলব্ধির
iii.
আত্মশুদ্ধির
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (ক)

 

89.

ধ্বজাশব্দের সমার্থক কোনগুলো?

 

Ο ক) 

পতাকা, নিশান

Ο খ) 

প্রভাকর, দিবাকর

Ο গ) 

কল্লোল, তরঙ্গ

Ο ঘ) 

জলদ, বারিদ


  
সঠিক উত্তর: (ক)

 

90.

বৃত্রসংহারকী জাতীয় রচনা?

 

Ο ক) 

গীতিকাব্য

Ο খ) 

কাহিনীকাব্য

Ο গ) 

পত্রকাব্য

Ο ঘ) 

মহাকাব্য


  
সঠিক উত্তর: (ঘ)

 

91.

এ সংসারে মানুষের জন্ম বৃথা নয়; কারণ -
i.
মানুষের জীবনের সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে
ii.
মানুষের জীবন পদ্মপাতার শিশির বিন্দু নয়
iii.
মানুষের জন্মের গূঢ় তাৎপর্য বিদ্যমান
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (গ)

 

92.

নিচের কোন বিষয়টির সাথে সাদৃশ্য থাকার কারণে কবি আয়ুকে শৈবালের নীর বলেছেন?

 

Ο ক) 

স্থায়িত্বতা

Ο খ) 

নিরর্থকতা

Ο গ) 

ক্ষুদ্রতা

Ο ঘ) 

বিশালতা


  
সঠিক উত্তর: (ক)

 

93.

চিন্তাতরাঙ্গিনীকী ধরনের রচনা?

 

Ο ক) 

নাটক

Ο খ) 

গল্পগ্রন্থ

Ο গ) 

কাব্যগ্রন্থ

Ο ঘ) 

প্রহসন


  
সঠিক উত্তর: (গ)

 

94.

জীবন সঙ্গীতকবিতায় চিত্রিত হয়েছে -
i.
বাংলার কথা
ii.
মানুষের কথা
iii.
জীবনের কথা
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (খ)

 

95.

নিচের কোন বিষয়টিকে মানুষ কখনোই নিয়ন্ত্রন করতে পারে না?

 

Ο ক) 

জীবনকে

Ο খ) 

সংসারকে

Ο গ) 

কর্মকে

Ο ঘ) 

সময়কে


  
সঠিক উত্তর: (ঘ)

 

96.

জীবন সঙ্গীতকবিতাটি কোন ভাষা থেকে অনূদিত?

 

Ο ক) 

ইংরেজি

Ο খ) 

ফরাসি

Ο গ) 

ফারসি

Ο ঘ) 

ইতালীয়


  
সঠিক উত্তর: (ক)

 

97.

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কাব্যগ্রন্থ হলো -
i.
বীরবাহু
ii.
আশাকানন
iii.
ছায়াময়ী
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (ঘ)

 

98.

অনিত্যমানে -
i.
চিরস্থায়ী
ii.
অস্থায়ী
iii.
ক্ষণস্থায়ী
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (খ)

 

99.

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল কেন?

 

Ο ক) 

আর্থিক সংকটের জন্য

Ο খ) 

দুষ্টুমির জন্য

Ο গ) 

অমনোযোগিতার জন্য

Ο ঘ) 

অনিচ্ছার জন্য


  
সঠিক উত্তর: (ক)

 

100.

কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন -
i.
মাইকেল মধুসূদন দত্তের পূর্বের খ্যাতনামা কাব্য রচয়িতা
ii.
মহাকাব্য রচয়িতা
iii.
মাইকেল মধুসূদন দত্তের পরের খ্যাতনামা কাব্য রচয়িতা
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

iii


  
সঠিক উত্তর: (খ)

ASSAM SEBA/SMEBA CLASS 10 BENGALI

QUESTIONS & ANSWERS

সেবা অসম দশম শ্রেনী বাংলা

প্রশ্ন এবং উত্তর

পাঠ : জীবন-সংগীত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

101.

জীবন সঙ্গীতকবিতার শেষ চরণ কোনটি?

 

Ο ক) 

আমরাও হব হে অমর

Ο খ) 

যশোদ্বারে আসিবে সত্বর

Ο গ) 

রত হয়ে নিজ নিজ কাজে

Ο ঘ) 

সংসার-সমরাঙ্গনে মাঝে


  
সঠিক উত্তর: (গ)

 

102.

মহিমাশব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত?

 

Ο ক) 

সন্ধির

Ο খ) 

প্রকৃতি-প্রত্যয়ের

Ο গ) 

সমাসের

Ο ঘ) 

উপসর্গের


  
সঠিক উত্তর: (খ)

 

103.

জীবন সঙ্গীতকবিতায় কবি কেমন স্বরে বলতে নিষেধ করেছেন?

 

Ο ক) 

মৃদু স্বরে

Ο খ) 

কঠিন স্বরে

Ο গ) 

কাতর স্বরে

Ο ঘ) 

উগ্র স্বরে


  
সঠিক উত্তর: (গ)

 

104.

বৃথা জন্ম এ সংসারে’ - এর পরের অংশ কোনটি?

 

Ο ক) 

তুমি কার কে তোমার

Ο খ) 

এমন পাবে না আর

Ο গ) 

এ জীবন নিশার স্বপন

Ο ঘ) 

বলো না কাতর স্বরে


  
সঠিক উত্তর: (গ)

 

105.

জীবন সঙ্গীতকবিতায় সংসার-সাগর-তীরেবলতে কবি বুঝিয়েছেন -
i.
সংসারক্ষেত্রকে
ii.
মর্ত্যকে
iii.
যুদ্ধক্ষেত্রকে
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (ক)

 

106.

মহিমাই জগতে দুর্লভ’ - এ বাক্যে প্রকাশিত হয়েছে -
i.
জগতে মাহাত্ম্য লাভ বড় কঠিন
ii.
গৌরব জগতে বড় মহামূল্য জিনিস
iii.
জগতে মহিমা দুষ্প্রাপ্য
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (ক)

 

107.

জীবন সঙ্গীতকবিতায় ব্যবহৃত মনোহরশব্দটি গঠিত হয়েছে -
i.
সন্ধির নিয়মে
ii.
প্রত্যয়ের নিয়মে
iii.
বিসর্গ সন্ধির নিয়মে
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (গ)

 

108.

কবি বাহ্যদৃশ্যে ভুলতে নিষেধ করেছেন, কেননা -
i.
মানবজীবন তাৎপর্যময়
ii.
মানবজবিন একবারই ধারণ করা যায়
iii.
মানবজীবনে উপভোগ-ভোগের অনেক কিছু রয়েছে
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (ক)

 

109.

জীবন পুষ্পশয্যা নয়’ - উক্তিটির ভাবের সাথে তোমার পঠিত কোন কবিতার ভাবের সাদৃশ্য রয়েছে?

 

Ο ক) 

কপোতাক্ষ নদ

Ο খ) 

প্রাণ

Ο গ) 

আমার সন্তান

Ο ঘ) 

জীবন সঙ্গীত


  
সঠিক উত্তর: (ঘ)

 

110.

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কী?

 

Ο ক) 

কৈলাশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

Ο খ) 

মুখচন্দ্র বন্দ্যোপাধ্যায়

Ο গ) 

জ্ঞানচন্দ্র বন্দ্যোপাধ্যায়

Ο ঘ) 

রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়


  
সঠিক উত্তর: (ক)

 

111.

কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিসের আশা করতে নিষেধ করেছেন?

 

Ο ক) 

সুখের

Ο খ) 

দুঃখের

Ο গ) 

আনন্দের

Ο ঘ) 

বিরহের


  
সঠিক উত্তর: (ক)

 

112.

দারাশব্দের অর্থ কী?

 

Ο ক) 

পুত্র

Ο খ) 

কন্যা

Ο গ) 

স্বামী

Ο ঘ) 

স্ত্রী


  
সঠিক উত্তর: (ঘ)

 

113.

জীবন সঙ্গীতকবিতাকে সমর্থন করে কোন শব্দটি?

 

Ο ক) 

আদর্শবান

Ο খ) 

কর্মনিষ্ঠতা

Ο গ) 

বলিষ্ঠতা

Ο ঘ) 

পরশ্রীকাতরতা


  
সঠিক উত্তর: (খ)

 

114.

জীবন সঙ্গীতকবিতাটি কোন কবির ইংরেজি কবিতার বাংলা অনুবাদ?

 

Ο ক) 

শেকসপিয়ার

Ο খ) 

বায়রন

Ο গ) 

টি এস এলিয়ট

Ο ঘ) 

হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো


  
সঠিক উত্তর: (ঘ)

 

115.

জীবন সঙ্গীতকবিতায় কোন জিনিসটিকে কবি মিথ্যা বা অসার বলে মনে করেছেন?

 

Ο ক) 

স্বপন

Ο খ) 

সংকল্প

Ο গ) 

ধ্বজা

Ο ঘ) 

মহিমা


  
সঠিক উত্তর: (ক)

 

116.

পরিবার বলতে বোঝায় -
i.
স্ত্রী
ii.
পুত্র-কন্যা
iii.
পিতামাতা
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (ঘ)

 

117.

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?

 

Ο ক) 

১৫ই এপ্রিল, ১৮৩৪

Ο খ) 

১৭ই এপ্রিল, ১৮৩৮

Ο গ) 

১৯শে এপ্রিল, ১৯৪২

Ο ঘ) 

২১শে এপ্রিল, ১৯৪৬


  
সঠিক উত্তর: (খ)

 

118.

জীবাত্মা অনিত্য নয়’ - এর পরের লাইন কোনটি?

 

Ο ক) 

ওহে জীব কর আকিঞ্চন

Ο খ) 

জীবনের উদ্দেশ্য তা নয়

Ο গ) 

বেগে ধায় নাহি রহে স্থির

Ο ঘ) 

ভয়ে ভীত হইও না মানব


  
সঠিক উত্তর: (ক)

 

119.

বীরবাহুকাব্যের রচয়িতা কে?

 

Ο ক) 

মাইকেল মধুসূদন দত্ত

Ο খ) 

রবীন্দ্রনাথ ঠাকুর

Ο গ) 

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

Ο ঘ) 

নবীনচন্দ্র সেন


  
সঠিক উত্তর: (গ)

 

120.

জীবন সঙ্গীতকবিতায় কবি মানুষের মনকে ভুলতে নিষেধ করেছেন -

 

Ο ক) 

রঙের খেলায়

Ο খ) 

বাহ্যদৃশ্যে

Ο গ) 

ভবের মায়ায়

Ο ঘ) 

সংসারের মোহে


  
সঠিক উত্তর: (খ)

 

121.

জীবন সঙ্গীতকবিতায় যশোদ্ধারবলতে কবি বুঝিয়েছেন -
i.
গৌরবের মুহূর্ত
ii.
মৃত্যুক্ষণ
iii.
প্রাতঃস্মরণীয় হওয়ার ক্ষণ
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (গ)

 

122.

মানুষের মৃত্যু হলো -

 

Ο ক) 

অনিবার্য

Ο খ) 

নিবার্য

Ο গ) 

সম্ভাবী

Ο ঘ) 

প্রতিরোধী


  
সঠিক উত্তর: (ক)

 

123.

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন?

 

Ο ক) 

বর্ধমান

Ο খ) 

কলকাতা

Ο গ) 

হুগলি

Ο ঘ) 

মেদিনীপুর


  
সঠিক উত্তর: (গ)

 

124.

কবি হেমচন্দ্রের নিকট অন্ধকার বলে প্রতিভাত হয়েছে কোনটি?

 

Ο ক) 

অতীত

Ο খ) 

বর্তমান

Ο গ) 

ভবিষ্যৎ

Ο ঘ) 

জীবন


  
সঠিক উত্তর: (গ)

 

125.

কর্মজীবনে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নিয়োজিত ছিলেন -
i.
সরকারি চাকরিতে
ii.
স্কুল শিক্ষকতায়
iii.
আইন ব্যবসায়
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (ঘ)

ASSAM SEBA/SMEBA CLASS 10 BENGALI

QUESTIONS & ANSWERS

সেবা অসম দশম শ্রেনী বাংলা

প্রশ্ন এবং উত্তর

পাঠ : জীবন-সংগীত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

126.

মানুষ কীভাবে কাতর হয়?
i.
লক্ষ্য অর্জন করে
ii.
চিন্তা করে
iii.
অতীত সুখের কথা ভেবে
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (খ)

 

127.

বৈরাগ্যের সাথে সাদৃশ্য রয়েছে -

 

Ο ক) 

আলেমদের

Ο খ) 

মূর্খদের

Ο গ) 

বাউলদের

Ο ঘ) 

শিল্পীদের


  
সঠিক উত্তর: (গ)

 

128.

কবি হেমচন্দ্র নির্ভর করতে নিষেধ করেছেন -
i.
অতীতে
ii.
বর্তমানে
iii.
ভবিষ্যতে
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (গ)

 

129.

জীবাত্মাশব্দটির অর্থ কী?

 

Ο ক) 

আত্মার জীবন

Ο খ) 

মানুষের আত্মা

Ο গ) 

জীব ও আত্মা

Ο ঘ) 

পরম আত্মা


  
সঠিক উত্তর: (খ)

 

130.

নিশার স্বপনবলতে কবি কী বুঝিয়েছেন?

 

Ο ক) 

রাতের স্বপ্নের মতোই ভয়ংকর

Ο খ) 

রাতের স্বপ্নের মতোই মধুময়

Ο গ) 

রাতের স্বপ্নের মতোই মিথ্যা

Ο ঘ) 

রাতের স্বপ্নের মতোই আকাঙ্ক্ষিত


  
সঠিক উত্তর: (গ)

 

131.

বৈরাগ্যদ্বারা বোঝানো হয়েছে -

 

Ο ক) 

সংসারমুখী

Ο খ) 

সংসারভোগী

Ο গ) 

সংসারত্যাগী

Ο ঘ) 

সংসারপ্রেমী


  
সঠিক উত্তর: (গ)

 

132.

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে স্নাতক ডিগ্রি লাভ করেন?

 

Ο ক) 

১৮৫৩

Ο খ) 

১৮৫৫

Ο গ) 

১৮৫৭

Ο ঘ) 

১৮৫৯


  
সঠিক উত্তর: (ঘ)

 

133.

জগতে দুর্লভ কোনটি?

 

Ο ক) 

সম্পদ

Ο খ) 

সুখ

Ο গ) 

দুঃখ

Ο ঘ) 

মহিমা


  
সঠিক উত্তর: (ঘ)

 

134.

দ্রুত বেগে চলে যায় -
i.
দিনক্ষণ
ii.
সময়
iii.
সুখের আশা
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (ক)

 

135.

কবি হেমচন্দ্র মানুষের জীবনকে কীসের সাথে তুলনা করেছেন?

 

Ο ক) 

কুসুমিত কানন

Ο খ) 

সমরাঙ্গন

Ο গ) 

পুষ্পশয্যা

Ο ঘ) 

মেঠো পথ


  
সঠিক উত্তর: (খ)

 

136.

মহাজনশব্দের ব্যাসবাক্য কী?

 

Ο ক) 

মহৎ যে জন

Ο খ) 

মহান জন

Ο গ) 

মহান যে জন

Ο ঘ) 

মহতী যে জন


  
সঠিক উত্তর: (গ)

 

137.

নীরশব্দের অর্থ কোনটি?

 

Ο ক) 

ঘর

Ο খ) 

বাসা

Ο গ) 

পানি

Ο ঘ) 

নিরাপদ আশ্রয়


  
সঠিক উত্তর: (গ)

 

138.

কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বাহ্যদৃশ্যবলতে কী বুঝিয়েছেন?

 

Ο ক) 

বাইরের জগতের চাকচিক্যময় রূপ

Ο খ) 

বাইরের জগতের মলিন রূপ

Ο গ) 

রূপালি জগৎ

Ο ঘ) 

ধূলা-ময়লা আবর্জনা


  
সঠিক উত্তর: (ক)

 

139.

কবি সংসারে সমরাঙ্গনেবলতে কী বুঝিয়েছেন?

 

Ο ক) 

যুদ্ধক্ষেত্রকে

Ο খ) 

জীবনযুদ্ধকে

Ο গ) 

প্রতিরোধ যুদ্ধকে

Ο ঘ) 

অস্তিত্বকে


  
সঠিক উত্তর: (খ)

 

140.

কীসে মুক্তি নেই?

 

Ο ক) 

মিথ্যায়

Ο খ) 

সত্যে

Ο গ) 

বৈরাগ্যে

Ο ঘ) 

আশায়


  
সঠিক উত্তর: (গ)

 

141.

জীবন সঙ্গীতকবিতায় নিত্যশব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

 

Ο ক) 

প্রতি সপ্তাহ

Ο খ) 

প্রতিদিন

Ο গ) 

প্রতি মাস

Ο ঘ) 

প্রতি বছর


  
সঠিক উত্তর: (খ)

 

142.

কবি কী বলতে না করেছেন?

 

Ο ক) 

মানুষ মহীয়ান

Ο খ) 

সার্থক জন্ম এ সংসারে

Ο গ) 

বৃথা জন্ম এ সংসারে

Ο ঘ) 

মানুষ অমর


  
সঠিক উত্তর: (গ)

 

143.

জীবন সঙ্গীতকবিতায় সংসারে-সমরাঙ্গনে যুদ্ধের মাধ্যমে কবি প্রত্যাশা করেছেন -

 

Ο ক) 

উন্নতির

Ο খ) 

সুখের

Ο গ) 

মুক্তির

Ο ঘ) 

প্রতিশোধের


  
সঠিক উত্তর: (গ)

 

144.

কবির দৃষ্টিতে, কাল ঘোচায় -
i.
সহায়
ii.
সম্পদ
iii.
বল
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (ঘ)

 

145.

সহায় সম্পদকে ঘুচিয়ে দেয় -

 

Ο ক) 

মানুষ

Ο খ) 

সংসার

Ο গ) 

কাল

Ο ঘ) 

অশান্তি


  
সঠিক উত্তর: (গ)

 

146.

সময় সম্পর্কে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় - এর উপলব্ধি -
i.
এটি কারো নয়
ii.
নিজ বেগে ধাবমান
iii.
নিয়ন্ত্রণ অসাধ্য
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (ঘ)

 

147.

জীবন সঙ্গীতকবিতায় প্রাণের মায়া ত্যাগ করে গৌরব লাভের জন্য কবি কাদের প্রতি আহবান করেছেন?

 

Ο ক) 

ভীরুদের

Ο খ) 

বীর্যবানদের

Ο গ) 

ছাত্রদের

Ο ঘ) 

ধ্যানীদের


  
সঠিক উত্তর: (খ)

 

148.

কবি ভবিষ্যতের ওপর কী কমানোর কথা বলেছেন?

 

Ο ক) 

বিশ্বাস

Ο খ) 

আস্থা

Ο গ) 

নির্ভরতা

Ο ঘ) 

ভরসা


  
সঠিক উত্তর: (গ)

 

149.

যুদ্ধক্ষেত্রে সৈনিকরা কেমন প্রকৃতির হয়?

 

Ο ক) 

সাহসী

Ο খ) 

দুর্বল

Ο গ) 

ভীতু

Ο ঘ) 

আন্তরিক


  
সঠিক উত্তর: (ক)

 

150.

জীবন সঙ্গীতকবিতায় এ জবিন কিসের স্বপন?

 

Ο ক) 

উষার

Ο খ) 

দিবা

Ο গ) 

ভুলের

Ο ঘ) 

নিশার


  
সঠিক উত্তর: (ঘ)

 

151.

জীবন সঙ্গীতকবিতায় কবি কোনটি সাধন করতে বলেছেন?

 

Ο ক) 

সংকল্প

Ο খ) 

মহত্তর কর্ম

Ο গ) 

শিল্পকর্ম

Ο ঘ) 

অন্যের কল্যাণ


  
সঠিক উত্তর: (ক)

 

152.

কবি হেমচন্দ্র কোন বিশেষ ভাবনায় মানবজাতিকে ক্রন্দন করতে নিষেধ করেছেন?

 

Ο ক) 

জীবনের নিরর্থকতার ভাবনায়

Ο খ) 

মৃত্যুর অনিবার্যতার ভাবনায়

Ο গ) 

আধ্যাত্মবাদের ভাবনায়

Ο ঘ) 

রহস্যময় মহাজগতের ভাবনায়


  
সঠিক উত্তর: (ক)

 

153.

জীবনে সুখের আশা না করার কারণ -
i.
তা জীবনে দুঃখের ফাঁস হয়ে দেখা দেয়
ii.
মানবজীবনের উদ্দেশ্য তা নয়
iii.
সুখের আশা করলে প্রচুর পরিশ্রম করতে হয়
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (খ)

 

154.

এমন পাবে না আর’ - কী না পাওয়ার কথা বলা হয়েছে?

 

Ο ক) 

সুখী-জীবন

Ο খ) 

মানব-জনম

Ο গ) 

আনন্দের জীবন

Ο ঘ) 

জীবন সঙ্গী


  
সঠিক উত্তর: (খ)

 

155.

কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মতে অতীত কেমন দিন?

 

Ο ক) 

দুঃখের

Ο খ) 

আনন্দের

Ο গ) 

সুখের

Ο ঘ) 

গর্বের


  
সঠিক উত্তর: (গ)

 

156.

প্রাতঃস্মরণীয় হয়েছেন -
i.
মহাজ্ঞানী
ii.
মহাজন
iii.
সম্পদশালী
নিচের কোনটি সঠিক?

 

Ο ক) 

i ii

Ο খ) 

ii iii

Ο গ) 

i iii

Ο ঘ) 

i, ii iii


  
সঠিক উত্তর: (ক)

 

ASSAM SEBA/SMEBA CLASS 10 BENGALI

QUESTIONS & ANSWERS

সেবা অসম দশম শ্রেনী বাংলা

প্রশ্ন এবং উত্তর

পাঠ : জীবন-সংগীত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

 

নিচের প্রশ্নের উত্তর নিজে বের করো

১। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?

ক. মুর্শিদাবাদে খ. বিহারে

গ. হুগলিতে ঘ. চুরুলিয়ায়

২। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন?

ক. ঢাকা বিশ্ববিদ্যালয়

খ. কলকাতা বিশ্ববিদ্যালয়

গ. নালন্দা বিশ্ববিদ্যালয়

ঘ. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

৩। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম-মৃত্যু সাল হলো-

ক. ১৮০১-১৮৮৯ খ. ১৮৩৮-১৯০২

গ. ১৮৩৮-১৯০৩ ঘ. ১৮২৮-১৯০৩

৪। 'দারা' শব্দের আভিধানিক অর্থ কী?

ক. মাতা খ. দরজা

গ. মেয়ে ঘ. স্ত্রী

৫। A Psalm of life কবিতার ভাবানুবাদ কোনটি?

ক. জীবন-বন্দনা খ. জীবন সংসার

গ. জীবন সঙ্গীত ঘ. ক্ষণ জীবন

৬। আমাদের জীবন কিসের মতো ক্ষণস্থায়ী?

ক. ফুলের মতো

খ. আগাছার মতো

গ. কীটপতঙ্গের মতো

ঘ. শৈবালের শিশিরবিন্দুর মতো

৭। কোনটি হেমচন্দ্রের মহাকাব্য?

ক. বীরবাহু খ. বৃত্রসংহার

গ. ছায়াময়ী ঘ. মেঘনাদ বধ

৮। আমাদের জীবন কিসের স্বপন?

ক. দুঃস্বপন খ. দিবা স্বপন

গ. নিশার স্বপন ঘ. বাস্তব স্বপন

৯। মাইকেল মধুসূদনের পরবর্তীকালে সর্বাধিক খ্যাতিমান কবি কে ছিলেন?

ক. শামসুর রাহমান

খ. সত্যেন্দ্রনাথ দত্ত

গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

ঘ. সুকুমার রায়

১০। 'জীবন সঙ্গীত' কবিতা অনুযায়ী কিসে মুক্তি নেই?

ক. সংসারে খ. বৈরাগ্যে

গ. পরিবারে ঘ. সংগ্রামে

১১। 'অনিত্য' শব্দের আভিধানিক অর্থ হলো-

ক. অস্থায়ী খ. স্থায়ী

গ. চিরন্তন ঘ. শাশ্বত

১২। A Psalm of life কবিতাটি কোন কবির?

ক. উইলিয়াম ওয়ার্ডসওর্থ

খ. রবার্ট হেরিক

গ. হেনরি ওয়ার্ডসওর্থ

ঘ. উইলিয়াম শেঙ্পিয়ার

১৩। 'জীবন সঙ্গীত' কবিতায় কবি কী করতে নিষেধ করেছেন?

ক. হাসতে খ. ক্রন্দন করতে

গ. যুদ্ধ করতে ঘ. সংসার করতে

১৪। প্রসন্নকুমার সর্বাধিকারী কোন কলেজের অধ্যক্ষ ছিলেন?

ক. কলকাতা হিন্দু কলেজ

খ. কলকাতা সংস্কৃত কলেজ

গ. প্রেসিডেন্সি কলেজ

ঘ. জগন্নাথ কলেজ

১৫। কিসের অনুপ্রেরণায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 'বৃত্রসংহার' মহাকাব্য রচনা করেন?

ক. মাতৃপ্রেমের খ. ভাষাপ্রেমের

গ. প্রকৃতি প্রেমের ঘ. স্বদেশ প্রেমের

১৬। 'জীবন সঙ্গীত' কবিতায় জীবাত্মা হলো-

ক. অনিত্য খ. নিত্য

গ. আকিঞ্চন ঘ. আদিত্য

১৭। ভবের উন্নতির জন্য কী করতে বলা হয়েছে?

ক. নিজের কাজ খ. দুঃখবোধ

গ. সুখের আশা ঘ. স্বপ্ন দেখা

১৮। 'জীবন সঙ্গীত' কবিতায় মিথ্যা সুখের কল্পনা করলে কী হয়?

ক. দুঃখ কমে খ. দুঃখ বাড়ে

গ. সুখ বাড়ে ঘ. সুখ আসে

১৯। 'জীবন সঙ্গীত' কবিতার কোন বিষয়টিকে জীবনের উদ্দেশ্য বলে মনে করা হয় না?

ক. দুঃখের আশা খ. সুখের আশা

গ. মানবকল্যাণ ঘ. সংসার

২০। 'জীবন সঙ্গীত' কবিতার মধ্য দিয়ে কবি কোন দিকটি ফুটিয়ে তুলেছেন?

ক. মানবজীবনের গুরুত্ব

খ. সন্ন্যাস জীবন

গ. সময়ের গুরুত্ব

ঘ. মানুষের কর্তব্য

২১। 'সংসারে-সমরাঙ্গনে' বলতে বোঝানো হয়েছে-

ক. পরিবারের সদস্যদের সঙ্গে যুদ্ধ

খ. যুদ্ধ ক্ষেত্রে সংসারের কথা ভুলে না যাওয়া

গ. যুদ্ধ ক্ষেত্রের সৈনিকের মতো সংসারের দুঃখ-কষ্ট মোকাবিলা করা

ঘ. বৈরাগী জীবন গ্রহণ করা

২২। 'জীবন সঙ্গীত' কবিতার তাৎপর্য হিসেবে নিচের কোন উক্তিটি সমর্থনযোগ্য?

ক. মানবজন্ম অত্যন্ত মূল্যবান

খ. মানবজীবন অর্থহীন

গ. মুক্তিই একমাত্র কাম্য

ঘ. জীবনটা একটা রণক্ষেত্র

২৩। কিসের মাধ্যমে আমাদেরকে এই পৃথিবীতে বরণীয় হতে হবে?

ক. মহান ব্যক্তিদের পথ অনুসরণে

খ. সংসারী হওয়ার মাধ্যমে

গ. সংগ্রাম করে

ঘ. কাজ করে

২৪। 'জীবন সঙ্গীত' কবিতার উপজীব্য বিষয়গুলো হলো-

i. মানবকল্যাণ

ii. জীবনের গুরুত্ব

iii. বরণীয় জীবন

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. iii ঘ. i, ii iii

২৫। 'বরণীয়' শব্দের আভিধানিক অর্থ-

i. সম্মানের যোগ্য

ii. গ্রহণীয়

iii. বর্জনীয়

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. iii ঘ. i iii

২৬। 'সংকল্প করেছ যাহা' তারপর হবে-

i. পালন কর তাহা

ii. সাধন কর তাহা

iii. কাজ কর তাহা

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. iii ঘ.  ii iii

২৭। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কখন আর্থিক সংকটে পড়েন?

i. কলেজে পড়ার সময়

ii. স্কুলে পড়ার সময়

iii. চাকরিজীবনে

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. iii ঘ. ii iii

২৮। 'জীবন সঙ্গীত' কবিতায় 'সংসারে-সমরাঙ্গনে' শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে?

ক. দুইবার খ. চারবার

গ. পাঁচবার ঘ. ছয়বার

২৯। জগতে কারা প্রাতঃস্মরণীয় হয়ে আছেন?

i. মহাজ্ঞানী ii. মহান ব্যক্তি

iii. বৈরাগী

নিচের কোনটি সঠিক?

ক. ii খ. iii

গ. i iii ঘ. i ii

৩০। 'জীবন সঙ্গীত' কবিতায় যেভাবে যুদ্ধ করার ইঙ্গিত পাওয়া যায়-

i. সাহসের সাথে

ii. দৃঢ় পণে

iii. বীর্যবান হয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. iii ঘ. i iii

 

ASSAM SEBA/SMEBA CLASS 10 BENGALI

QUESTIONS & ANSWERS

সেবা অসম দশম শ্রেনী বাংলা

প্রশ্ন এবং উত্তর

পাঠ : জীবন-সংগীত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

 

DOWNLOAD PDF

**********************

Post a Comment

0 Comments