MCQ / QUIZ ON SEBA ASSAM SOCIAL SCIENCES SET -3

SMART  LEARNING  SERVICE

ONLINE TEST / QUIZ ON SEBA ASSAM SOCIAL SCIENCES
MCQ TYPE TEST


WELCOME TO

SMART LEARNING SERVICE

 

This page is created for your involvement. Participants are requested to try yourselves to enhance your knowledge and build your capacity in the subject Social Sciences under SEBA and others. So click on each link as given and check your own result.

 

স্মার্ট লার্নিং সার্ভিসে স্বাগতম সবাইকে।

এই পেইজটি অভ্যাস করার জন্য রাখা হয়েছে। অংশগ্রহণকারীদের SEBA এর অধীনে  সামাজিক বিজ্ঞান ও এবং অন্যান্য বিষয়ের উপর নিজের জ্ঞান বাড়াতে এবং সক্ষমতা তৈরি করতে চেষ্টা করার জন্য অনুরোধ করা হচ্ছে। তাই প্রদত্ত প্রতিটি লিঙ্কে ক্লিক করুন এবং নিজের ফলাফল দেখুন।

SET - 3

 

1. Q. নিচে ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তিরেখা অতিক্রম করে নাই?





ANSWER= (A) পশ্চিমবঙ্গ ও অসম
Explain:-

 

2. কর্কটক্রান্তি রেখার মান কত?





ANSWER= (B) 23½° উত্তর অক্ষাংশ।
Explain:-

 

3. নিচের কোনটি তাপমণ্ডল নয়?





ANSWER= (C) বায়ু মণ্ডল।
Explain:-

 

4. বিষুবরেখার সমান্তরালে উত্তর ও দক্ষিণ দিকে কিছু সংখ্যক বৃত্তাকার রেখা কল্পনা করা হয়েছে। এই কাল্পনিক রেখাগুলোকে কি বলে?





ANSWER= (D) অক্ষরেখা বলে।
Explain:-

 

5. উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সংযোগকারী কাল্পনিক রেখাগুলোকে কি বলে?





ANSWER= (B) দ্রাঘিমা রেখা বলে।
Explain:-

 

6. নিচের কোন বাক্যটি শুদ্ধ?





ANSWER= (A) গ্রীষ্মমণ্ডলে সারাবৎসরই সূর্যরশ্মি লম্বভাবে পড়ে।
Explain:-

 

7. বিষুবরেখা কোন্ তাপমণ্ডলে অবস্থিত?





ANSWER= (D) উষ্ণমণ্ডলে।
Explain:-

 

8. কর্কট বৃত্তটি পৃথিবীর কোন্ গোলার্ধে কল্পনা করা হয়েছে ?





ANSWER= (C) উত্তর গোলার্ধে।
Explain:-

 

9. কোন্ কাল্পনিক রেখা পৃথিবীর কেন্দ্রকে দুই মেরুবিন্দুতে সংযুক্ত করেছে ?





ANSWER= (A) দ্রাঘিমা রেখা।
Explain:-

 

10. বিষুবরেখার অক্ষাংশ কত ?





ANSWER= (B) 0°।
Explain:-

 

11. মুখ্য দ্রাঘিমারেখার মান কত ?





ANSWER= (B) 0°।
Explain:-

 

12. বিষুব থেকে কত ডিগ্রি অক্ষাংশে মকরক্রান্তি পাওয়া যায়?





ANSWER= (A) 23½° দক্ষিণ অক্ষাংশ।
Explain:-

 

13. 1° অন্তর অন্তর দ্রাঘিমারেখার মোট সংখ্যা কতটি?





ANSWER= (A) 360 টি
Explain:-

 

14. বিষুবরেখার উত্তর ও দক্ষিণ দিকে বিস্তৃত তাপমণ্ডলটির নাম কী ?





ANSWER= (D) উত্তর হিমমণ্ডল ও দক্ষিণ হিমমণ্ডল।
Explain:-

 

15. পৃথিবীর কেন্দ্র দিয়ে পার হয়ে যাওয়া রেখাটিকে কি বলে?





ANSWER= (D) পৃথিবীর মেরুদণ্ড বলে।
Explain:-

 

16. পৃথিবীর কেন্দ্র দিয়ে পার হয়ে যাওয়া মেরুদণ্ড দ্বারা সংযোগ করা উপরের দিকে থাকা বিন্দুটিকে কি বলে?





ANSWER= (B) সুমেরু বা উত্তর মেরু বলে।
Explain:-

 

17. পৃথিবীর কেন্দ্র দিয়ে পার হয়ে যাওয়া মেরুদণ্ড দ্বারা সংযোগ করা নীচের দিকে থাকা বিন্দুটিকে কি বলে?





ANSWER= (A) কুমেরু বলে।
Explain:-

 

18. পৃথিবীর উপরিভাগে মধ্যভাগ দিয়ে পূর্ব-পশ্চিমে একটি রেখা কল্পনা করা হয়েছে। এই কাল্পনিক রেখাটিকে কি বলে?





ANSWER= (B) বিষুবরেখা বা নিরক্ষরেখা বলে।
Explain:-

 

19. কোন স্থান বা বিন্দুটি বিষুবরেখা থেকে কেন্দ্র পর্যন্ত কল্পনা করা রেখার সাথে সৃষ্টি করা কোণের মাপকে সেই স্থান বা বিন্দুর _______ বলে।





ANSWER= (D) অক্ষাংশ
Explain:-

 

20. মূল দ্রাঘিমারেখা থেকে পূর্ব বা পশ্চিমে কোনও স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের _______ বলে।





ANSWER= (C) দ্রাঘিমাংশ
Explain:-

 

21. বিষুবরেখার দুদিকে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার ভেতরের অঞ্চলটিকে কি বলে?





ANSWER= (A) গ্রীষ্ম বা উষ্ণ মণ্ডল বলে।
Explain:-

 

22. উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি ও সুমেরু বৃত্তের মধ্যভাগের অঞ্চলটিতে উষ্ণতার তীব্রতা কম। অর্থাৎ অধিক গরমও নয় আবার অধিক শীতও নয়। এই অঞ্চলটিকে কি বলে?





ANSWER= (C) উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল।
Explain:-

 

23. দক্ষিণ গোলার্ধের মকরক্রান্তি ও কুমেরু বৃত্তের মধ্যভাগের অঞ্চলটিতে উষ্ণতার তীব্রতা কম। অর্থাৎ গরমও অধিক নয় এবং শীতও অধিক নয়। এজন্য এই অঞ্চলটিকে কি বলে?





ANSWER= (B) দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল
Explain:-

 

24. সুমেরু সহ সুমেরু বৃত্তের উপর অংশে শীতের প্রকোপ অত্যন্ত বেশি। বরফাবৃত এই অঞ্চলটিকে কি বলে?





ANSWER= (A) উত্তর শীতমণ্ডল বা উত্তর হিমমণ্ডল
Explain:-

 

25. কুমেরু সহ কুমেরু বৃত্তের নীচের অংশে শীতের প্রকোপ অত্যন্ত বেশি। এই বরফাবৃত অঞ্চলটিকে কি বলে?





ANSWER= (D) দক্ষিণ শীতমণ্ডল বা দক্ষিণ হিমমণ্ডল
Explain:-

 

26. গুয়াহাটি মহানগরের অক্ষাংশ কত ?





ANSWER= (B) 26½° উত্তর অক্ষাংশ।
Explain:-

 

27. ভারতের কোন দ্রাঘিমারেখাকে স্থানীয় দ্রাঘিমারেখা ধরা হয়েছে?





ANSWER= (C) 82½° পূর্ব দ্রাঘিমারেখা
Explain:-

 

28. ভারতের কোন দ্রাঘিমার স্থানীয় সময়ই ভারতীয় প্রমাণ/মান সময় (Indian Standard Time) হিসাবে স্বীকৃত?





ANSWER= (C) 82½° পূর্ব দ্রাঘিমারেখা
Explain:-

 

29. ভারতের মাঝখান দিয়ে 82½° পূর্ব দ্রাঘিমারেখা _________ এর উপর দিয়ে গেছে।





ANSWER= (A) এলাহাবাদ ও কোংকন
Explain:-

 

30. কোন স্থানে আকাশে সূর্যের সর্বোচ্চ অবস্থান অনুসারে যে সময় স্থির করা হয় তাকে _____ সময় বলে।





ANSWER= (A) স্থানীয়
Explain:-

 

31. লন্ডন শহরের নিকটে গ্রীনিজ (Greenwich) মান মন্দিরের উপর দিয়ে কল্পনা করা দ্রাঘিমারেখা থেকে গণনা আরম্ভ হয়েছে। এই কাল্পনিক রেখাটিকে _____ বলে।





ANSWER= (C) মুখ্য দ্রাঘিমারেখা
Explain:-

 

32. মুখ্য দ্রাঘিমারেখাটির দ্রাঘিমাংশ কত?





ANSWER= (A) 0°।
Explain:-

 

33. কর্কটক্রান্তির মান কত?





ANSWER= (D) 23½° উঃ অক্ষাংশ
Explain:-

 

34. মকর ক্রান্তির মান কত?





ANSWER= (B) 23½° দঃ অক্ষাংশ
Explain:-

 

35. সুমেরু বৃত্তের মান কত?





ANSWER= (A) 66½° উঃ অক্ষাংশ।
Explain:-

 

36. কুমেরু বৃত্তের মান কত?





ANSWER= (D) 66½° দঃ অক্ষাংশ
Explain:-

 

37. নিরক্ষরেখা বা বিষুবরেখার মান কত?





ANSWER= (C) 0°।
Explain:-

 

38. বিষুবরেখার সমান্তরালে উত্তর দিকে ও দক্ষিণ দিকে কল্পনা করা রেখাগুলিকে __________ বলে।





ANSWER= (B) অক্ষরেখা বলে।
Explain:-

 

39. কোন একটি বস্তুকে ঘিরে থাকা স্থানের পরিমাণ হল __________।





ANSWER= (C) আকার।
Explain:-

 

40. গোলকের কোন্ দিকে উত্তরমেরু ?





ANSWER= (D) উপরদিকে
Explain:-



Visit Again

THANKS FOR YOUR PARTICIPATION


CLICK ON THE GIVEN LINK BELOW

TO TEST YOURSELVES


1. MCQ TYPE TEST SET - 1

2. MCQ TYPE TEST SET - 2

FOR MORE MCQ CLICK

Post a Comment

0 Comments