SEBA ASSAM QUIZ & MCQ ON SOCIAL SCIENCES SET - 2


ONLINE TEST / QUIZ ON SEBA ASSAM SOCIAL SCIENCES AND OTHERS

MCQ TYPE TEST FOR COMPETITIVE EXAMS

SET - 2

WELCOME TO

SMART  LEARNING  SERVICE

This page is created for your involvement. Participants are requested to try yourselves to enhance your knowledge and build your capacity in the subject Social Sciences under SEBA and others. So click on each link as given and check your own result.

 স্মার্ট লার্নিং সার্ভিসে স্বাগতম সবাইকে।

এই পেইজটি অভ্যাস করার জন্য রাখা হয়েছে। অংশগ্রহণকারীদের SEBA এর অধীনে  সামাজিক বিজ্ঞান ও এবং অন্যান্য বিষয়ের উপর নিজের জ্ঞান বাড়াতে এবং সক্ষমতা তৈরি করতে চেষ্টা করার জন্য অনুরোধ করা হচ্ছে। তাই প্রদত্ত প্রতিটি লিঙ্কে ক্লিক করুন এবং নিজের ফলাফল দেখুন। 

SET - 2

 

1. Q. সূর্য থেকে পৃথিবীর অবস্থান কত নম্বর ?





ANSWER= (C) তৃতীয় স্থানে।
Explain:-

 

2. সৌরজগতের সর্বাপেক্ষা বৃহৎ গ্রহটির নাম কী ?





ANSWER= (B) বৃহস্পতি
Explain:-

 

3. গ্রহাণুপুঞ্জ কোন্ দুটি গ্রহের মধ্যে দেখা যায় ?





ANSWER= (A) মঙ্গল ও বৃহস্পতি
Explain:-

 

4. পৃথিবীর যমজ কোন্ গ্রহকে বলা হয় ?





ANSWER= (D) শুক্র
Explain:-

 

5. সৌরজগতে কিছুদিনের জন্য হঠাৎ দেখা যায় এরূপ উজ্জ্বল বাষ্পপিণ্ডগুলো হল ______





ANSWER= (C) ধূমকেতু
Explain:-

 

6. পৃথিবীর আনুমানিক বয়স কত ?





ANSWER= (D) প্রায় 4500 নিযুত বৎসর।
Explain:-

 

7. পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে, কত সময় লাগে ?





ANSWER= (B) ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৫-৪৭ সেকেণ্ড সময় লাগে।
Explain:-

 

8. পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত ?





ANSWER= (C) ১৪৯,৫৯৭,৯০০ কি.মি. প্রায়।
Explain:-

 

9. পৃথিবী ঘণ্টায় কত বেগে সূর্যের চারদিকে ঘোরে ?





ANSWER= (A) ঘণ্টায় ১৬৭০ কি.মি. বেগে।
Explain:-

 

10. নিচের কোনটি শুক্র গ্রহ ও অন্যান্য গ্রহের মধ্যে একটি পার্থক্য?





ANSWER= (B) শুক্রগ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে।
Explain:-

 

11. কোন গ্রহের অপর দুটো নাম শুকতারা এবং সাঁজতারা?





ANSWER= (D) শুক্র
Explain:-

 

12. বৃহস্পতি গ্রহের আয়তন পৃথিবীর আয়তন অপেক্ষা কতগুণ বেশি ?





ANSWER= (C) ১৩১৭ গুণ।
Explain:-

 

13. কত সন পর্যন্ত প্লোটোকে নবম গ্রহ হিসেবে গণ্য করা হত ?





ANSWER= (A) ২০০৬ সনের আগস্ট মাস পর্যন্ত।
Explain:-

 

14. বহুসংখ্যক তারা কোনো একটি অঞ্চলে একত্রিত হয়ে থাকলে তাকে কি বলে?





ANSWER= (C) তারকা রাজ্য বলে
Explain:-

 

15. নিচের কোনটি ভারতবর্ষ থেকে উৎক্ষেপণ করা কৃত্রিম উপগ্রহ নয়?





ANSWER= (B) কসমস
Explain:-

 

16. গ্রহাণুপুঞ্জ কি ?





ANSWER= (D) কিছু সংখ্যক ছোট ছোট পদার্থের সমষ্টি।
Explain:-

 

17. সর্বপ্রথম কে দূরবীণ দিয়ে চন্দ্রকে পর্যবেক্ষণ করেন?





ANSWER= (A) গ্যালিলিও।
Explain:-

 

18. কত সনে মানব সর্বপ্রথম চন্দ্রে অবতরণ করে ?





ANSWER= (D) ১৯৬৯ সনের ২৯ শে জুলাই।
Explain:-

 

19. চন্দ্রে পদার্পণ করা প্রথম জন মানবের নাম কি ?





ANSWER= (B) নীল আর্মস্ট্রং।
Explain:-

 

20. বর্তমান সময় পর্যন্ত কতটি ধূমকেতুর বিষয়ে জানা গিয়েছে?





ANSWER= (C) প্রায় ৭৫০টি।
Explain:-

 

21. সূর্যের উপর অংশের উত্তাপ প্রায় __________ ডিগ্রী সেলসিয়াস।





ANSWER= (B) ৬০০০।
Explain:-

 

22. সূর্যের বয়স __________ কোটি বৎসরের কাছাকাছি।





ANSWER= (A) ৫০০।
Explain:-

 

23. সৌরজগতে গ্রহের সংখ্যা __________ টি।





ANSWER= (D) ৮ টি।
Explain:-

 

24. পৃথিবীর আনুমানিক বয়স প্রায় __________ বৎসর।





ANSWER= (A) ৪৫০০ নিযুত।
Explain:-

 

25. সূর্য একটি __________।





ANSWER= (C) নক্ষত্র
Explain:-

 

26. সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম __________ এবং ক্ষুদ্রতম গ্রহের নাম__________।





ANSWER= (D) বৃহস্পতি, বুধ।
Explain:-

 

27. ভারতের শ্রীহরিকোটা থেকে ছাড়া মহাকাশযানটির নাম __________।





ANSWER= (B) চন্দ্রায়ন-১
Explain:-

 

28. সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহটির নাম কি ?





ANSWER= (A) শনি
Explain:-

 

29. আকাশে হঠাৎ বেগে চলমান অবস্থাতে থাকা হঠাৎ জ্বলে ওঠা পদার্থের পিণ্ডগুলিই হল _________ ।





ANSWER= (D) উল্কা।
Explain:-

 

30. বৃহস্পতির উপগ্রহের সংখ্যা __________ ।





ANSWER= (B) ১৬ টি
Explain:-

 

31. শনির উপগ্রহের সংখ্যা ______________ ।





ANSWER= (C) ৩০ টি ।
Explain:-

 

32. কত তারিখে ভারতবর্ষ চন্দ্রায়ন -১ নামের মহাকাশযান চন্দ্রে প্রেরণ করে ?





ANSWER= (A) ২০০৮ সনের ২২ শে অক্টোবর।
Explain:-



CLICK ON THE GIVEN LINK BELOW

TO TEST YOURSELVES

MCQ TYPE TEST SET - 1

Visit Again

THANKS FOR YOUR PARTICIPATION

VISIT US at www.smartlearningservice.com

Post a Comment

0 Comments